একটি বিষয় আমরা সবাই ইতোমধ্যে লক্ষ্য করছি যে স্কুটারের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্তুতকারক কোম্পানিগুলো এইদিকে বিশেষ নজর দিচ্ছে। সম্ভবত স্কুটার সার্বিক দিক থেকে রাইডারদের কাছে জনপ্রিয় একটি বাহন হিসেবে পরিচিত লাভ করবে। আমরা শুরুতেই উল্লেখ করেছি যে মোটরসাইকেল প্রস্তুতকারকেরা এই স্কুটারকে টার্গেট করে বিচিত্র ডিজাইনের স্কুটার বাজারে হরহামেশাই নিয়ে আসছে । এই দিক থেকে হিরো পিছিয়ে থাকার মত নয় তারা তাদের গ্রাহকদের জন্য বাজারে নিয়ে এসেছে হিরো মায়েস্ট্রো এজ। মায়েস্ট্রো এজ হচ্ছে হিরোর স্কুটারের সারির মধ্যে প্রিমিয়াম ডিজাইনের একটি স্কুটার। এই স্কুটারের রয়েছে নজরকারা মাস্কুলার ডিজাইন, সর্বোত্তম পারফরমেন্স এবং আধুনিক সব ফিচারস। এছাড়াও রাইডারদের সুবিধার কথা মাথায় রেখে হিরো তাদের এই মায়েস্ট্রো এজ স্কুটারের সংযোজন করেছে নতুন সব ফিচারস তাই আর দেরি না করে চলুন এক নজর দেখে নেওয়া যাক তাদের এই স্কুটারটিতে আর কী কী ফিচারস রয়েছে ।
মায়েস্ট্রো এজ এর আকর্ষণীয় ফিচারস সমূহ
-টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন
-এক্সটারনাল ফুয়েল ফিলিং
-ইন্টারগ্রেটেড ব্রেকিং ( কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম)
-মোবাইল চারজিং পোর্ট এবং বুট লাইট
-এলিডি টেল ল্যাম্প
-আকর্ষণীয় নতুন গ্রাফিক্স
-ডিজিটাল ও এনালগ এর সমন্বয়ে মিটার কনসোল
-সার্ভিস রিমাইন্ডার
-এএইচও প্রযুক্তি
-টিউবলেস টায়ার
ইঞ্জিন ও ট্রান্সমিশন
হিরো মায়েস্ট্রো এজ স্কুটারটিতে অস্ট্রিয়ান অটোমোটিভ ফার্ম ( এএলভি) প্রযুক্তি সম্পন্ন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ১১০ সিসি এয়ার কুল্ড ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৬ কিলোওয়াট ( ৮ বিএইচপি) @ ৭৫০০ আরপিএম এবং ৮.৭ এনএম@৫৫০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম। ভ্যারিওমেটিক ড্রাইভ ( ২.৫১-০.৮৫) গিয়ার বক্স এই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিন চালু করার জন্য রয়েছে সেফল স্টার্ট অপশন।
ডাইমেনশন
প্রত্যেকটি বাহনের জন্য ডাইমেনশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয় বিবেচনা করলে দেখা যায় যে হিরো ম্যাস্টেরো এডজ স্কুটারটিতে আদর্শ বডি ডাইমেনশন রয়েছে। ১৮৪১ মিমি লম্বা,৬৯৫ মিমি চওড়া এবং ১১৯০ মিমি উচ্চতা যা হিরো ম্যাস্টেরো এডজ স্কুটারটিকে পারফেক্ট গঠন দিয়েছে। এছাড়াও ১২৬১ মিমি হুইলবেজ,১৫৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং আরামদায়ক সিট উচ্চতা স্কুটারটিকে আরামের সাথে রাইড করতে সাহায্য করবে। এই সব কিছু বিষয় মিলিয়ে স্কুটারটির ওজন রয়েছে ১১০ কেজি।
সাসপেনশন
যেহেতু নতুন একটি স্কুটার তাই এই বিষয়টি আমলে নিয়ে এবং লুকস ও পারফরমেন্স বিবেচনা করে এর সাথে ভালো মানের সাসপেনশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। হাইড্রুলিক শক এবসরবার সামনের দিকে এবং পেছনের দিকে রয়েছে ইউনিট সুইং সাথে স্প্রিং লোডেড হাইড্রুলিক ড্যাম্পার সাসপেনশন।
টায়ার ও ব্রেকিং
উভয়দিকেই টিউবলেস টায়ার এবং ইন্টারগ্রেটেড ব্রেকিং সর্বাত্মক ভালো মানের ব্রেকিং নিশ্চিত করে। এদিকে সামনের দিকে রয়েছে ৯০/৯০-১২-৫৪ জে সাইজের মোটা টায়ার এবং পেছনের দিকে রয়েছে ৯০/১০০-১০-৫৩ জে সাইজের মোটা টায়ারের সাথে এলয় রিম। এদিকে উভয় দিকেই ড্রাম ব্রেক সংযোজন করা হয়েছে।
মিটার ও ইলেকট্রিক্যাল
এই স্কুটারটিতে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা ডিজিটাল ও এনালগ এর সমন্বয়ে মিটার কনসোল গঠন করা হয়েছে। যার মধ্যে রয়েছে এনালগ স্পিডোমিটার,ফুয়েল গেজ, ডিজিটাল টাইপ ট্রিপ মিটার, সার্ভিস রিমাইন্ডার, স্ট্যান্ডার এলারাম সহ মূল প্রয়োজনীয় বিষয়গুলো এই স্কুটারটিতে দেখা যায়।
১২ ভোল্ট- ৪ এম্পায়ার ( মেইন্টেনেন্স ফ্রি ব্যাটারি) হিরো ম্যাস্টেরো এডজ এর সকল ইলেকট্রিক্যাল দিকগুলো চালু রাখে। ১২ ভোল্ট ৩৫ওয়াট/ ৩৫ ওয়াট হ্যালোজিন হেডল্যাম্প ১২ ভোল্ট – ০.৪/১৬ ( এলিডি) টেল ল্যাম্প সংযুক্ত আছে। এছাড়াও সাইড ইন্ডিকেটর, পাস সুইচ, ইলেকট্রিক স্টার্ট অপশন ইত্যাদি সব কিছু স্কুটারটিকে স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলতে সাহায্য করে।