বাংলাদেশে অতি পরিচিত মোটরসাইকেল ব্রান্ডের মধ্যে Honda অন্যতম আর Honda CB Shine SP মডেল কমিউটার বাইক প্রেমীদের পছন্দ তালিকার শীর্ষে বলা যেতে পারে। শুধুমাত্র কমিউটার বাইক প্রেমীদের কথা বললে ভুল হবে কারন এই একটা মোটরসাইকেল সকল শ্রেনীপেশার মানুষের কাছে সমান সমাদৃত এর মার্জিত ডিজাইন যা সকল বয়সী রাইডারের সাথে খুব ভালভাবে মানিয়ে যায়, সাথে অসাধারন কালারের কম্বিনেশন খুব সহজেই যা মানুষের দৃষ্টি আকর্ষন করে থাকে। আজকে আমরা HONDA CB SHINE SP মডেলের ভালমন্দ দিকগুলো সম্পর্কে আলোচনা করব। শুরুতেই SHINE SP ডিস্ক মডেলের সমস্যাগুলা আগে তুলে ধরবো, এরপর বলব ভাল দিক সম্পর্কে।
HONDA CB SHINE SP বাইকের অসুবিধা সমুহঃ১. CB SHINE SP ওজনের ভারসাম্যে একটা সমস্যা লক্ষ্য করা গেছে যার দরুন উচ্চগতিতে মোটরসাইকেল ভেসে যাওয়া এবং ব্রেকিং ব্যালেন্সে সমস্যা দেখা গেছে।
২. মানুষ আজকাল অনেক বেশি ট্রাভেল করে এবং বাইক তাদের সাথে নিয়ে। তবে এই লং রাইডগুলোর ক্ষেত্রে CB SHINE SP খুব একটা ভাল পারফরমেন্স দিতে পারে না।
৩. এই বাইকের চাকাগুলো বেশ চিকন যা বাইকের ডিজাইনের সাথে মিলে না।
HONDA CB SHINE SP সুবিধাসূমহঃ১. অসাধারন মাইলেজ হলো HONDA CB SHINE বাইকের সবচেয়ে ভাল দিকগুলার মধ্যে অন্যতম, এর পাশাপাশি ইঞ্জিন পারফর্মেন্সতো থাকছেই।
২. অসাধারন ডিজাইন এই বাইকের প্রতি সবাইকে আকৃষ্ট করে বলে আমাদের জানিয়েছে বেশিরভাগ HONDA CB SHINE SP ব্যবহারকারীরা। বিশেষত এর ইউনিক ডিজাইন যা সবার সাথে বেশভালভাবে মানিয়ে যায় অর্থাৎ এক বাইকই পরিবারে সবাই ব্যবহার করতে পারে।
৩. কমফোর্টের ব্যাপারে HONDA SHINE SP তুলনা হয় না। বাংলাদেশের পথঘাঠের প্রেক্ষাপটে HONDA SHINE SP সবার মন জয় করতে সক্ষম হয়েছে এর সাসপেনশন, সিটিং পজিশন এবং ইঞ্জিনের অসাধারন পারফর্মেন্সের সমন্বয়ের কারন।
৪. বাইকের বিল্ড কোয়ালিটি বেশ ভাল এবং বডি পার্টস এবং প্লাস্টিক লং লাস্টিং সাপোর্ট দিতে পারবে।
আমরা যেহেতু HONDA CB SHINE SP সামগ্রীক পারফরমেন্স নিয়ে কথা বলছি সেক্ষেত্রে এটা স্বাভাবিক যে একেকজন ব্যবহারকারী একেকদিক দিয়ে HONDA CB SHINE SP পচ্ছন্দ করবে। আমাদের মতে আপনি একটা মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিলে আপনার উচিত হবে কি কারনে আপনি মোটরসাইকেলটা কিনতে চাচ্ছেন সেটা নিয়ে একটু চিন্তা করে আপনার প্রয়োজন অনুযায়ী মোটরসাইকেলটা কেনা।