Is this review helpful?
This user provides ratings about this bike
This bike is purchased from Paradise Motors, Rajshahi
Hero Passion Xpro Drum বাইকটা আমার অনেক আগে থেকেই পছন্দের তালিকায় ছিলো । যখন এই বাইকটা পছন্দ হয়েছিল তখন আমার বাজেট কম ছিলো তাই আমি তখন বাইকটা কিনতে পারিনি। অনেক অপেক্ষা করার পর আমার বাজেট অনুযায়ী Hero Passion Xpro Drum বাইকটা কিনে ফেলি। আমার কাছে মনে হয়েছে যে এই দামের মধ্যে এত সুন্দর ফিচারস অন্যান্য বাইকের ক্ষেত্রে খুব কম দেখা যায়। এখন পর্যন্ত আমি রাইড করেছি ৩০ দিনে প্রায় ৭০০ কিমি । এই বাইকটা রাইড করে আমার কাছে কেমন মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো।
Hero Passion Xpro Drum বাইকটা ব্যবহার করে যে ভালো দিক পেয়েছি
প্রথমত আমার কাছে এই বাইকের ডিজাইন ও লুকস অনেক বেশি ভালো মনে হয়েছে। ১১০ সিসির একটা বাইক হিসেবে এই বাইকের মধ্যে আমি খুব সুন্দর ডিজাইন ও কালার কম্বিনেশন খুঁজে পেয়েছি।
আরামের দিক থেকেও আমার কাছে অনেক ভালো লেগেছে Hero Passion Xpro Drum। বিশেষ করে এই বাইকটা রাইড করে আমি স্মুথ অনুভুতি পেয়েছি । আমি যতই বাইকটা রাইড করি ততই এর স্মুথনেস এর জন্য অনেক বেশি ভালো লাগে।
ইঞ্জিন এর পারফরমেন্স ও শক্তি ভালো আছে। এখানে Hero ব্র্যান্ডের I3s প্রযুক্তি আছে যা ভালো মাইলেজ নিশ্চিত করে পাশাপাশি ইঞ্জিনের ভালো পারফরমেন্স দেয়।
ব্রেকিং সিস্টেমের দিক থেকে আমার কাছে বাইকটা অনেক ভালো লেগেছে। আমি সব রাস্তাতেই এই বাইকটা রাইড করেছি সেই রাইড থেকে ব্রেকিং এর দিক থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে।
শহরের মধ্যে আমি মাইলেজ পাচ্ছি লিটারে ৬২ কিমি এবং হাইওয়েতে মাইলেজ পাচ্ছি ৬৭ কিমি। আমার কাছে নতুন বাইক হিসেবে এখন মাইলেজ ভালো লেগেছে।
বাইকটা ১ মাস ব্যবহার করে আমি এখনও খারাপ কোন দিক খুঁজে পাইনি। এখন পর্যন্ত আমার কাছে ভালো লেগেছে। যারা এই Hero Passion Xpro Drum বাইকটা কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন।
Is this review helpful?
Hero Passion Xpro Drum বাইকটা আমার অনেক আগে থেকেই পছন্দের তালিকায় ছিলো । যখন এই বাইকটা পছন্দ হয়েছিল তখন আমার বাজেট কম ছিলো তাই আ...
Bangla Englishআমি বিগত ১০ মাস যাবত Hero Passion X Pro Drum বাইকটি ব্যবহার করছি। এই বাইকটি আমি আমার অফিস থেকে পেয়েছি। যখন এই বাইকটি আমার হাতে তু...
Bangla English