নিজের একটি বাইক থাকলে স্বাধীন ভাবে যে কোন সময় নিজের ইচ্ছামত যাতায়াত করা যায়। তাই আমি সাধারণ যাতায়াতের জন্য হিরো স্প্লেন্ডর আই স্মার্ট ১১০ সিসি বাইকটি পছন্দ করে কিনেছি। ব্যাক্তিগত বিভিন্ন কাজে স্বাধীনভাবে যাতায়াতের জন্য হিরো স্প্লেন্ডর আই স্মার্ট বাইকটির তুলনা হয় না। আমার এই বাইকটি দেড় বছর যাবত ব্যবহার করে প্রায় ১০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছি । আমার এই বাইকের সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এর গ্রাফিক্স ডিজাইন। বিভিন্ন দিক থেকে বাইকটি আমার কাছে দেখতে নজরকাড়া মনে হয়। এছাড়া বাইকটির তেল খরচ খুবই কম। আমি দীর্ঘ যাতায়াত করতেও ভাল অনুভূতি পাচ্ছি। তবে হাই স্পীডে ৮০ গতির উপরে তুললে বাইকটি মাথা ভাইব্রেশন করে। তাই মনে করি আমার বাইকটির ওজন আর একটু বেশি হওয়া প্রয়োজন ছিল। এর সাসপেনশন গুলো আরামদায়ক ভাবে পথ চলতে সাহায্য করে। বাইকটির সিটিং পজিশন মোটামুটি বড়। এর সেল্ফ স্টার্ট সমস্যা নেই এবং এর ব্যাটারি কোয়ালিটি বেশ মজবুত বলে মনে হয়েছে। বাইকটির গিয়ার পরিবর্তনের সিস্টেমটি খুব সহজ। আমি রাতে এর হেড ল্যাম্পে থেকে পর্যাপ্ত আলো পাই। এই হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো দেখতে অনেক সুন্দর। সব কিছু বিবেচনায় বলবো এই বাইকের দামটা সঠিক রয়েছে।
ভাল দিকঃ -
- তেল খরচ মোটামুটি কম।
- দামটা একদম সাধ্যের মধ্যে রয়েছে।
- ডিজাইন পারফেক্ট।
- হেডল্যাম্পের আলো অনেক বেশি।
- ইঞ্জিন শক্তিশালী।
- বিল্ড কোয়ালিটি মজবুত।
- সেল্ফ স্টার্ট সমস্যা নেই।
মন্দ দিকঃ -
- বাইকটির ওজন কম, আর একটু বেশি হলে ভাল হত।
- বেশি গতিতে চালালে বাইকটির মাথা ভাইব্রেশন করে।
- ডিস্ক ব্রেক সিস্টেম নেই।
বাইকটি পছন্দের কারণ?
আমার এই বাইকটি পছন্দের মূল কারণ হচ্ছে, এর গ্রাফিক্যাল ডিজাইন গুলো দেখতে চমৎকার এবং এটি আমার সাধ্যের মধ্যেই ছিল। এছাড়া এই বাইকটি অনেক টেকসই হবে বলে আশা করে কিনেছি।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।
আমার বাইকের ডিজাইন যেমন সুন্দর, তেমনি এটি আমার বডির সাথে পুরোপুরি ম্যাচ করেছে। এই বাইকটির ইঞ্জিনটা অনেক শক্তিশালী এবং এটি দ্রুত শক্তি উৎপাদন করতে পারে। এর ইঞ্জিনের শব্দটা আমার পছন্দের। তবে শুধু মাত্র ড্রাম ব্রেকের সমন্বয়ে বাইকটি অনেক ভাল কন্ট্রোল করা সম্ভব না। এক্ষেত্রে ডিস্ক ব্রেক হলে কন্ট্রোল খুব ভাল করা যেত। তাই আমার কোম্পানির প্রতি পরামর্শ এটাই থাকবে যে, এই বাইকের চাকা গুলো আর একটু মোটা করার এবং এতে ডিস্ক ব্রেক যুক্ত করা। তাহলে আমরা চালকরা বেশি নিরাপদ ভাবে বাইক চালাতে পারব। তবে দেড় বছর পরে আমার কাছে মনে হয়েছে যে হিরো স্প্লেন্ডর আই স্মার্ট ১১০ সিসির বাইকটা অনেক টেকসই হবে। সবাইকে ধন্যবাদ।