আকর্ষণীয় গ্রাফিক্স ডিজাইনযুক্ত বাইক চালাতে কার না ভাল লাগে। তাই আমি বাইক কিনার আগে অনেক ভেবে চিন্তায় হিরো হাংক ১৫০ সিসির বাইকটি কিনি। এর আউটলুক চমৎকার। আমি এই বাইকটি চালানোর সময় লক্ষ্য করে দেখেছি সবাই আমার দিকে একভাবে তাকিয়ে থাকে। শুধু তাই নয়, এই বাইকটি ১ মাস চালিয়ে বুঝেছি যে কোন পরিস্থিতিতে এটি কন্ট্রোল করা যায়। বাইকটি ডিস্ক ভার্শন হওয়ার কন্ট্রোল খুব সহজেই করা যায়। এর চাকা দুটি মোটা হবার কারণে স্কিড করে না। যদিও বাইক আমি অতিরিক্ত জোরে চালাই না, তবুও একদিন ৯০ গতিতে তুলেছিলাম। এমন গতিতে চালিয়ে আমি কোন সমস্যা বুঝতে পারিনি। এর সাসপেনশন গুলো অনেক ভাল। বাইকটি চালিয়ে আমি অনেক আরাম অনুভব করি। বাইকটির মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট আছি। এছাড়া বাইকটির ওজন সঠিক রয়েছে। তবে এর সিটিং পজিশনটা একটু উঁচু। এর সিটের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন খুবই ভাল। তাই দীর্ঘ যাতায়াত করে অনেক ভাল অনুভূতি পাওয়া যায়। বাইকটির সেল্ফ ভাল কাজ করে। আমি ১ মাস যাতায়াত করে প্রায় ৭০০ কিমি চালিয়েছি। তবে এত অল্প সময়ে একটি বাইক সম্পর্কে যথাযথ তথ্য বিচার করা কঠিন। তবুও আমার এই অল্প দিনের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছি।
ভাল দিকঃ-
১/ আউটলুক বেশ আকর্ষণীয়।
২/ দীর্ঘ যাতায়াতে ভাল অনুভুতি পাওয়া যায়।
৩/ ব্রেকিং সিস্টেম খুব ভাল।
৪/ সেল্ফ স্টার্টে কোন সমস্যা নেই।
৫/ হ্যান্ডেলবারটি অনেক সুন্দর।
৬/ সাসপেনশন গুলো ভাল কাজ করে।
৭/ মাইলেজ ভাল।
৮/ দাম সঠিক রয়েছে।
মন্দ দিকঃ-
১/ সিটিং পজিশন উঁচু।
মোটরসাইকেলটি পছন্দের কারণ?
মোটরসাইকেলটি পছন্দের প্রধান কারন হচ্ছে এর আউটলুক অনেক সুন্দর। এর গ্রাফিক্স ডিজাইন গুলো সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয়। এই বাইকটি শোরুমে নতুন এসেছে।
মাইলেজ সিটিঃ- ৩৮ কিমি।
মাইলেজ হাইওয়েঃ- ৪৫ কিমি।
হিরো হাংক ১৫০ সিসি একটি আরামদায়ক বাইক। যে কোন যাতায়াতের ক্ষেত্রে বাইকটি চালাতে আমার খুব ভাল লাগে। এই বাইকটির সিটে দুই জন বসে আরামে যাতায়াত করা যায়। বাইকটির সিটি বেশ নরম। ফলে দীর্ঘ যাতায়াতেও ব্যাক পেইন বা ক্লান্তি আসে না। আমি দীর্ঘ যাতায়াত তেমন করিনি। বাইকটির সাসপেনশন গুলো আমাকে সকল যাতায়াতে আরাম এনে দিতে সক্ষম। এই বাইকটির ইঞ্জিন খুব শক্তিশালী এবং এর শব্দটা বেশ মার্জিত। বাইকটির বডির প্লাস্টিক গুলো এবং এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। আমার সাধ্যের মধ্যে এমন ভাল একটি বাইক কিনতে পারায় দামের দিক থেকে আমি সন্তুষ্ট আছি। তাই পরিশেষে বলবো, হিরো হাংক ১৫০ সিসির বাইকটির আউটলুক, ইঞ্জিন পারফরমেন্স, কন্ট্রোল, দাম ইত্যাদির দিক থেকে সেরা একটি বাইক। সবাইকে ধন্যবাদ।