আমি মো নিশান বর্তমানে পড়াশোনা করছি। এখন আমি একটি বাইক ব্যবহার করছি যার নাম হোন্ডা হরনেট ১৬০ আর সিবিএস। এই বাইকটি আমি কিনেছি কিছু রিয়েল লাইফ অভিজ্ঞতা থেকে। আমার বন্ধু ইসতিয়াক কবির সে হোন্ডা সিবি হরনেট ১৬০ সিংগেল ডিস্ক ব্যবহার করে। তার সেই বাইক নিয়ে আমি বিভিন্ন স্থানে ঘুরেছি এবং মোটের উপর প্রায় ৫০০০ কিমি রাইড করেছি। আমার চাহিদা ও বাজেট অনুসারে হোন্ডা হরনেট সব কিছু মিটাতে সক্ষম হয়েছে। মুলত আমি ইসতিয়াক কবিরের বাইক রাইড করে এবং তার দেওয়া কিছু অভিজ্ঞতা থেকে হোন্ডা হরনেট ১৬০ কেনার জন্য উদ্বুদ্ধ হয় এবং ৫ই অক্টোবার রাজশাহীর কে আর বাইক সেন্টার থেকে হোন্ডা হরনেট ক্রয় করি। সিবিএস ভার্সন কেনার উদ্দেশ্য হচ্ছে ব্রেকিং আরও উন্নত পাবার জন্য। সব মিলিয়ে একজন ছাত্র হিসেবে হোন্ডা হরনেট রাইড করে আমি এখন পর্যন্ত সন্তুষ্ট। বাইকের ভালো মন্দ কিছু বিষয় থেকেই যায় তো সেগুলো উল্লেখ করার জন্য আজকে আমি আপনাদের সাথে হোন্ডা হরনেট ১৬০ এর কিছু ভালো মন্দ দিক আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করবো।
হোন্ডা হরনেট এর কিছু ভালো দিক
-ডিজাইন সুন্দর এবং অনেক মাস্কুলার একটি বাইক
-ব্রেকিং সিস্টেম সিবিএস থাকার ফলে আরও কনফিডেন্টের সাথে ব্রেকিং করতে পারি এবং অনেক দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি।
-কন্ট্রোলিং আমার কাছে খুব ভালো মনে হয়েছে। বিশেষ করে হাই স্পীড করনারিং খুব ভালো হয়
-ইঞ্জিনের শক্তি যথেষ্ট ভালো
-বাইকের স্পীডও খুব ভালো হয়।
-এই বাজেটের মধ্যে আমি বলবো যে সেরা একটি বাইক
হোন্ডা হরনেটের কিছু মন্দ দিক
-যেহেতু আগের বাইকে যে চেইনে সমস্যা ছিলো সেটা বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড সমাধান করে দিয়েছে । বর্তমানে যে চেইন দেওয়া হয়েছে তা খুব ভালো কিন্তু সমস্যার বিষয় হল চেইন থেকে খুব শব্দ হয়।
-বাইকের সাথে ইঞ্জিন কিল সুইচ নাই
আমি যেহেতু স্বল্প রাইড করেছি তাই এই বাইকের খুঁটিনাটি বিষয়গুলো এখন পর্যন্ত বলতে পারছি না তবে আমি মনে করি যে এই বাইকটার তেমন কোন সমস্যা থাকবে না। আমার বন্ধুর বাইক চালিয়ে যা মনে হয়েছে যে হোন্ডা বাইক চোখ বন্ধ করে ৫ বছর ব্যবহার করা যাবে।
এই বাইকের মাইলেজ অনেক ভালো। সঠিকভাবে অনুমান করতে না পারলেও তেল লোড করার সময় বুঝতে পারি যে মাইলেজ খুব ভালো পেয়েছি। আমার মতে এই বাইকের মাইলেজ হাইওয়ে এবং সিটি মিলিয়ে ৪৫ কিমি এর মত যা ১৬০ সিসি বাইক হিসেবে খুব ভালো। হোন্ডার ইঞ্জিন নিয়ে আমার মনে কোন শঙ্কা নেই । অনেকেই বলেন যে হোন্ডা হরনেটে পাওয়ার লস হয় । আমার মতে পাওয়ার লস হওয়া স্বভাবিক কারন এয়ার কুল্ড ইঞ্জিন।
দামের দিক থেকে আমি খুবই সন্তুষ্ট কারন এই বাইকের দাম কমানোর ফলে যারা হরনেট পছন্দ করত তারা অনায়াসেই কিনতে পারছে । এখন যে দাম নির্ধারণ করা হয়েছে তা পারফেক্ট বলে আমি মনে করি।
সর্বশেষ আমি বলতে চাই যে যারা হোন্ডা হরনেট পছন্দ করেন তারা অনায়াসেই এই বাইকটি কিনতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে এই বাজেটের মধ্যে সব কিছুই আছে হরনেটে। ধন্যবাদ।