২ বছর আগে হিরো আই স্মার্ট মোটরসাইকেলটি আমি শখের বসেই কিনেছি। আমার এই মোটরসাইকেলটির মাধ্যমে আমি সাধারণ যাতায়াত করে থাকি। বাইকটি আমি ২ বছর যাবত ব্যবহার প্রায় ১৫,০০০ কিমি পথ চালিয়েছি। এটি আমার জীবনের প্রথম বাহন। আজকে আমার বাইক চালানোর কিছু অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছি। আমার মোটরসাইকেলটির ডিজাইন সুন্দর। এর বডির প্লাস্টিক গুলো অনেক মজবুত, যা অল্প আঘাতে কিছুই হবার না। এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। এর আউটলুক সুন্দর। মোটরসাইকেলটির সিটিং পজিশন মোটামুটি বড় এবং এটি নরম হওয়ায় আমি দীর্ঘ পথ আরামের সাথে চলতে পারি। তবে হাই স্পীডে ৭৫ গতিতে চালিয়ে দেখেছি মোটরসাইকেলটির বডি ভাইব্রেশন করে। সেল্ফ স্টার্ট করতে আমার কোন সমস্যা বা ঝামেলা হয় না। এর ব্যাটারি কোয়ালিটি বেশ মজবুত। এর হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো দেখতে খুব সুন্দর। রাতে এর হেড লাইটে অনেক আলো হয়। মোটরসাইকেলটিতে উন্নত মানের সাসপেনশন রয়েছে। তাই খারাপ রাস্তায় একা চালালেও তেমন ঝাকুনি অনুভব করি না। আমি মোটরসাইকেলটি থেকে এখনো ভাল মাইলেজ পাচ্ছি। তবে আমার মোটরসাইকেলটির দামটা আমার কাছে একটু বেশি বলে মনে হয়েছে।
ভাল দিকঃ -
- গ্রাফিক্যাল ডিজাইন গুলো দেখতে সুন্দর।
- এখনো আমি অনেক ভাল মাইলেজ পাচ্ছি।
- ইঞ্জিনটি অনেক শক্তিশালী।
- সকল প্রকারের যাতায়াতে ভাল অনুভূতি পাই।
- হ্যান্ডেলবারের সাথে সিটিং পজিশনের কম্বিনেশন ভাল।
- সুইচ গুলো দেখতে চমৎকার।
- এর সাসপেনশন গুলো চমৎকার কাজ করে।
মন্দ দিকঃ -
- বেশি গতিতে বাইকের বডি ভাইব্রেশন করে।
- দাম একটু বেশি।
মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের কারণ হচ্ছে, এটি দেখতে অনেক সুন্দর। এর গ্রাফিক্স ডিজাইন গুলো চমৎকার। মোটরসাইকেলটির মাইলেজ খুব ভাল পাওয়া যায়। এই সকল কারণেই মূলত আমি হিরো আই স্মার্ট বাইকটি পছন্দ করে কিনেছি।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।
আমার এই মোটরসাইকেলটি ডিস্ক ভার্শনের না হলেও আমি মোটামুটি ভালই কন্ট্রোল করতে পারি। এর সামনের এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। এছাড়া এর চাকা দুটি এবং চাকার গ্রিপ গুলো দেখতে অনেক সুন্দর। আমার মোটরসাইকেলের ইঞ্জিন পারফর্মেন্স খুব ভাল। ইঞ্জিনের শব্দটা অনেক সুন্দর। দুই বছর পরেও এখন পর্যন্ত এর ইঞ্জিনে কোন প্রকারের সমস্যা বুঝতে পারিনি। আমি শোরুমের নির্দেশনা মোতাবেক এখনো সঠিক সময়ে মোটরসাইকেলটি সার্ভিসিং করাই। সে জন্য আমার মোটরসাইকেলে সমস্যা খুব কম দেখা দেয়। সবার জন্য আমার পরামর্শ, মোটরসাইকেলের ইঞ্জিন ভাল রাখতে ভেজাল মূক্ত অয়েল ব্যবহার করতে হবে এবং নিয়মিত মোটরসাইকেলটি সার্ভিসিং করুন।