Is this review helpful?
Rate count: 2Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Shuvo Enterprise, Rajshahi
পেশায় আমি একজন ব্যবসায়ী এবং আমার ব্যবসা সঠিক ভাবে পরিচালনা করার জন্যে আমার সব সময় মোটরসাইকেলের প্রয়োজন হয়। অন্যদিকে বাইকের প্রতি সব সময়ই আমার এক ধরনের টান কাজ করে। আমি বেশ কয়েকটা মোটরসাইকেল ব্যাবহার করেছি। শেষ যে বাইকটা ব্যাবহার করেছি সেইটা হচ্ছে বাজাজ ডিস্কভার ১৩৫সিসি। যদিও বাইকটা অনেক ভালো ছিলো কিন্তু অনেক দিন ধরে ব্যাবহার করায় মনে হলো বাইকটা পরিবর্তন করা দরকার। হিরো হাঙ্ক আমার পছন্দের বাইকগুলোর মধ্যে একটা। বাইকটা দেখতে সুন্দর এবং শুনেছি পারফরমেন্সও নাকি অনেক ভালো। যেহেতু হাঙ্কের কোন অভিজ্ঞতা আমার ছিলো না তাই অভিজ্ঞতা নেয়ার জন্যে আমি হাঙ্কের ম্যাট ডাবল ডিস্ক বাইকটা কিনি এবং এখন পর্যন্ত প্রায় ৫০০০কিমি রাইড করেছি। আজ আমি মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো এবং আশা করি আপনারা উপকৃত হবেন।
এখন পর্যন্ত আমি আমার বাইকে খারাপ কোন দিক খুজে পাইনি তবে প্রথম দিকে মাইলেজ একটু কম পেতাম কিন্তু সার্ভিস করার পর এখন তা অনেকটাই বেড়ে গেছে।
আমি শহরের মধ্যে মাইলেজ পাই ৪০ এবং হাইওয়ে তে ৪৫।
এই বাইক নিয়ে আমি একদিনে ১৫০কিমি রাইড করেছি এবং ১১০ কিমি প্রতি ঘন্টা গতি তুলছি কোন রকম সমস্যা ছাড়াই।
আমি মনে করি যদি বাইকের টেল ল্যাম্পটি আর একটু উন্নত করা হয় তাহলে বাইকটি আরো আকর্ষণীয় হয়ে যাবে।
Is this review helpful?
Rate count: 2আমি মোঃ মাইনুল হাসান তপু। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। পাশাপাশি টুকটাক ব্যবসার কাজেও জড়িত আছি...
Bangla Englishপেশায় আমি একজন ব্যবসায়ী এবং আমার ব্যবসা সঠিক ভাবে পরিচালনা করার জন্যে আমার সব সময় মোটরসাইকেলের প্রয়োজন হয়। অন্য...
Bangla Englishব্যাক্তিগত ব্যবহারের জন্য একটি বাইকের খুব দরকার। আমি বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য বাইকের প্রয়োজন খুব অনুভব কর...
Bangla Englishহিরো হাংক বাংলাদেশের ১৫০ সিসি সেগমেন্টের মধ্যে খুব জনপ্রিয় একটি বাইক। প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ব...
Bangla Englishআমরা সকলেই ইন্ডিয়ান একটি মোটরসাইকেল ব্র্যান্ড সম্পর্কে খুব ভালোভাবে পরিচিত এবং সেটি হল হিরো। যখন হিরো এবং হোন্...
Bangla Englishআমি অনেক রিভিউতে দেখেছি যে যাদের বাইক চালানোর হাতে খড়ি হয়েছিলো সেগুলো বেশিরভাগই ছিলো লেজেন্ডারী বাইক। আমার ক্ষ...
Bangla English