হিরো বাংলাদেশের জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। জনপ্রিয় এই ব্র্যান্ডের বাইক আজ বাংলাদেশের সব রাস্তায় সমাদৃত। আমার কাছে এই ব্র্যান্ড খুবই ভালো লাগে কারণ তারা সহনীয় দামের মধ্যে খুব ভালো বাইক সরবরাহ করে ঠিক যেমন হিরো স্প্লেন্ডর প্লাস আইবিএস স্পেশাল এডিশন। এই বাইকটা পূর্বের স্প্লেন্ডর এর থেকে আপডেট ভার্সন এবং এর কালার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বাজেট এবং পছন্দ দুইটা মিলিয়েই স্প্লেন্ডর প্লাস বাইকটি কিনি আজ থেকে প্রায় ৯ মাস আগে। এই ৯ মাসের মধ্যে আমি এই বাইকটা রাইড করেছি ৮০০০ কিমি। আমার এই ৮০০০ কিমি রাইডের স্বল্প অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো।
-এই বাইকের ডিজাইন ও কালার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। বাইকের মধ্যে আধুনিক স্প্লেন্ডর এর ছোয়া আছে যেটা নতুন অভিজ্ঞতা দেয়। এছাড়া বাইকটা অনেক মার্জিত । যে কোন বয়সের রাইডার এই বাইকটা রাইড করলে আমার মনে হয় সেটা দেখতে খারাপ লাগবে না।
-বিল্ড কোয়ালিটি আমি অনেক আগে থেকেই শুনে আসছি যে স্প্লেন্ডরের বিল্ড কোয়ালিটি অনেক ভালো এবং যারা ব্যবহার করেছেন তারা দীর্ঘদিন এই স্প্লেন্ডর প্লাস বাইক ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের থেকেও আমি কিছু উদ্বুদ্ধ হয়ে বাইকটা কেনার আগ্রহ করেছি।
-সিটিং পজিশন অনেক আরামদায়ক লেগেছে আমার কাছে। আমি এই বাইকটা আমার নিত্যদিনের কাজের জন্য ব্যবহার করি সে হিসেবে আমি বাইকটা ব্যবহার করে অনেক আরাম পাই।
-ব্রেকিং সিস্টেমের দিক থেকে এই বাইকটা আরও আধুনিক করা হয়েছে কারণ এই বাইকের সাথে রয়েছে আইবিএস ব্রেকিং সিস্টেম যার কাজ হল দুইটা ব্রেকিং এক সাথে কাজ করবে। আপনি যদি পেছনের ব্রেক ধরে তাহলে তার সাথে সাথে সামনের ব্রেকিং ও কাজ করবে। তবে হ্যা এই ব্রেকিংটা সামনে পেছনে রেশিং হিসেবে দেওয়া আছে। পেছনের ব্রেক ধরলে যে অনুপাতে পেছনের ব্রেক কাজ করবে সে অনুপাতে সামনের ব্রেক কম কাজ করবে । এদিকে আপনি সামনের ব্রেক কড়াভাবে ব্যবহার করতে চাইলে সামনের ব্রেক লিভার ব্যবহার করে তা কার্যকর করতে পারবেন। আমি মনে করি এই আইবিএস ব্রেকিং সিস্টেম অনেক নিরাপদ একটি ফিচারস।
-দাম অনুযায়ী আমার কাছে এই বাইকটা অনেক ভালো লেগেছে। আমার দেখা একমাত্র হিরো ব্র্যান্ড যারা কিনা অনেক ভালো বাইক কম দামে সরবরাহ করে।
-আমি গড়ে প্রতিদিন ৭০ কিমি রাইড করি। এই বাইক থেকে এখন আমি মাইলেজ পাচ্ছি গড়ে ৭০ থেকে ৭২ কিমি ।
মন্দ দিক আমি এখনও খুঁজে পাইনি। আমার মতে এই বাইকটা বাংলাদেশের ১০০ সিসির মধ্যে সেরা একটি বাইক। তাই এই বাইকটা যারা কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন।