Yamaha Banner
Search

হিরো মায়েস্ট্রো এজ স্কুটার ফিচার রিভিউ

English Version
2019-05-06

হিরো মায়েস্ট্রো এজ স্কুটার ফিচার রিভিউ



Hero-Maestro-Edge-Scooter-Feature-Review

একটি বিষয় আমরা সবাই ইতোমধ্যে লক্ষ্য করছি যে স্কুটারের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্তুতকারক কোম্পানিগুলো এইদিকে বিশেষ নজর দিচ্ছে। সম্ভবত স্কুটার সার্বিক দিক থেকে রাইডারদের কাছে জনপ্রিয় একটি বাহন হিসেবে পরিচিত লাভ করবে। আমরা শুরুতেই উল্লেখ করেছি যে মোটরসাইকেল প্রস্তুতকারকেরা এই স্কুটারকে টার্গেট করে বিচিত্র ডিজাইনের স্কুটার বাজারে হরহামেশাই নিয়ে আসছে । এই দিক থেকে হিরো পিছিয়ে থাকার মত নয় তারা তাদের গ্রাহকদের জন্য বাজারে নিয়ে এসেছে হিরো মায়েস্ট্রো এজ। মায়েস্ট্রো এজ হচ্ছে হিরোর স্কুটারের সারির মধ্যে প্রিমিয়াম ডিজাইনের একটি স্কুটার। এই স্কুটারের রয়েছে নজরকারা মাস্কুলার ডিজাইন, সর্বোত্তম পারফরমেন্স এবং আধুনিক সব ফিচারস। এছাড়াও রাইডারদের সুবিধার কথা মাথায় রেখে হিরো তাদের এই মায়েস্ট্রো এজ স্কুটারের সংযোজন করেছে নতুন সব ফিচারস তাই আর দেরি না করে চলুন এক নজর দেখে নেওয়া যাক তাদের এই স্কুটারটিতে আর কী কী ফিচারস রয়েছে ।



Hero-Maestro-Edge-Scooter-Feature-Review-Design

মায়েস্ট্রো এজ এর আকর্ষণীয় ফিচারস সমূহ
-টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন
-এক্সটারনাল ফুয়েল ফিলিং
-ইন্টারগ্রেটেড ব্রেকিং ( কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম)
-মোবাইল চারজিং পোর্ট এবং বুট লাইট
-এলিডি টেল ল্যাম্প
-আকর্ষণীয় নতুন গ্রাফিক্স
-ডিজিটাল ও এনালগ এর সমন্বয়ে মিটার কনসোল
-সার্ভিস রিমাইন্ডার
-এএইচও প্রযুক্তি
-টিউবলেস টায়ার


Hero-Maestro-Edge-Scooter-Feature-Review-Engine

ইঞ্জিন ও ট্রান্সমিশন
হিরো মায়েস্ট্রো এজ স্কুটারটিতে অস্ট্রিয়ান অটোমোটিভ ফার্ম ( এএলভি) প্রযুক্তি সম্পন্ন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ১১০ সিসি এয়ার কুল্ড ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৬ কিলোওয়াট ( ৮ বিএইচপি) @ ৭৫০০ আরপিএম এবং ৮.৭ এনএম@৫৫০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম। ভ্যারিওমেটিক ড্রাইভ ( ২.৫১-০.৮৫) গিয়ার বক্স এই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিন চালু করার জন্য রয়েছে সেফল স্টার্ট অপশন।

ডাইমেনশন
প্রত্যেকটি বাহনের জন্য ডাইমেনশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয় বিবেচনা করলে দেখা যায় যে হিরো ম্যাস্টেরো এডজ স্কুটারটিতে আদর্শ বডি ডাইমেনশন রয়েছে। ১৮৪১ মিমি লম্বা,৬৯৫ মিমি চওড়া এবং ১১৯০ মিমি উচ্চতা যা হিরো ম্যাস্টেরো এডজ স্কুটারটিকে পারফেক্ট গঠন দিয়েছে। এছাড়াও ১২৬১ মিমি হুইলবেজ,১৫৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং আরামদায়ক সিট উচ্চতা স্কুটারটিকে আরামের সাথে রাইড করতে সাহায্য করবে। এই সব কিছু বিষয় মিলিয়ে স্কুটারটির ওজন রয়েছে ১১০ কেজি।

সাসপেনশন
যেহেতু নতুন একটি স্কুটার তাই এই বিষয়টি আমলে নিয়ে এবং লুকস ও পারফরমেন্স বিবেচনা করে এর সাথে ভালো মানের সাসপেনশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। হাইড্রুলিক শক এবসরবার সামনের দিকে এবং পেছনের দিকে রয়েছে ইউনিট সুইং সাথে স্প্রিং লোডেড হাইড্রুলিক ড্যাম্পার সাসপেনশন।


Hero-Maestro-Edge-Scooter-Feature-Review-Tyre

টায়ার ও ব্রেকিং
উভয়দিকেই টিউবলেস টায়ার এবং ইন্টারগ্রেটেড ব্রেকিং সর্বাত্মক ভালো মানের ব্রেকিং নিশ্চিত করে। এদিকে সামনের দিকে রয়েছে ৯০/৯০-১২-৫৪ জে সাইজের মোটা টায়ার এবং পেছনের দিকে রয়েছে ৯০/১০০-১০-৫৩ জে সাইজের মোটা টায়ারের সাথে এলয় রিম। এদিকে উভয় দিকেই ড্রাম ব্রেক সংযোজন করা হয়েছে।


Hero-Maestro-Edge-Scooter-Feature-Review-Meter

মিটার ও ইলেকট্রিক্যাল
এই স্কুটারটিতে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা ডিজিটাল ও এনালগ এর সমন্বয়ে মিটার কনসোল গঠন করা হয়েছে। যার মধ্যে রয়েছে এনালগ স্পিডোমিটার,ফুয়েল গেজ, ডিজিটাল টাইপ ট্রিপ মিটার, সার্ভিস রিমাইন্ডার, স্ট্যান্ডার এলারাম সহ মূল প্রয়োজনীয় বিষয়গুলো এই স্কুটারটিতে দেখা যায়।

১২ ভোল্ট- ৪ এম্পায়ার ( মেইন্টেনেন্স ফ্রি ব্যাটারি) হিরো ম্যাস্টেরো এডজ এর সকল ইলেকট্রিক্যাল দিকগুলো চালু রাখে। ১২ ভোল্ট ৩৫ওয়াট/ ৩৫ ওয়াট হ্যালোজিন হেডল্যাম্প ১২ ভোল্ট – ০.৪/১৬ ( এলিডি) টেল ল্যাম্প সংযুক্ত আছে। এছাড়াও সাইড ইন্ডিকেটর, পাস সুইচ, ইলেকট্রিক স্টার্ট অপশন ইত্যাদি সব কিছু স্কুটারটিকে স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলতে সাহায্য করে।

Rate This Review

Is this review helpful?

Rate count: 23
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Maestro Edge

Hero Maestro Edge স্কুটার ব্যবহার অভিজ্ঞতা – জায়েদুর রহমান
2023-09-04

যেহেতু আমার বয়স একটু বেশি তাই আমার স্কুটার ক্যাটাগরির বাইক বেশি পছন্দের । যেহেতু পছন্দের তাই আমি আমার বাজেট অনু...

Bangla English
Hero Maestro Edge ব্যবহার অভিজ্ঞতা – জিহাদ জনি
2023-08-01

আমি এই Hero Maestro Edge বাইকটা কিনেছি ২০২২ সালের ২০শে আগস্ট মাসে, যখন আমি এই বাইকটা কিনি তখন বাজারে অন্যান্য ব্রান্ডের অনে...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যবহারিক অভিজ্ঞতা ২৪০০০ কিমি তাসলিমা পারভীন
2022-03-27

একজন নারী হিসেবে বাইক কেনার ক্ষেত্রে আমার প্রথম পছন্দ থাকে স্কুটার। আমার কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য এবং ছুটির ...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যবহারিক অভিজ্ঞতা ২০০০কিমি রহমত আলী
2022-03-20

বাইক রাইড করতে কার না ভালো লাগে আর সেটি যদি স্কুটার হয় তাহলে তো কথাই নাই। আমি শুনেছি যে বাইকের থেকে স্কুটার রাইড কর...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ৩২০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা সোনিয়া আক্তার
2021-02-22

আমাকে কখনো মোটরসাইকেল চালাতে হবে কিছুদিন আগেও ভাবিনি কারন আমি একজন সাধারন ঘরের মেয়ে আবার পুরাদস্তুর গৃহিনী কিন...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ৭০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ ওমর ফারুক
2021-02-17

শহরের মধ্যে সাধারন চলাচলের জন্যে স্কুটারের চেয়ে ভাল অন্যকিছু হতে পারে না আবার যদি প্রয়োজনটা হয় মেয়েমানুষের অর্...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যাবহারিক অভিজ্ঞতা মোসাঃ মাইশা তাসনিম
2021-02-08

আমার ব্যক্তিগত, চাকুরী, মেয়েমানুষ হিসেবে নিজের নিরাপত্তা সাথে চলাফেরার স্বাধীনতার জন্যে একটা মোটরসাইকেল আবশ্য...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ স্কুটার ফিচার রিভিউ
2019-05-06

একটি বিষয় আমরা সবাই ইতোমধ্যে লক্ষ্য করছি যে স্কুটারের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্তুতকার...

Bangla English
Filter