আসসালামুয়ালাইকুম, আমি জীবন, আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় বেশ অনেকটা দূরে হওয়ায় যাতায়াতের জন্য আমি একটি বাইক কেনার সিদ্ধান্ত নেই, এবং আমার বাজেট কিছুটা সীমিত পর্যায়ের ছিলো, তাই এই বাজেটের মধ্যে ভালো মানের বাইক নেয়া বেশ কষ্ট সাধ্য একটি বিষয়, এবং এর পাশাপাশি আমাকে এর মেন্টেনেন্স খরচ এবং মাইলেজ সম্পর্কেও ভাবতে হয়, যার কারনে আমি সিদ্ধান্ত নেই যে Hero Xtream 125R বাইকটি নেয়ার, এই বছরের শুরুতে আমি এই বাইকটি কিনি, এখন পর্যন্ত আমি প্রায় ৫০০ কিলোমিটার রাইড করেছি, এর মধ্যে এই বাইকের কিছু ভালো ও খারাপ দিক যা আমি পেয়েছি, তা আজ আপনাদের সাথে শেয়ার করবো।
ভালো দিকঃ
• লুকসঃ এই বাইকের ভালো দিক বলতে আমার কাছে সবচেয়ে ভালো যেটি লেগেছে তা হচ্ছে এর লুকস, এই বাইকের লুকস অন্যান্য যেকোনো ১২৫ সিসি বাইকের চেয়ে অনেক বেশি ভালো ও আকর্ষণীয়, যা আমার কাছে বেশ ভালো লেগেছে।
• ব্রেকিংঃ এই বাইকের সামনে ABS ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা ১২৫ সিসি বাইক হিসেবে অনেক ভালো, এবং এর সামনের ব্রেক যথেষ্ট ভালো মনে হয়েছে।
• ইঞ্জিনঃ ইঞ্জিন পারফর্মেন্স অনেক ভালো এবং ইঞ্জিন পাওয়ার এবং টর্ক বেশ ভালো মনে হয়েছে।
• সিটিং পজিশনঃ এই বাইকের সিটিং পারফর্মেন্স কিছুটা স্পোর্ট বাইকের ন্যয়, এবং বেশ আরামদায়ক সিট এর পজিশন, রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্য।
• অন্যান্যঃ এই বাইকের হ্যান্ডেল পজিশন এবং হেডলাইট ইন্ডিকেটর ইত্যাদি বেশ ভালো মানের এবং এর হ্যান্ডেল অনেক সহজে মুভ করা যায়।
মন্দ দিকঃ
• রেয়ার ব্রেকঃ পেছনের ব্রেক কিছুটা কম ধরে বলে আমার কাছে মনে হয়েছে।
• গেয়ার শিফটিং হার্ডঃ বাইকের গেয়ার বেশ কিছুটা শক্ত মনে হয়েছে আমার কাছে, গেয়ার কমানো বাড়ানোর সময় বেশ সমস্যা হয়।
• বিল্ড কোয়ালিটিঃ এই বাইকের দাম অনুযায়ী বিল্ড কোয়ালিটি কিছুটা কম মনে হয়েছে, এই প্রাইজে এর চেয়ে ভালো বিল্ড কোয়ালিটি দেয়া সম্ভব ছিলো।
এই ছিলো আমার বাইক ব্যবহার সম্পর্কে স্বল্প সময়ের অভিজ্ঞতা, সব মিলিয়ে এই বাইকটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, আপনার বাজেট যদি এর মধ্যে হয়ে থাকে এবং আপনি অত্যাধুনিক ফিচারস এর একটি বাইক নিতে ইচ্ছুক, তবে আমি এই বাইক কেনার পরামর্শ দিবো।