মফস্বল এলাকায় বসবাস হউয়ার কারনে আমাদের গ্রামে প্রায় প্রতিটা ঘরেই একটা করে মোটরসাইকেল আছে। এর পেছনে অনেক গুলা কারন আছে, তার মধ্যে অন্যতম হলো প্রয়োজন মত যোগাযোগ রক্ষা করা। আমি চাইলেই যখন তখন আমার এলাকার বাজারে যাওয়া আসা করতে পারবো না কারন গনপরিবহন কম আবার কিছু পন্য পরিবহন করার দরকার সেটা নিয়ে যাওয়া আসা করাটা আরও কষ্টসাধ্য ছিল তাই মোটরসাইকেল আবশ্যক ছিল। আমার পরিবারের এবং কাছের অনেকেরই মোটরসাইকেল আছে বিশেষত আমার ভাই এবং দুলাভাই। তাদের পরামর্শ মতে আজ থেকে প্রায় ২ বছর আগে আমি বাংলাদেশের পরিচিত ব্রান্ড হিরো সেসময়ের নতুন মডেল প্যাশন এক্স-প্রো বাইকটা কিনি যা আমি এখন পর্যন্ত চালিয়েছি ১৩,৫০০ কিলোমিটার বা তার কিছু বেশি।
সাধারনত বাইক কেনার সময় সবার মনে আশা থাকে যে তার বাইকটা দীর্ঘদিন কোনরকম সমস্যা ছাড়াই সাপোর্ট দিবে এবং আমি নিজেও সে চিন্তা নিয়েই বাইকটা কিনেছিলাম। হিরো পছন্দ করেছিলাম কারন এই কোম্পানির প্রায় প্রতিটা বাইকই খুব ভাল মাইলেজ দেয়।
আমি গেল ২ বছর আমার মোটরসাইকেলটা ব্যবহার করে মাত্র ২ টা সমস্যা পেয়েছিঃ
-সেলফ সুইচে একবার সমস্যা পেয়েছিলাম, শোরুমের সার্ভিস সেন্টারে সেটআর সার্ভিসিং করিয়ে নেওয়ার পর এখন আর সেটারে সমস্যা নাই।
-হেডলাইটে সমস্যা হয়েছিলো, ঠিক করিয়ে নেওয়ার পর থেকে ঠিকঠাক কাজ করছে।
এ বাদে আমি আমার মোটরসাইকেলে এখন পর্যন্ত অন্য কোন সমস্যা পায় নি। বলা বাহুল্য যে, আমি যে সমস্যাগুলা এখন পর্যন্ত পেয়েছি সেগুলার সবই এই মোটরসাইকেল থেকে পাওয়াটা স্বাভাবিক কারন আমি ইতোমধ্যে এই বাইকটা ২ বছর ব্যবহার করে ফেলেছি আর এই সেগমেন্টের একটা মোটরসাইকেল থেকে এই ধরনের সাধারন সমস্যা পাওয়াটা স্বাভাবিক বলেই মনে করি।
অন্যদিকে মাইলেজ নিয়ে বলতে গেলে আমি বর্তমানে অসাধারন মাইলেজ পাচ্ছি। আমার বাইকটা বর্তমানে আমার মফস্বল এলাকা এবং হাইওয়ে মিলিয়ে গড়ে মাইলেজ দিচ্ছে ৬০ কিলোমিটার প্রতি লিটার। এদিক দিয়ে হিরো তাদের মাইলেজের ঐতিহ্য বজায় রেখেছে বলেই আমার মনে হয়।
এখন পর্যন্ত আমি আমার বাইকটা একদিনে একটানা চালিয়েছি ১০০ কিলোমিটারের মত আর সর্বোচ্চ গতির কথা জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে যে আমি কখনই অতিরিক্ত গতিতে বাইক চালায় না তাই ৬০ – ৬৫ কিলোমিটারের বেশি গতি কখনই উঠায় নি।
উল্লেখ্য যে আমি এই মোটরসাইকেল থেকে এখন পর্যন্ত আমার প্রত্যাশার থেকে ভাল পারফরমেন্স পেয়েছি। অন্য সবাই কেমন পাচ্ছে জানি না তবে আমার কাছে এই মোটরসাইকেল অনেক ভাল লেগেছে।