Yamaha Banner
Search

হোন্ডা সিবি শাইন ফিচার রিভিউ

English Version
2018-10-04
Owned for   []   Ridden for

হোন্ডা সিবি শাইন ফিচার রিভিউ


Honda-CB-Shine-Feature-Review


হোন্ডা বাইকিং জগতে খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি নাম। জাপানিজ বিভিন্ন ব্রান্ডের মধ্যে হোন্ডার ক্রেতা সন্তুষ্টি ব্যাপক হারে লক্ষ্য করা যায়। একসময়ে বাংলাদেশে হোন্ডার রেশ ছিলো কিছু বছর সে রেশ বিরতি দিয়ে হোন্ডা আবারো ফিরে এসেছে বাংলাদেশের মার্কেটে। বাংলাদেশে হোন্ডার বিভিন্ন সেগমেন্টের বাইক আছে তার মধ্যে কমিউটার সেগমেন্টের ১২৫ সিসির বাইক হচ্ছে হোন্ডা সিবি শাইন। হোন্ডা সিবি শাইন হোন্ডার তৈরি একটি মোটরবাইক যার ডিজাইন,সিটিং পজিশন,আধুনিক প্রযুক্তি সব কিছুতের আভিজাত্যের ছোঁয়া রয়েছে। আমাদের দেশে ১০০ থেকে ১২৫ সিসির বাইকগুলোর চাহিদা অন্যান্য ১৫০ কিংবা ১৬৫ সিসির থেকে বেশি। যেহেতু মধ্যম আয়ের দেশ তাই হোন্ডা তার গুনাগুন ঠিক রেখে সহনীয় দামে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে নানা ধরনের বাইক। হোন্ডা সিবি শাইন ১২৫ কিন্তু তার ব্যাতিক্রম নয়। বাইকটির দাম অনুযায়ী হোন্ডা এখানে কী কী ফিচারস যোগ করেছে সেগুলো এক নজর দেখে নেওয়া যাক।


Honda-CB-Shine-Feature-Review-Design

আধুনিক গ্রাফিক্স
প্রিমিয়াম কোয়ালিটির থ্রিডি নিদর্শনের সাথে নতুন গ্রাফিক্স বাইকটির লুক কে আরও আধুনিকে রূপান্তর করেছে। ১২৫ সিসির অন্য বাইকের তুলনায় এর গ্রাফিক্সটা অনেক প্রশংসনীয়।

আরামদায়ক সিটিং পজিশন
রাইডার এবং পিলিয়নের জন্য রয়েছে সুপ্রশস্থ আরামদায়ক সিটিং পজিশন। এই রকম সিটিং পজিশনের ফলে রাইডার নির্বিঘ্নে তার যাত্রা সম্পন্ন করতে পারবে পাশাপাশি পিলিয়ন এই সিটে বসে আরাম অনুভব করবে।

ক্রোম ফিনিশ মাফলার
বাইকের সৌর্ন্দয্য বৃদ্ধিতে এই ক্রোম ফিনিশ এয়ার মাফলার বিশেষ ভুমিকা পালন করে এবং এর আউটলুককে আরও ফুটিয়ে তুলে। হোন্ডা সিবি শাইনে ব্যবহার করা হয়েছে ক্রোম ফিনিশ এয়ার মাফলার যা এর এক্সজস্ট পাইপের সাথে দেখতে পাওয়া যায়।

ক্রোম কারবুরেটর কভার
চকচকে ক্রোম কভার দিয়ে আবৃত করা আছে হোন্ডা সিবি শাইনের কারবুরেটর। এই চকচকে ক্রোম কভারের ফলে দূর থেকে আসা অন্য বাহন খুব সহজেই আপনাকে চিহ্নিত করতে পারবে।

আরামদায়ক সিটিং
হোন্ডা সিবি শাইনের সিটিং হচ্ছে আপরাইট এবং আরামদায়ক । যেখানে রাইডার ও পিলিয়ন খুব ভালোভালো আরামের সাথে বসতে পারবে।

এইচইটি
এইচইটি এর পূর্ণ রুপ হচ্ছে হোন্ডা ইকো টেকনোলোজি। হোন্ডা এই এইচইটি ব্যবহার করেছে মূল তেল সাশ্রয়ী করার জন্য। এইচইটি ফলে মাইলেজ বেড়ে যাবে এবং ইঞ্জিনের পারফরমেন্সের কোন ব্যঘাত না ঘটিয়ে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই করতে সক্ষম হবে।

ডাইমেনশন
হোন্ডা সিবি শাইনের বডি ডাইমেনশন হচ্ছে লম্বায় ২০১২মিমি, চওড়ায় ৭৬২ মিমি এবং উচ্চতায় ১০৯০ মিমি। কমিউটার এই বাইকটির হুইলবেজ হচ্ছে ১২৬৬ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৭ মিমি এবং তেল ধারণ ক্ষমতা ১০.৫ লিটার। আর এই সব কিছু মিলিয়ে বাইকের ওজন ১২৩ কেজি। মোট কথা বাংলাদেশের রাস্তায় এবং রাইডার বিবেচনায় হোন্ডা তাদের এই বাইকে সঠিক ডাইমেনশন দিতে সক্ষম হয়েছে।


Honda-CB-Shine-Feature-Review-Engine

ইঞ্জিন
হোন্ডা তাদের ইঞ্জিন নিয়ে কখনও আপোষ করে না তার প্রমাণ তাদের গ্রাহকরা। সিবি শাইনে ব্যবহার করা হয়েছে ১২৪.৭৩ সিসি এয়ার কুল্ড,৪ স্ট্রোক, এস আই ইঞ্জিন যা সর্বচ্চো পাওয়ার ১০.১৬ বিএইচপি@৭৫০০ আরপিএম এবং সর্বচ্চো টর্ক ১১ এনএম@৫৫০০ আরপিএম তৈরিতে সক্ষম। ইঞ্জিনের কম্প্রেশান রেটিং ৯:২:১ এবং এখানে ভিসকাস এয়ার ফিল্টার ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন চালু করার জন্য রাইডারগন ইলেকট্রিক এবং কিক দুইটা পদ্ধতি ব্যবহার করার সুযোগ পাবেন। আর ৪ স্পীড ট্রান্সমিশন গিয়ার বক্স নিয়ে বাইকটি রাইডারকে রাস্তায় চলাচলে সাহায্য করবে।

টায়ার এবং ব্রেক
সামনের টায়ারের সাইজ ৮০/১০০-১৮ এবং পেছনের টায়ারের সাইজ ৮০/১০০-১৮ অর্থাৎ সামনে এবং পেছনে একই সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এবং উভয় দিকের টায়ার টিউবলেস।
ব্রেকিং এর দিকে রয়েছে সামনের ২৪০ মিমি ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ মিমি ড্রাম ব্রেক।

বডি ফ্রেম
প্রত্যেকটা বাইকের জন্য বডি ফ্রেম খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বাইকের বডি ফ্রেম রাইডিং স্ট্যাবিলিটি বাড়ায় এবং বাইকের মজবুত গঠন এনে দেয় । হোন্ডা সিবি শাইন ১২৫ সিসি এই বাইকের বডি ফ্রেম হচ্ছে ডাইমন্ড । আশা করা যায় এই বডি ফ্রেম রাইডারকে মজবুত গঠন এনে দিবে।

সাসপেনশন
সামনের দিকে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক এবং পেছনে ৫ স্টেম এডজাস্টেবল স্প্রিং লোডেড হাইড্রোলিক টাইপ টুইন শক সাসপেনশন।


Honda-CB-Shine-Feature-Review-Meter

ইলেকট্রিক্যাল ও মিটার কনসোল
ইলেকট্রিক্যাল দিকের মধ্যে রয়েছে ১২ ভোল্ট ৩ এম্পায়ারের ব্যাটারি। ৩৫/৩৫ হ্যালোজিন হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং সাইড ইনডিকেটর।

অন্যদিকে মিটার কনসোল সম্পূর্ণ এনালগ এবং এখানে রাইডারের প্রয়োজনীয় সকল ফিচারস ব্যবহার করা হয়েছে।

সবশেষে এটাই বলা যায় যে, যেহেতু হোন্ডা খুবই জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড তাই এর প্রডাক্ট নিয়ে মানুষের মনে সন্দেহ অনেক কম। হোন্ডা সিবি শাইনের ৩টি ভিন্ন কালার সাথে স্টাইলিশ গ্রাফিক্স বাজারে পাওয়া যাচ্ছে। আশা করা যায় বাইকটি বাংলাদেশে রাস্তায় ভালো পারফরমেন্স দিবে এবং বাংলাদেশের রাইডারদের খুশি করতে সক্ষম হবে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 45
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda CB Shine

হোন্ডা সিবি শাইন ১২,০০০কিমি রাইডিং রিভিউ - মিনহাজ আলী
2020-01-22

আমার পরিচয় আমি মুন্তাজ আলী। পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার মোটরসাইকেলের নাম হোন্ডা সাইন ১২৫ সিসি। ব্যবসায়ীক কাজ...

Bangla English
হোন্ডা সিবি সাইন ৫০০০কিমি রাইডিং রিভিউ - আব্দুর রশিদ
2020-01-02

হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম একটা বাইক কিনবো। বেশ কয়েকটি ব্র্যান্ডের বাইক দেখে আমার জাপানি ব্র্যান্ডের হোন্ডা সা...

Bangla English
হোন্ডা সিবি সাইন মোটরসাইকেল রিভিউ - মাহফুজুর রহমান
2019-09-17

হোন্ডা সাইন ১২৫ সিসির মোটরসাইকেলটি আমার জীবনের প্রথম বাহন। এটি আমি ১ মাস আগে সাধারণ যাতায়াতের জন্য কিনেছি। এযা...

Bangla English
হোন্ডা সিবি শাইন মোটরসাইকেল রিভিউ - আব্দুর রশিদ
2019-09-09

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রশিদ। হোন্ডা সাইন ১২৫ সিসির বাইকটা কিনেছি মূলত সকল প্রকারের যাতায়াতের জন্য। ...

Bangla English
বেশি গতিতে ভাইব্রেট করে - হোন্ডা সিবি শাইন ব্যবহার কারী মনিরুল ইসলাম
2019-08-14

আমার মোটরসাইকেলের নাম হোন্ডা সাইন ১২৫ সিসি। এটি আমি দেড় বছর যাবত ব্যবহার করছি। এই দেড় বছরে আমি প্রায় ৮০০০ কিমি প...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - মিজানুর রহমান
2019-01-21

আমাদের দেশে মোটরসাইকেল খুব জনপ্রিয় একটি বাহন। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে দ্রুত যাতায়াত করা যায়। আমার নাম মোঃ ম...

Bangla English
হোন্ডা সিবি শাইন ফিচার রিভিউ
2018-10-04

হোন্ডা বাইকিং জগতে খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি নাম। জাপানিজ বিভিন্ন ব্রান্ডের মধ্যে হোন্ডার ক্রেতা সন্তু...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - নজরুল ইসলাম
2018-09-06

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোঃ নজরুল ইসলাম। পেশায় আমি একজন ব্যবসায়ী। আজ আমি আমার মোটরসাইকেল এর রিভিউ প্রকাশ কর...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - কামাল হোসেন
2018-09-03

প্রথমেই আমি মোটরসাইকেল ভ্যালীর টিমকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমি মোটরসাইকেল কিনতে না কিনতেই তারা আমাকে আমার...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - নুরুল ইসলাম
2018-08-29

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোঃ নুরুল ইসলাম। পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার ছোট বেলা থেকেই মোটরসাইকেল এর উপর আগ্...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি ৪৪০০০কিমি রাইড মোটরসাইকেল রিভিউ - জয়নাল আবেদীন
2018-07-28

যাতায়াতের সুবিধার্থে আমাদের দৈনিন্দন জীবনে মোটরসাইকেল এর গুরত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এর মাধ্যমে খুব অল্প স...

Bangla English
মাইলেজ আরেকটু বেশি দরকার ছিলো – হোন্ডা সিবি শাইন ব্যবহারকারী মো: তোতা
2018-03-08

আমি মোঃ তোতা বিগত ২ বছর ধরে ব্যবহার করছি জাপানী কোম্পানী হোন্ডা এর সিবি শাইন ১২৫।যাতায়াতের সুবিধার জন্য আমি বাই...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - ইসমাইল হোসেন
2018-01-21

মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আমি আমার মোটরসাইকেল রাইডিং অভিজ্ঞতা শেয়ার করতে পেরে নিজেকে অনেক ভালো বোধ হচ্ছে। আম...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - রেজাউল ইসলাম
2018-01-20

২ বছর মোটরসাইকেল ব্যবহার করার পর এবার সময় হয়েছে আমার রাইডিং অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার। ২ বছর খুব কম সময় না ক...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - নাজির উদ্দীন
2018-01-15

আমি মোঃ নাজির উদ্দিন এবং আমি পেশায় একজন ব্যবসায়ী। আমার বর্তমান ঠিকানা নাটোর জেলার কইপুকুরিয়া গ্রামে। আমি পরিবা...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - মাহমুদ হাসান
2018-01-06

আমি মোঃ মাহামুদ হাসান এবং আমি পেশায় একজন ছাত্র। আমার বাসা নাটোর জেলা। আর আমার কলেজে যাতায়াতের জন্য হোন্ডা সিবি ...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - দেলোয়ার হোসেন
2017-12-31

বাংলাদেশে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে শুরু থেকেই শীর্ষ অবস্থান ধরে রেখেছে হোন্ডা। হোন্ডার জনপ্...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - প্রহলাদ চন্দ্র মন্ডল
2017-12-28

আমি প্রহলাদ চন্দ্র মন্ডল পেশায় একজন স্কূল শিক্ষক। আমি মূলত স্কুলে যাতায়াত করার জন্য বেশী মোটরসাইকেল ব্যবহার ক...

Bangla English
হোন্ডা শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - মিজানুর রহমান
2017-12-11

হোন্ডা হোন্ডাই। হোন্ডার মোটরসাইকেলগুলোর কোনো তুলনা হয় না। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি হোন্ডার মোটরসাইকেলগুল...

Bangla English
হোন্ডা সিবি শাইন ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - ওয়াসিম বারী
2017-11-19

আমি মোঃ ওয়াসিম বারী পেশায় চাকুরীজীবী। প্রায় ১২ বছর সিংগার এসএম ১০০ সিসি বাইকটি ব্যবহার করার পর বর্তমানে ব্যবহা...

Bangla English
Filter