হিরো মটো কর্প। হিরো সম্বন্ধে আসা করি আপনাদের সকলেরই ভালো ধারনা রয়েছে। তাদের কিছু বাইক রয়েছে যেগুলো সব রেঞ্জের বাইকারদের নজর কাড়বে ঠিক যেমন আমার কেড়েছে। আমি মোঃ কামরুজ্জামান পেশায় একজন ছাত্র পাশাপাশি বাইক প্রেমি।বর্তমানে আমি ব্যবহার করছি হিরো হাংক ২০১৭ মডেলের বাইকটি। আমি প্রথমেই বলেছিলাম যে হিরোর প্রত্যেকটি বাইক সকল বাইকারদের নজর কাড়বে । হিরো হাংক বাইকটিও আমার নজর কেড়েছে। আমি ৪ মাস ধরে এই বাইকটি ব্যবহার করে আসছি।আজ আমি আপনাদের সাথে এই ৪ মাসের রাইডিং অভিজ্ঞতা এবং পাশাপাশি ভালো কিছু দিক সমূহ শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন।
আমার যাতায়াতকে আরও উন্নত ও দ্রততর করার জন্য মুলত বাইক কেনা হয়। এই বাইকটি কেনার পূর্বে আমি ব্যবহার করেছি বাজাজ সিটি ১০০ সিসি। সেই বাইকের তুলনায় আমার এই বাইকটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে। আরেকটি ভালো দিক হল বাইকটির বর্তমান দাম অনুযায়ী অনেক কমদামি একটি বাইক যার ফলে অন্যান্য ১৫০ সিসি বাইকের তুলনায় নিঃসন্দেহে অনেক ভালো ডিজাইন আমি পেয়েছি। সব মিলিয়ে বাইকটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে।
অপরদিকে আমি মনে করি বাইকটিতে যথেষ্ট ভালো আরাম রয়েছে এবং আমি চালিয়ে বেশ স্বাচ্ছন্দ বোধ করি। সিটিং পজিশনটাও বেশ ভালো ও আরামদায়ক। সিটিং পজিশনের সাথে মিল রেখে হ্যান্ডেলবার ধরে বেশ আরাম অনুভব করি। আমি অনেকক্ষন রাইড করার পরেও কোন প্রকার ব্যাক পেইন অনুভব করিনি। কিন্তু খারাপ দিক হল হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলো তেমন ভালো মানের না। তবে হেডল্যাম্প রাতে বেশ ভালো আলো সরবরাহ করে থাকে। আমার পরামর্শ থাকবে যে তাদের সুইচগুলো আরও উন্নত করতে হবে তা না হলে যে কোন মুহূর্তে কোন সুইচ কাজ না করলে রাইডার যে কোন সমস্যার সম্মুখীন হতে পারে।
বাইকটির কন্ট্রোল আমি যথেষ্ট ভালো পেয়েছি। আমি বাইকটির সর্বচ্চো গতি তুলেছি এবং তখন কোন ভাইব্রেশন আমি পায়নি। যেহেতু ওজনে ভারী মাস্কুলার একটি বাইক সেই দিক থেকে হইতো টপ স্পীডে বেশ ভালো পারফরমেন্স দেয়। বাইকটির ব্রেকিং আমি বলবো মোটামুটি ভালো। মোটামুটি ভালো বলব এই জন্য যে বাইকটি ব্রেক করার সময় পেছনের চাকা হালকা স্লীপ খায় এবং রাইডিং করতে কিছুটা ঝামেলা মনে হয় তবে সাসপেনশনটা অনেক ভালো। আমি ভাল-খারাপ দুটো রাস্তায় চালিয়েছি এবং আমার কাছে এর ভালো সাসপেনশনের ফলে ঝাকুনিটা কম মনে হয়েছে। সব মিলিয়ে বাইকটি কন্ট্রোলিং এর দিক দিয়ে আমি বলব আসাধারন একটি বাইক।
বাইকটির তেল খরচ অনেক কম। আমি বর্তমানে আশানুরূপ মাইলেজ পাচ্ছি। তবে আমার মনে হয় ১৫০ সিসি বাইক হিসেবে মাইলেজটা আরেকটু বেশী হলে ভালো হত তবে যা আছে আলহামদুল্লিলাহ ।বর্তমানে আমি প্রায় ৫০ কিমি এর মতো মাইলেজ পাচ্ছি।
বাইকটির যে দিক গুলো আমার কাছে খুব ভালো লেগেছে সেগুলো হলঃ বসার জায়গাটা অনেক আরামদায়ক, এর সাসপেনশন খুব ভালো পারফরমেন্স দেয় যার ফলে ঝাঁকুনি কম বোঝা যায়। আরেকটি দিক সেটা হল এর পিকআপটা অনেক নরম এবং পিকআপ টানলে ভালো সাড়া পাওয়া যায়। বাইকটির পেছনের টায়ারটা বেশ চিকন এবং কড়া ব্রেক করলে স্লিপ খায়। এছাড়া আমার কাছে আর কোন সমস্যা এখন পর্যন্ত চোখে পড়েনি।
সার্ভিসিং সেন্টারের আচার-ব্যবহার আমার তেমন ভালো লাগে নি অন্যদের কাছে ভালো লাগতে পারে তবে আমি ব্যাক্তিগত ভাবে বলব যে তাদের সার্ভিসিং সেন্টারের মান আরও ভালো করা দরকার।
সমস্ত কিছু আলোচনা করে আমি বলব যে বাইকটি বর্তমান দাম অনুযায়ী ঠিক মনে হয়েছে। কারণ এত কম দামের মধ্যে এত কিছু অন্যান্য কোম্পানী দিচ্ছে না সেই তুলনায় দামটা ঠিক মনে হয়েছে। যারা এই বাইকটি কিনতে চান তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে বাইকটা অবশ্যই নিতে পারেন।