বর্তমানে বাইক যোগাযোগের অন্যতম একটি জনপ্রিয় বাহন।বর্তমানে বাংলাদেশে অনেক ব্র্যান্ড রয়েছে। তাদের মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হল হোন্ডা। আমি হোন্ডা সিডি ৮০ সিসির বাইকটি প্রায় ৫ বছর যাবত ব্যবহার করে আসছি। বাইকটির বিল্ড কোয়ালিটি আমার কাছে এই বাইকটির একটি অন্যতম দিক হিসেবে মনে হয়েছে। যেহেতু আমি একজন ছাত্র তাই নির্দ্বিধায় বাইকটি কিনে ফেলি। আমি বাইকটি ব্যবহার করে এর বিল্ড কোয়ালিটি নিয়ে আমি কোনো ঘাটতি খুঁজে পায়নি। এটা অনেক ভালো মানের একটি বাইক আমি এর পারফরমেন্সে খারাপ কিছু খুঁজে পায়নি।
আমি মোঃ ইমরান আহম্মেদ পেশায় একজন ছাত্র ।আমার বাসস্থান কাজলা, রাজশাহী। আমি আমার যাতায়াতকে আরও দ্রুততম করার জন্য এবং আরও বিভিন্ন উদ্দেশ্যে বাইকটি কিনি। এটাই আমার প্রথম বাইক এর আগে আমার আর কোনো বাইক ছিলো না। বাইকটি আমি প্রায় ৫ বছর ধরে ব্যবহার করছি। বাইকটি ব্যবহার করে আমি বেশ সন্তুষ্ট। যেহেতু এটা হোন্ডা তাই আমি এই পর্যন্ত কোন সমস্যা অনুভব করিনি।
আমার মতে ৮০ সিসির কমিউটার বাইক হিসেবে এর ডিজাইনটা অনেক সুন্দর। এটা স্পোর্টস বা অন্যান্য ১৫০ সিসি বাইকের মতো মাস্কুলার না। যদি আপনি ডিজাইন এর দিকে অতিরিক্ত কিছু চান তবে আপনি হতাশ হবেন কারন বাইকটি ডিজাইন এর জন্য বিখ্যাত না বাইকটি বিখ্যাত হল এর মাইলেজ এবং বিল্ড কোয়ালিটিতে ।
কম্ফোরট অনেক ভালো। আমি কখনই ব্যাক পেইন অনুভব করিনি কিন্তু বাইকটার হাইট যে কোনো রাইডারের জন্য অনেক ছোট বলে আমার মনে হয়েছে। কিন্তু সব কিছু মিলিয়ে আমি মনে করি সিটিং পজিশনটা বেশ আরামদায়ক। হ্যান্ডেলবার এবং এর সুইচগুলো অনেক ভালো মানের কিন্তু হেডল্যাম্পের আলোটা হাইওয়ের জন্য যথেষ্ট না। হেডল্যাম্পটা আমাকে হতাশ করেছে।
বাইকটি নিয়ে কন্ট্রোলিং এর অভিজ্ঞতা অনেক ভালো। বাইকটি টপ স্পীডে অনেক ভাইব্রেশন দেয় এবং টপ স্পীডে বাইকটি কন্ট্রোলিং খুব একটা ভালো না যদিও বাইকটি রেসিং বা স্টান্ট করার জন্য না । অন্যদিকে বাইকটির ব্রেকিং অনেক সুন্দর এবং আমি কখনই এর টায়ারে স্কীড পায়নি। আমি বাইকটির সাসপেনশন অনেক ভালো পেয়েছি। আমি মনে করি বাইকটির সাসপেনশন অন্যান্য ৮০ সিসি বাইকের তুলনায় অনেক ভালো।
আমি যেহেতু একজন ছাত্র তাই মাইলেজের ব্যাপারটা আমাকে আমলে নিতে হয় যদিও হোন্ডা সিডি ৮০ সিসির এই বাইকটি আমাকে মাইলেজ নিয়ে কোন হতাশ করেনি। আমি মনে করি এটা ছাত্রদের জন্য উপযোগী একটা বাইক। বর্তমানে আমি ৬৫ কিমি প্রতি লিটারে মাইলেজ পাচ্ছি এবং আমি এর মাইলেজ নিয়ে অনেক সন্তুষ্ট।
ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো এবং আমি এর ইঞ্জিন নিয়ে এখন পর্যন্ত কোনো ঝামেলাই পড়ি নাই। আমি এর ইঞ্জিন নিয়ে অনেক সন্তুষ্ট।
সার্ভিসিং সেন্টার আমাকে অনেক হতাশ করেছে। আমার কাছে মনে হয় তাদের সার্ভিসিং সেন্টারের মানটা আরও উন্নত করা দরকার।
দামটা আমার কাছে বাইকটার কোয়ালিটি অনুযায়ী ঠিক মনে হয়েছে। আপনি যদি দীর্ঘস্থায়ী কোন বাইক চান তবে হোন্ডা সিডি ৮০ সিসির বাইকটি হতে পারে আপনার পছন্দের একটি বাইক।
সবশেষে আমি বলতে চাই যে বাইকটার মাইলেজ এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো আমার মতে বাইকটির সাথে সেলফ স্টার্ট অপশন দিলে আরও ভালো হতো। বর্তমানে অনেক বাইকে সেলফ স্টার্ট রয়েছে কিন্তু আমি এই বাইকটি সাথে সেলফ স্টার্ট পাইনি বিধায় আমার কাছে খুব খারাপ লেগেছে। সব কিছু মিলিয়ে এটা অনেক তেল সাশ্রয়ী এবং সব দিক দিয়ে অনেক সাশ্রয়ী একটি বাইক যেটা যে কোন গ্রাহকদের হাতের নাগালে।