আমি মোঃ কবিরুল ইসলাম এবং আমি পেশায় কলেজের একজন লেকচারার। বর্তমানে আমি ব্যবহার করছি হোন্ডা সিবি ট্রিগার । আমি এই বাইকটা প্রায় ১ বছর যাবত ব্যবহার করছি এবং আমি সাধারণত কলেজে যাতায়াত করার জন্য বাইকটি বেশি ব্যবহার করে থাকি। ছুটির দিন গুলোতেও আমি বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই। উল্লেখ করা ভালো যে আমি বসবাস করি রাজশাহীর একটি গ্রামে যার নাম আড়ানি এটা বাঘা জেলায় অবস্থিত। আমি এই বাইকটির পূর্বে ব্যবহার করেছি বাজাজ সিটি১০০ এবং আমি আজ এখানে এসেছি আমার বাইক চালানোর অভিজ্ঞতা এবং আমার বর্তমান ব্যবহৃত বাইকগুলোর ভালো মন্দ কিছু বিষয় নিয়ে। যারা সিবি ট্রিগার বাইকটি কিনতে চান আশা করি তাদের জন্য আমার অভিজ্ঞতা গুলো অনেক সহায়ক হবে।
আমি পূর্বেই উল্লেখ করেছি যে আমি এই বাইকটি প্রায় ১ বছর ধরে ব্যবহার করছি এবং এই ১ বছরে আমার কাছে ইঞ্জিনের কোনো সমস্যা মনে হয় নি। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমার কাছে অনেক ভালো এবং সুন্দর লেগেছে। বিল্ড কোয়ালিটি অনেক মজবুত যেটা আমি চালিয়ে অনুভব করেছি। ডিজাইনটা অনেক সুন্দর যা যেউ কেউ একবার দেখলেই চোখ জুড়িয়ে যাবে।
বাইকটির আরেকটি বিষয় রয়েছে সেটা হল কম্ফোরট। বাইকটির কন্ট্রোল খুবই ভালো লেগেছে আমার কাছে। সিটিং পজিশনটা অনেক ভালো এবং আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। হ্যান্ডেলবারটা সিটিং পজিশনের সাথে সুন্দরভাবে কম্বিনেশন করা আছে এবং এর কারণে চালিয়ে আমি অনেক আরাম অনুভব করি। হ্যান্ডেলের সাথে সংযুক্ত সুইচগুলো বেশ ভালো কিন্তু সেলফ স্টার্ট যেমনটা হওয়ার কথা ছিলো তেমনটা নয়। হেডল্যাম্পের আলো অনেক ভালো।আমি রাতের রাইডে অনেক স্বচ্ছ আলো পাই এবং কোনো ঝামেলা অনুভব করি না।
বাইকটির কন্ট্রোলিং নিয়ে বলতে গেলে এটা অনেক ভালো। ব্রেকিং সিস্টেম অনেক ভালো যা আমাকে ভালো কন্ট্রোলিং করতে সহায়তা করে। বাইকের স্পীড যতই থাকুক আমি যে কোনো স্পীডে অনেক ভালো ব্রেকিং পাই। সাসপেনশন গুলো সব রাস্তাতেই বেশ ভালো পারফরমেসন্স দেয় এবং আমি অনেক কম ঝাঁকুনি অনুভব করি। কিন্তু উল্লেখ করা ভালো যে বাইকটি যখন বেশি স্পীডে চালায় তখন আমি এর ওজনটা অনেক হালকা অনুভব করি এবং আমার কাছে হাই স্পীডে বাইকটা অনেক হালকা হালকা মনে হয় । টায়ারের ব্রেকগুলো যথেষ্ট ভালো কিন্তু কড়া ব্রেক করলে মাঝে মাঝে স্কীড অনুভব করি।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল মাইলেজ। আমি অনেক দুঃখের সাথে প্রকাশ করছি যে হোন্ডা সিবি ট্রিগার আমাকে ভালো মাইলেজ দিচ্ছে না। এখন আমি মাইলেজ পাচ্ছি ৪৫ কিমি প্রতি লিটারে এবং মাইলেজটা আমাকে অনেক হতাশ করেছে।
ভালো দিক
-এটা অনেক আরামদায়ক এবং মজার একটি বাইক
-ছোট জায়গাতেও খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়।
খারাপ দিক
-ইঞ্জিনটা স্টার্ট করতে তীব্র সমস্যা হয়
বাইকটির কোয়ালিটি, পারফরমেন্স এবং অন্যান্য ফিচারস মিলিয়ে দামটা পারফেক্ট বলে মনে হয়েছে। যারা এই বাইকটি কিনবেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হল, যদি আপনারা জ্বালানী খরচের বিষয়টা মেনে নিতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে কিনে নিতে পারেন। আশা করি হতাশ হবেন না।