হিরো বাংলাদেশের একটি অন্যতম নির্ভরযোগ্য মটরসাইকেল ব্র্যান্ড যা অনেক দিন যাবত এই দেশে বেশ সাফল্যের সঙ্গে কাজ করে আসছে । তাই এই ব্রান্ডের উপর আস্থা এই দেশের সর্ব শ্রেনির মানুষেরই রয়েছে । বিষয় টি আমার ক্ষেত্রেও কার্যকরি ।আমি একজন চাকুরিজিবি । বর্তমানে একটি কোম্পানীতে চাকরি করছি । আমাকে সেই কোম্পানি থেকে বিগত ৬ মাস আগে একটি বাইক কেনার অফার দেয় ।সৌভাগ্য বসত এটি হিরো ব্র্যন্ড এর একটি বাইক হিরো আই স্মার্ট ১১০ সিসি । আমার কোম্পানির মতামত যে অন্যান্য ব্র্যন্ড এর তুলনায় এই ব্রান্ডের সার্ভিস সেন্টারের মান অনেক উন্নত। তাই সকল কর্মকর্তাদের জন্যেই হিরো ব্র্যান্ড এর বাইক ঠিক করে রাখা হয় ।
আমার মটরসাইকেল এর প্রতি আলাদা কোন বাসনা না থাকলেও এটি কোম্পানি থেকে দেয় বলে আমি বাইকটি কিনি । আমার এই মটরসাইকেলটির বিষয়ে তেমন কোন তথ্য জানা না থাকলেও ৬ মাস ব্যবহারের পর আমার মটরসাইকেল এর বিষয়ে বেশ অনেক কিছুর ধারনা হয় ।আমি এই পর্যন্ত ৩৫০০ কি মি যাতায়াত করেছি। ৬ মাসের এই অভিজ্ঞতায় আমাকে হিরো আই স্মার্ট ১১০ সিসি মটরসাইকেল্ টির ডিজাইন অনেক সুন্দর লেগেছে । তবে ডিজাইন টি আরেকটু আধুনিক করা যেতে পারে বলে আমার মনে হয়।
ভালো দিক সমুহ ঃ-
_ দেখতে সুন্দর
_ বিল্ড কোয়ালিটি ভাল
_ইঞ্জিন পার্ফরমেন্স ভাল লেগেছে
_ ইঞ্জিন সাউন্ড শ্রুতিমধুর
খারাপ দিক সমুহ ঃ-
_লং জার্নিতে পিঠে বেথা করে
_শীতের সকালে সেলফ স্টার্ট নিতে সমস্যা হয়
আমি আগেও উল্লেখ করেছিলাম আমাকে এই মটরসাইকেলটি কোম্পানি থেকে দেওয়া হয়েছিল তাই বাইকটি কেনার পিছনে আমার নিজের আলাদা কোন মতামত ছিল না তবে কোম্পানির মতামত অনুযায়ী তারা এই ব্র্যান্ডের বাইক চয়েস করেছিলো কেননা এই ব্র্যান্ড এর সার্ভিস অন্যান্য ব্র্যান্ড এর সার্ভিস এর তুলনায় অনেক উন্নত ও নিখুত । আমি বাস্তবেও এই কথার প্রমান পেয়েছি । আমি হিরোর সার্ভিস সেন্টার থেকেই বাইক সার্ভিস করায় থাকি । মেকানিক্সদের সভাব অনেক ভালো ও কাজের দিক থেকে তারা অনেক দক্ষ ।
হিরো আই স্মার্ট ১১০ সিসি মটরসাইকেলটির ডিজাইন আমার সুন্দর লেগেছে তবে আরেকটু আধুনিক করলে ভালো হতো । ইঞ্জিন পারফরমেন্স বেশ ভালো ।আমি খুব একটা লং যাতায়াত করিনা তবুও আমার সিটির মধ্যে চালিয়ে এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স বেশ ভালো লেগেছে ।সামানে ও পিছে ড্রাম ব্রেক ।.১১০ সিসির বাইক হিসেবে একটি বাইকের ড্রাম ব্রেক একদম যথাযথ ।তবে রাইডিং এর সময় অনেক বার ব্রেক করলে ব্রেক কিছুটা কম কাজ করে । এছাড়াও এর কন্ট্রোল ভালো আমার বয়সের কোন ব্যক্তির চালানোর জন্যে । তবে কম্ফোর্ট এর ব্যাপারে আমি সন্তুষ্ট নয় কারণ লং টাইম ড্রাইভ করার সময় পিঠে ব্যাথা অনুভুত হয় । সাসপেনশনগুলো খানিকটা উন্নত করা প্রয়োজন । আমার পরবর্তি বাইক কেনার ইচ্ছা আছে ৬ বছর পর । সেটি হিরো ব্র্যন্ড এর কোন বাইক তবে ততদিন অনায়াসেই আমি হিরো আই স্মার্ট ১১০ সিসি মোটর সাইকেলটি নিয়ে ভ্রমণ করতে সক্ষম । কারণ এই মটরসাইকেলটি বেশ মজবুত ও টেকসই । আমি আমার মতামত গুলো মটরসাইকেল ভ্যালির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি । আশা করি আমার এই রিভিউ পড়ে অনেকেই উপকৃত হবেন । সকল্ কে আমার ধন্যবাদ ।