আমি যখন একটা স্কূটার কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বাজারে বিদ্যমান অনেকগুলো ব্রান্ডের স্কুটার ছিলো এবং তাদের মধ্যে থেকে আমার কাছে Suzuki, Mahindra এবং Hero ব্রান্ডের স্কুটার বেশি পছন্দের ছিলো। আমি দেখলাম যে Hero Maestro Edge স্কুটারটা নতুন আসছে এবং ডিজাইনের দিক থেকে অন্যান্য স্কুটারের থেকে এটা বেশি পছন্দ হয়েছে। তাই সিদ্ধান্ত নিয়ে কিনে ফেললাম। বিগত সাড়ে ৪ বছর ধরে আমি এই স্কুটার ব্যবহার করে আসছি এবং এই সময়কালে আমি রাইড করেছি ৪৫০০০ কিলোমিটার। আজকে আমি আপনাদের সাথে আমার এই ব্যবহার অভিজ্ঞতা স্বল্প আকারে তুলে ধরবো।
Hero Maestro Edge এর ভালো দিক
*আমার কাছে প্রথমত এই স্কুটারের ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। স্কুটারের ডিজাইনটা সব দিক থেকেই দেখলাম যে অনেক সুন্দর যা যে কেউ খুব সহজেই পছন্দ করে নিতে পারবে।
*রাইড করে আমার কাছে অনেক আরামদায়ক বলে মনে হয়েছে। আমি একদিনে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার রাইড করেছি এবং রাইড করে আমার কাছে যথেষ্ট আরামদায়ক বলে মনে হয়েছে।
*স্কুটারের ব্রেকিং ও কন্ট্রোল আমার কাছে রাইড করার পরে অনেক ভালো লেগেছে।
Hero Maestro Edge এর মন্দ দিক
*আমার কাছে এই স্কুটারের মন্দ দিকের মধ্যে মনে হয়েছে যে এর মাইলেজ একটু কম। শহরের মধ্যে আমি ৩৫ কিলোমিটার প্রতি লিটার এবং হাইওয়েতে ৪০ কিমি প্রতি লিটার মাইলেজ পাচ্ছি। আমার মতে মাইলেজ একটু বেশি হলে ভালো হত।
*সেলফ স্টার্ট এর সমস্যা অনুভব করছি । আমি দেখেছি যে বাইকের সেলফ স্টার্টটা ভালো মত কাজ করে না যা নিয়ে আমাকে বেশ ভুগতে হয়।
Hero Maestro Edge নিয়ে এইছিলো আমার ব্যবহার অভিজ্ঞতা। আশা করি আপনারা এই বাইক সম্পর্কে একটি ভালো ধারণা লাভ করতে পেরেছেন এবং যারা এই বাইকটি কিনতে চনা তারা নির্দ্বিধায় কিনতে পারেন , এটা আমার পরামর্শ থাকবে।