Is this review helpful?
Rate count: 2Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Niloy Hero Rajshahi, Rajshahi
আমি অনেক দিন যাবত একটি বাইক কেনার জন্য বাজারে বিদ্যমান বিভিন্ন শোরুমে গিয়ে বাইক দেখতে থাকি এবং বাইক দেখার পর আমার কাছে ভালো লেগেছে Hero Splendor Plus 25 Years Special Edition. এই বাইকটা আমি দেখলাম যে আমার বাজেট অনুযায়ী একদম ঠিক আছে এবং ডিজাইনটা আমার সাথে ম্যাচিং। সব মিলিয়ে আমি বাইকটা কিনি এবং ৬ মাসে আমি এই বাইকটা রাইড করি প্রায় ৪২০০ কিমি। আজকে আমি আমার এই বাইক নিয়ে আপনাদের সাথে ভালো মন্দ দিক দিক আলোচনা করবো।
Hero Splendor Plus 25 Years Special Edition বাইকের ভালো দিক
এই বাইকের ডিজাইন অনেক সুন্দর লেগেছে। আমার বয়স অনুযায়ী কিংবা অন্য যে কোন বয়সের রাইডারের সাথে এই বাইক মানানসই হবে।
I3S প্রযুক্তির কারণে আমি অনেক সুবিধা পাচ্ছি যেমন আমি যদি ভীরের মধ্যে বাইকটা নিয়ে দাঁড়িয়ে থাকি যে ক্ষেত্রে অটোমেটিকভাবে স্টার্ট বন্ধ হয়ে যায়। এদিকে কারও সাথে রাস্তায় গল্প করতে গেলেও বাইকটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় এবং ক্লাচ ধরলে আবার স্টার্ট হয়।
-চালিয়ে অনেক আরামদায়ক মনে হয়েছে। একদিনে আমি প্রায় ১৫০ কিমি রাইড করেছি এই বাইক নিয়ে।
-হিরোর সার্ভিস সেন্টার আমার কাছে ভালো লেগেছে। তারা প্রতিটা বিষয় অনেক সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করে।
-শহরের মধ্যে আমি মাইলেজ পাচ্ছি ৬৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৭০ কিমি প্রতি লিটার। আমার কাছে মাইলেজ ভালো লেগেছে।
Hero Splendor Plus 25 Years Special Edition এর মন্দ দিক
-হেডল্যাম্পের আলো আমার কাছে কম মনে হয়েছে।
-তাদের বাইকের সাথে যে সুইচগুলো দেওয়া আছে সেগুলো উন্নত করা উচিত।
এই ছিলো Hero Splendor Plus 25 Years Special Edition নিয়ে আমার স্বল্প অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
Is this review helpful?
Rate count: 2আমি অনেক দিন যাবত একটি বাইক কেনার জন্য বাজারে বিদ্যমান বিভিন্ন শোরুমে গিয়ে বাইক দেখতে থাকি এবং বাইক দেখার পর আমার ...
Bangla English