১১০ সিসির মধ্যে আমার একটি বাইক দরকার ছিলো যা আমার চলাচলের সুবিধার্থে কাজে লাগতে পারে। আমি বাজারে অনেক বাইক দেখেছি কিন্তু আমার মনে মত বাইক পাচ্ছিলাম না। একদিন আমার খুব কাছের এক বড় ভাই সাজেস্ট করলেন
Hero Passion X Pro ,তিনিও নাকি বাইকটা ব্যবহার করছেন এবং উনার ব্যবহার অভিজ্ঞতা অনেক ভালো। তাই তার কথা শুনে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম , এদিকে দেখলাম যে ১১০ সিসি হিসেবে অনেক সুন্দর ডিজাইন রয়েছে। তাই সব মিলিয়ে আমি বাইকটা কিনে ফেললাম। এখন পর্যন্ত আমি বাইকটা রাইড করেছি ৫ বছরে ৩৯৫৮৪ কিলোমিটার। আজকে আমি আপনাদের সাথে আমার এই বাইক ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করবো।
Hero Passion X Pro Disc বাইকের ভালো দিক
*আমার কাছে ডিজাইনের দিক দিয়ে বাইকটা ১১০ সিসি হিসেবে অনেক ভালো লেগেছে। আমি দেখেছি যে বাইকটার মধ্যে অন্যরকম এক ডিজাইন রয়েছে যা বাজারে খুব কমই দেখা যায়।
*এদিকে মাইলেজ নিয়েও আমি অনেক সন্তুষ্ট কারণ আমি এই বাইক থেকে মাইলেজ পাচ্ছি শহরের মধ্যে ৫৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে ৬০ কিমি প্রতি লিটার। সব মিলিয়ে *মাইলেজের দিক থেকে আমার কাছে ভাল লেগেছে।
*রাইড করে অনেক আরামদায়ক মনে হয়েছে। আমি এই ৫ বছর ধরে রাইড করছি এবং আমার কাছে যথেষ্ট আরামদায়ক একটি বাইক বলে মনে হয়েছে।
*কন্ট্রল এর দিক থেকেও আমি অনেক ভালো সাপোর্ট পেয়েছি। আমি দেখেছি যে বাইকটা যে কোন পরিস্থিতিতে খুব ভালো কন্ট্রোল সরবরাহ করতে পারে।
*ব্রেকিং এর দিক থেকেও আমি দেখেছি যে খুব ভালো ফিডব্যাক দেয় বাইকটা।
Hero Passion X Pro Disc বাইকের মন্দ দিক
*আমার কাছে ইঞ্জিনের শক্তি অনেক কম মনে হয়েছে। আমি নিজের মত করে স্পীড তুলতে চাইলেও সেই অনুযায়ী পারি না। এদিকে বাইকের স্পীড ৬০ কিমি প্রতি ঘন্টায় হলে ইঞ্জিন খুবই ভাইব্রেশন করে এবং ইঞ্জিন খুব গরম হয়।
*এই ছিলো আমার বাইক Hero Passion X Pro নিয়ে ভালো মন্দ অভিজ্ঞতা। আশা করি আপনারা বাইকটার ভালো মন্দ দিক সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন।