সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোঃ আযম খান। পেশায় আমি একজন চাকুরীজীবি। আমি ১ মাস যাবত যে মোটরসাইকেলটি ব্যবহার করছি তার নাম হচ্ছে হিরো আই স্মার্ট ১১০ সিসি। চাকুরির কাজে আমাকে প্রায় প্রতিদিন যাতায়াত করতে হয়। হিরো আই স্মার্ট মোটরসাইকেলটি ব্যবহার করে আমার যাতায়াত খরচটা অনেক কমে গেছে। আমি ১ মাস আমার মোটরসাইকেলটি ব্যবহার করে প্রায় ১০০০ কিমি পথ চালিয়েছি। এখন পর্যন্ত আমি মোটরসাইকেলটি থেকে অনেক ভাল পারফর্মেন্স পাচ্ছি। এই মোটরসাইকেলটির ফুয়েল ট্যাংকারটা দেখতে বেশ আকর্ষণীয়। এর গ্রাফিক্স ডিজাইন গুলো চমৎকার এবং এর ফিচারস গুলো সম্পুর্ণ নতুন। এর বডির প্লাস্টিক গুলো বেশ মজবুত। মোটরসাইকেলটি আমার বডির সাথে মানানসই। আমি দীর্ঘ যাতায়াত করে এটি থেকে অনেক ভাল অনুভূতি পাই। আমি ১ দিন সর্বোচ্চ ২৫০ কিমি পথ চালিয়েছি। এমন দীর্ঘ যাতায়াত করে আমি তেমন সমস্যা বুঝতে পারিনি। কিন্তু হাই স্পীডে আমি ৭০ গতিতে তুলে লক্ষ্য করে দেখেছি এর বডি ভাইব্রেশন করছে। তবে এর সাসপেনশন গুলো খুবই ভাল কাজ করে। তাই আমি আরামদায়ক ভাবে পথ চলতে পারি। এই মোটরসাইকেলটির তেল খরচ মোটামুটি কম। মোটরসাইকেলটির সিটিং পজিশন বড় হওয়ায় পরিবার নিয়ে আমি খুব আরামের সাথেই যাতায়াত করতে পারি। এর সিটের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন খুব ভাল। হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো দেখতে অনেক সুন্দর। এগুলো খুব সহজেই আমি ব্যবহার করতে পারি। আমার এই মোটরসাইকেলটি রাতে চালিয়ে দেখেছি এর হেড লাইটে পর্যাপ্ত আলো হয়। আমি এখন পর্যন্ত মোটরসাইকেলটির সেল্ফ স্টার্টে কোন সমস্যা পাইনি। এর ব্যাটারি কোয়ালিটি বেশ মজবুত।
ভাল দিকঃ -
- সেল্ফ স্টার্ট সমস্যা নেই।
- গ্রাফিক্স ডিজাইন গুলো নতুন।
- ইঞ্জিন শক্তিশালী।
- মাইলেজ ভাল পাচ্ছি।
- সিটিং পজিশন বড় হওয়াতে দুই জন আরামে বসা যায়।
- দীর্ঘ যাতায়াতে ভাল অনুভূতি পাই।
- দাম সাধ্যের মধ্যে রয়েছে।
মন্দ দিকঃ -
- বেশি গতিতে ভাইব্রেশন করে।
মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের কারণ হচ্ছে, এর গ্রাফিক্যাল ডিজাইন গুলো সুন্দর। মোটরসাইকেলটিতে নতুন নতুন ফিচারস যুক্ত হয়েছে। এটি আমার বডির সাথে বেশ মানানসই।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৫৫ কিমি।
আমার মোটরসাইকেলটির কন্ট্রোল বিষয়ে যা বলবো, মোটরসাইকেলটির কন্ট্রোল ভাল। এর সামনের এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। এই ব্রেক গুলো মোটামুটি ভাল কাজ করে। যে কোন পরিস্থিতিতে আমি মোটরসাইকেলটি নিজের কন্ট্রোলে নিতে পারি। এছাড়া এর চাকা দুটো মোটা এবং এর ট্যায়ারের গ্রিপ গুলো দেখতে অনেক সুন্দর। তাই আমি হঠাৎ কড়া ব্রেক করলেও খুব একটা স্লিপ করে না। এমনকি হালকা ভেজা রাস্তাতে চালালেও তেমন স্লিপ করে না। মোটরসাইকেলটির ইঞ্জিন পারফর্মেন্স খুব ভাল। এর ইঞ্জিনের শব্দ শুনতে আমার ভাল লাগে। এখন পর্যন্ত এর ইঞ্জিনে কোন প্রকারের সমস্যা দেখা দেয়নি। যে কোন গতিতে চালিয়ে দেখেছি মোটরসাইকেলটি থেকে সর্বদা ভাল অনুভূতিই পাই। এর দামটাও সাধ্যের মধ্যেই রয়েছে। সবাইকে ধন্যবাদ।