হিরো বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে খুব পরিচিত একটি নাম। তাদের পূর্বের নাম ছিলো হিরো হোন্ডা কিন্তু হোন্ডার সাথে তাদের চুক্তির মেয়াদ শেষ হবার ফলে তারা তাদের নিজেদের নামে ফিরে এসেছে। হিরোর প্রায় প্রত্যেকটি মোটরসাইকেল বেশ জনপ্রিয় এবং গ্রাহকদের আস্থা অর্জনে পরিপূর্ণ। তাদের কিছু মোটরসাইকেল বাংলাদেশের রাস্তায় অনেক দেখা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল- হিরো স্প্লেন্ডার, হিরো আই স্মার্ট, হিরো হাংক ইত্যাদি। তারা মোটরসাইকেলের পাশাপাশি কমিউটার বাইকারদের কথা মাথায় রেখে কিছু স্কুটার তাদের তালিকায় যোগ করেছে এবং সেগুলো বাজারে পাওয়া যাচ্ছে। এই স্কুটারগুলোর মধ্যে একটি হলো হিরো প্লেজার। দেখতে সুন্দর,স্টাইলিশ গ্রাফিক্স এবং সকল আধুনিক ফিচার সমৃদ্ধ একটি স্কূটার হল হিরো প্লেজার। এছাড়াও স্কূটারটিতে আরও কিছু ফিচার রয়েছে যেগুলো দেখলে গ্রাহকের সন্তুষ্টি আরও বৃদ্ধি পাবে। চলুন দেখে আসি এই স্কূটারটিতে আর কি কি ফিচারস রয়েছে।
ডিজাইন ও ডাইমেনশন
এই স্কূয়ারটি ডিজাইন করা হয়েছে মূলত কমিউটার রাইডার কথা চিন্তা করে যার ফলে কমিউটার রাইডারদের বেশি নজর কাড়বে। অন্যদিকে ডিজাইন এবং ডাইমেনশন একে অপরের পরিপূরক যার ফলে একটি বাইকের ভালো ডিজাইন নির্ভর করে ভালো ডাইমেনশনের উপর। হিরো প্লেজার স্কুটারটিতেও অনেক ভালো ডাইমেনশন লক্ষ্য করা যায়। এই স্কূটারটি লম্বায় ১৭৫০ মিমি, চওড়ায় ৭০৫ মিমি এবং উচ্চতায় ১১১৫ মিমি । এসবের পাশাপাশি স্কুটারটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১২৫ মিমি ও হুইলবেজ ১২৪০ মিমি এবং এ সব কিছু মিলিয়ে সিট হাইট রাখা হয়েছে ৭৬৫ মিমি । এরকম সিট হাইটের ফলে যে কোন সাইজের রাইডার অনায়াসেই বাইকটি রাইড করতে পারবেন। অন্যদিকে এর তেল ধারন ক্ষমতা ৫ লিটার যা শহরে রাইড করার জন্য যথেষ্ট। সব কিছু মিলিয়ে স্কুটারটির ওজন প্রায় ১০১ কেজি।
স্কূটারটিতে চমৎকার ডিজাইন লক্ষ্য করা যায়। হিরো চেষ্টা করেছে তাদের এই স্কুটারটিতে খুব ভালো ডিজাইন দেওয়ার যেনো খুব সহজেই গ্রাহকদের নজর কাড়ে। সুন্দর কালার কম্বিনেশন, অসাধারণ গ্রাফিক্স, আরামদায়ক সিটিং পজিশন, বেশ বড় আকারের হেডল্যাম্প এসব মিলিয়ে স্কুটারটিকে অনেক সুন্দর লুক এনে দিয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ডিজাইন এবং ডাইমেনশনের দিক দিয়ে স্কুটারটি অনেক আধুনিক।
ইঞ্জিন
ইঞ্জিনের বিষয় বলতে গেলে হিরো সর্বদা চেষ্টা করে যে তাদের সকল বাইকের সাথে ভালো ইঞ্জিন সরবরাহ করার। ঠিক একই ভাবে হিরো প্লেজারে বেশ আধুনিক ফিচার সমৃদ্ধ ইঞ্জিন লক্ষ্য করা যায়। স্কুটারটির ইঞ্জিনে রয়েছে ১০২ সিসির সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ৫.০৩ কিলোওয়াট @ ৭০০০ আর পি এম ম্যাক্স পাওয়ার এবং ৭.৮৫ এন এম @ ৫০০০ আর পি এম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিন চালু করার জন্য রয়েছে ইলেকট্রিক এবং কিক স্টার্ট অপশন। হিরো দাবি করে যে তাদের এই ইঞ্জিন ৬৩ কিমি প্রতি লিটারে মাইলেজ এবং টপ স্পীড ৭৭ কিমি প্রতি ঘন্টায় দিতে সক্ষম। সব কিছু মিলিয়ে বলা যায় যে হিরো তাদের এই স্কুটারটির ইঞ্জিন পারফরমেন্স আরও উন্নত করেছে।
সাসপেনশন
এই স্কুটারটির সামনের দিকে রয়েছে বোটম লাইন স্প্রিং লোডেড হাইড্রুলিক ডাম্পার এবং পেছনের দিকে রয়েছে ইউনিট সুইং স্প্রিং লোডেড হাইড্রলিক ডাম্পার। হিরো দাবি করে যে তাদের এই স্কুটারটির সাসপেনশন গুলো বেশ ভালো পারফরমেন্স দিতে সক্ষম।
টায়ার এবং ব্রেকিং
এই স্কুটারটির সামনের টায়ারের পরিমাপ রয়েছে ৯০/১০০-১০ এবং পেছনের টায়ারের পরিমাপ হচ্ছে ৯০/১০০-১০। সামনে এবং পেছনে উভয় দিকেই একই টায়ার সাইজ রয়েছে এবং উভয় টায়ারই টিউবলেস টায়ার। অন্যদিকে ব্রেকিং এর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সামনের দিকে ১৩০ মিমি সাইজের ড্রাম ব্রেক এবং পেছনের দিকে ১৩০ ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। টায়ার এবং ব্রেকিং এর কথা বলতে গেলে সামনে এবং পেছনে উভয় দিকেই একই টায়ার এবং ব্রেকিং ব্যবহার করা হয়েছে।
ইলেকট্রিক এবং মিটার কনসোল
স্কুটারটির ইলেক্ট্রিক্যাল দিকে রয়েছে সিডি আই ইগ্নিশন সিস্টেম, 12 V - 35 W / 35 W এর হেডল্যাম্প, বেশ সুন্দর আকারের টেল ল্যাম্প, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, পাস সুইচ এবং অন্যান্য সকল প্রয়োজনীয় ইলেকট্রিক ফিচারস।
একই ভাবে মিটার কনসোলের কথা বলতে গেলে এই স্কূটাটিতে বেশ ভালো মিটার কনসোল লক্ষ্য করা যায়। এনালগ স্পিডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর,ওডোমিটার স্ট্যান্ড ইনডিকেটর রয়েছে। স্কুটারটির মিটার কনসোলটি ডিজিটাল না তবে প্রয়োজনীয় সকল কিছু এই মিটার প্যানেলে রয়েছে যা একজন রাইডারকে রাস্তায় চলার পথে অনেক সহায়তা করবে।
স্কুটারটিতে আরও যা যা রয়েছে
- এলয় হুইল
- সুন্দর বডি গ্রাফিক্স
- ক্যারী হুক
- প্যাসেঞ্জার ফুটরেস্ট
- সিটের নিচে প্রয়োজনীয় জিনিস রাখার জায়গা
সবশেষে
সমস্ত কিছু বিবেচনা করে বলা যায় যে হিরো তাদের এই স্কুটারটি গ্রাহকদের সকল সুবিধার কথা মাথায় রেখে তৈরি করেছে। আশা করা যায় তাদের এই স্কুটারটি বেশ ভালো পারফরমেন্স দিবে এবং গ্রাহকদের মন জয় করবে। তাদের এই স্কুটারটি আমাদের লোকাল মার্কেটে বেশ কিছু কালার সহ পাওয়া যাচ্ছে এবং সেই কালার গুলো বেশ আকর্ষণীয়।