হিরো দেশের বাজারে ১১০ সিসি থেকে শুরু করে ১২৫ সিসি পর্যন্ত বাইক সেগমেন্টে অনেগুলো বাইক রেখেছে এবং এই সকল বাইকগুলো দেশের বাজারে অনেক সুনামের সাথে গ্রাহকদের ফিডব্যাক দিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে হিরো চেষ্টা করে যাচ্ছে নিত্য নতুন ডিজাইনের বাইক দেশের বাজারে নিয়ে আসার তাই তো সম্প্রতি সময়ে আমরা দেখেছি যে হিরো থ্রিলার, হিরো কারিজার মত দানব সব বাইক দেশের বাজারে নিয়ে এসেছে এবং গ্রাহকদের সেটা সরবরাহ করছে। মার্কেটে বাইকারদের চাহিদা অনুযায়ী সব সময় হিরো ভালো মানের বাইকটাই সরবরাহ করার চেষ্টা করে।
কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে ১২৫ সিসি সেগমেন্টে হিরো তাদের নতুন চমক Hero Xtreme 125R বাইকটি নিয়ে আসছে এবং এটা অফিশিয়ালি ঘোষণা হয়ে গেছে যে তারা আসন্ন ঈদ উল ফিতর ২০২৪ এর পর থেকে প্রি বুকিং নেওয়া শুরু করবে এবং প্রি বুকিং এর সময় বলে দিবে যে কখন বাইক ডেলিভারি দেওয়া হবে। যেহেতু আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে তাই ফিচারস নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা যাক। চলুন তাহলে এক নজরে দেখে নিই Hero Xtreme 125R বাইকের মধ্যে কি কি ফিচারস রয়েছে।
Hero Xtreme 125R এর টেকনিক্যাল ফিচারস:
*প্রিমিয়াম কমিউটার নেকেড স্পোর্টস বাইক
*১২৫ সিসির সিংগেল সিলিন্ডার ইঞ্জিন
*এবিএস ব্রেকিং সিস্টেম ভ্যারিয়েন্ট
*আইবিএস ( ইন্ট্রিগ্রেটেড ব্রেকিং সিস্টেম ) ব্রেকিং সিস্টেম ভ্যারিয়েন্ট
*ফুল এলিডি ডিজিটাল মিটার
*স্প্লিট সিটিং পজিশন
*মোটা টায়ার যা আপনার রাইড কে করবে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
*ডিজাইন ও ডাইমেনশন
ডিজাইনের দিক থেকে আমাদের দেশের প্রেক্ষাপটে ১২৫ সিসি সেগমেন্টে একদম ইউনিক ধারণার একটি ডিজাইন এই বাইকে লক্ষ্য করা যায়। আমাদের দেশের বাজারে ১২৫ সিসির বাইকের মধ্যে খুব কম বাইকের এরকম মাস্কুলার ডিজাইন, স্প্লিট সিটিং পজিশন, নতুন শেপের ফুল এলিডি হেডল্যাম্প , ডুয়াল কালার টোন, স্টাইলিশ রিম দেখতে পাওয়া যায়।
ডাইমেনশনের দিক রয়েছে:
১২৫ সিসির বাইক হিসেবে এই বাইকটি বাংলাদেশের যে কোন রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত কারণ এর বডি ডাইমেনশন খুব সুন্দর রয়েছে। বডি ডাইমেনশনে থাকছে ২০০৯মিমি দৈর্ঘ্য, ৭৯৩ মিমি প্রস্থ এবং ১০৫১ মিমি উচ্চতা। এছাড়াও, এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি এবং হুইলবেস ১৩১৯ মিমি। স্প্লিটি সিটিং পজিশন ও হ্যান্ডেলবারের দারুন কম্বিনেশনের ফলে এই বাইকটি খুব আরামদায়ক হবে বলে আশা করা যায়। ১২৫ সিসির এই বাইকের ফুয়েল ট্যংক ক্যাপাসিটি হচ্ছে ১০ লিটার।
ইঞ্জিন ফিচারস:
হিরো বরাবরই ভালো মানের ইঞ্জিন তৈরিতে বেশি পারদর্শী এবং তারা বাইকারদের সর্বদা ভালো মানের ইঞ্জিন সমৃদ্ধ বাইক সরবরাহ করার চেষ্টা করে থাকে। এই বাইকের সাথে রয়েছে ১২৫ সিসির এয়ার কুল্ড সিংগেল সিলিন্ডার ৪ স্ট্রোক একটি ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ১১.৫৫ পিএস @ ৮২৫০ এবং ম্যাক্স টর্ক ১০.৫ এনএম @ ৬০০০ আরপিএম তৈরি করতে সক্ষম। গিয়ার সিস্টেমে রয়েছে ৫ স্পীড ম্যানুয়ার গিয়ার শিফটিং সিস্টেম। আশা করা যাচ্ছে আমাদের দেশের বাজারে এই ইঞ্জিন অনেক ভালো পারফরমেন্স দিবে এই সেগমেন্টে।
ব্রেকিং ও সাসপেনশন:
ব্রেকিং এর দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য এই বাইকের সাথে হিরো ২টা ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে একটি হল সিংগেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম আরেকটি হল সিবিএস ব্রেকিং সিস্টেম। সামনের ডিস্কের সাইজ রয়েছে ২৭৬মিমি এবং পেছনের দিকে রয়েছে ড্রাম ব্রেক।
সাসপেনশনের দিকে লক্ষ করলে দেখা যায় যে সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে মনোশক সাসপেনশন এবং এই দুটো সাসপেনশন আশা করা যায় বাংলাদেশের যেকোন রাস্তায় খুব ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবে।
টায়ার:
রাইডার ও বাইকের নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য এখানে ব্যবহার করা হয়েছে উভয়দিকেই টিউবলেস টায়ার এবং এই দুটো টায়ার যে কোন রাস্তায় আশা করা যাচ্ছে অনেক ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবে। সামনের টায়ারের সাইজ হচ্ছে ৯০/৯০-১৭ এবং পেছনের দিকে টায়ারের সাইজ হচ্ছে ১২০/৮০-১৭।
ইলেক্ট্রিক্যাল ও মিটার কনসোল:
বাইকটির সম্পূর্ণ ফাংশান এলিডি ও ডিজিটাল কনসোল রয়েছে। ইলেক্ট্রিক্যাল ফিচারস এর মধ্যে হেডল্যাম্প, টেল ল্যাম্প , সাইড ইন্ডিকেটর সহ ফুল এলিডির একটি ভাব রাখা হয়েছে।অন্যদিকে মিটার কনসোল রয়েছে ফুল ডিজিটাল যেখানে একজন রাইডারের জন্য যাবতীয় দরকারী সব ফিচারস দেওয়া হয়েছে।
সবশেষে:
পরিশেষে বলা যায় যে , ১২৫ সিসির একটি বাইক হিসেবে এই বাইকের মধ্যে সকল ফিচারস রয়েছে যা আমরা আমাদের দেশের বাজারে ১৫০ বা ১৬০ সিসির বাইকগুলোতে দেখতে পাই। আশা করা যাচ্ছে যে দেশের বাজারে যদি এই বাইকটা আসে তাহলে অনেক ভালো একটা সাড়া ফেলতে সক্ষম হবে ।