মোটরসাইকেল যোগাযোগের অন্যতম মাধ্যমে। যে কোন সময় নিজের ইচ্ছা স্বাধীন যাতায়াত করা যায়। তাই আমি ২০ দিন আগে হিরো ফ্যাশন এক্স প্রো ১১০ সিসি মোটরসাইকেলটি কিনেছি। এযাবৎ আমি প্রায় ৪০০ কিমি পথ চালিয়েছি কোন সমস্যা ছাড়াই । আমার পরিচয় আমি মোঃ আরিফুল ইসলাম। পেশায় আমি একজন ব্যবসায়ী। এই মোটরসাইকেলটি আমার ব্যক্তিগত কাজে সাধারণ যাতায়াতে ব্যবহার করি। এর গ্রাফিক্যাল ডিজাইন গুলো দেখতে অনেক সুন্দর। রংটা বেশ চকচকে এবং এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। মোটরসাইকেলটিতে ভাল মাইলেজ পাওয়া যায়। যে কোন ধরনের যাতায়াত করে আমি অনেক ভাল অনুভূতি পাই। আমি দীর্ঘ যাতায়াত বলতে একদিন মাত্র ৪০ কিমি চালিয়েছি। তবে এমন দীর্ঘ যাতায়াতে কোন সমস্যা বুঝতে পারিনি। এর ওজনটা একদম পারফেক্ট রয়েছে। রাতে এর হেড লাইটে পর্যাপ্ত পরিমাণে আলো হয় এবং এর হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো ব্যবহার করতে আমার কোন সমস্যা হয় না। মোটরসাইকেলটির সাসপেনশন গুলো উন্নত মানের হওয়ায় আমি খারাপ রাস্তাতেও তেমন ঝাকুনি অনুভব করি না। এর সিটিং পজিশন বেশ বড়। ২ জন খুব আরামের সাথেই বসা যায়। আমি এখন পর্যন্ত এর সেল্ফ স্টার্টে কোন সমস্যা পাইনি। এর ব্যাটারি কোয়ালিটি বেশ মজবুত।
ভাল দিকঃ -
১/ নতুন ফিচারস যুক্ত হয়েছে।
২/ তেল খরচ কম।
৩/ দাম কম।
৪/ ইঞ্জিন শক্তিশালী।
৫/ ব্রেকিং সিস্টেম উন্নত।
৬/ সেল্ফ ভাল কাজ করে।
৭/ ট্যায়ার গুলো উন্নত।
৮/ সুইচ গুলো দেখতে সুন্দর।
এত অল্প সময় মোটরসাইকেলটি চালিয়ে এখন পর্যন্ত এর মন্দ কোন দিক খুজে পাইনি। আগামীতে যদি খুঁজে পাই তাহলে আমার পরবর্তী রিভিউ এ তা প্রকাশ করব।
মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের একমাত্র কারণ হল, এর তেল খরচ কম। এই কথাটি আমি বেশ কয়েকজনের মুখে শুনেছি। সেই জন্য আমি ইন্ডিয়ান ব্র্যান্ডের এই মোটরসাইকেলটি কিনার সিদ্ধান্ত নিই।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।
মোটরসাইকেলটির কন্ট্রোল বিষয়ে যা বলবো, এর ব্রেকিং সিস্টেমটা বেশ উন্নত মানের। মোটরসাইকেলটির সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। বিষেশ করে ডিস্ক ব্রেকটি আমার বেশ প্রিয়। মোটরসাইকেল কন্ট্রোল এর ক্ষেত্রে ডিস্ক ব্রেক থাকায় আমি অন্য কোন কথা চিন্তা করি না। কারণ এটি আমাকে অনেক ভাল সাপোর্ট দেয় এবং কন্ট্রোলের ক্ষেত্রে অনেক বেশি আত্ত্ববিশ্বাসী করে তুলেছে। সবার জন্য আমার পরামর্শ, সাধ্যের মধ্যে ডিস্ক ব্রেক সহ মোটরসাইকেল কেনার কথা ভাবলে এই হিরো ফ্যাশন এক্স প্রো ১১০ সিসি কিনতে পারেন। এটির পারফর্মেন্স খুব ভাল। সবাইকে ধন্যবাদ।