শুরুতেই আমি নিজের পরিচয় দিতে চাই আমি সাইফ বিন সাজ্জাদ বর্তমানে পড়াশোনা করছি। আমার বাসা রাজশাহীর পুঠিয়াতে। আমি দীর্ঘ ৪ বছর ধরে ব্যবহার করছি বাংলাদেশের জনপ্রিয় একটি মোটরসাইকেল যার নাম হোন্ডা সিডি ৮০। বাইকটি অনেক জনপ্রিয় এবং প্রাচীন একটি বাইক এবং এই বাইকটি আমি আমার নানাভাই কে ব্যবহার করতে দেখেছিলাম যদিও এটা আমার বাবার বাইক। আমি এই বাইকটা যাতায়াতের জন্য বেশি ব্যবহার করি কারণ পড়াশোনার পাশাপাশি আমাকে পারিবারিক কাজ করতে হয় এছাড়াও ছুটির দিনে বাইক নিয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে। আজকে আমি এখানে এসেছি কারণ, আজ আমি আপনাদের সাথে আমার বাইকের কিছু রাইডিং অভিজ্ঞতা শেয়ার করতে। মোটরসাইকেলভ্যালীকে ধন্যবাদ যে এই রকম একটা বিরাট সুযোগ করে দেবার জন্য।
প্রথমে শুরু করবো ডিজাইন দিয়ে। ডিজাইন নিয়ে বলতে গেলে তেমন বিশেষ কিছু বলার নাই কারণ আপনারা সকলেই জানেন যে বাইকটার ডিজাইন খুব মার্জিত । বডি কিট বলতে গেলে একেবারেই নাই তবে যতটুকু আছে সেটা আমার কাছে ভালো লেগেছে। এদিকে বিল্ড কোয়ালিটি অনেক মজবুত এবং টেকসই। আমি ৪ বছর ব্যবহারে কোন কমতি খুঁজে পাইনি। তাই ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে।
আরামের বিষয়ে আমি বলব যে, সিট শক্ত না, সিটে বসতে কষ্ট হয় না এবং সিটের উচ্চতা ঠিক আছে কিন্তু সিটিং পজিশনের খারাপ দিক হচ্ছে দীর্ঘক্ষণ বসে থাকলে কষ্ট হয় এবং বেশি স্পীডে বাইক রাইড করলে হাত ঝিনঝিন করে এবং হ্যান্ডেলবার ভাইব্রেট করে। আমি দেখেছি যে বাইকটা লং এ নিয়ে গেলে হাতে ও পিঠে খুব ব্যাথা করে।আমি একদিনে প্রায় ১০০ কিমি চালিয়েছি এবং আমি মনে করি যে এই বাইকটা লং রাইডের জন্য না। তবে সুইচগুলো ব্যবহারে তেমন কষ্ট হয় না । সাসপেনশন ভাল না যার কারণে খারাপ রাস্তায় একটু ঝাকুনি মনে হয়। আরাম বিবেচনায় বাইকটা আমার কাছে ভালো লাগেনি।
ইঞ্জিন ভালো, বেশি গরম হয়না, কিন্তু চেইনে বাজে শব্দ হয়। ইঞ্জিন সঠিক গতি তুলতে পারে এবং বলতে গেলে অনেক শক্তিশালী। অন্যদিকে আমি এরকম ইঞ্জিন নিয়ে খুশি না কারণ আমি তেমন ভালো মাইলেজ পাচ্ছি না । মাইলেজটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু আমি তেল লোড করলে বুঝতে পারি যে মাইলেজ ভালো যাচ্ছে না।
সার্ভিস সেন্টারের মান খুব ভালো। তাদের কাছে গিয়ে আমার সমস্যা দূর হয়েছে এবং তারা একটা সমস্যা নিখুঁতভাবে সমাধান করে। আমি চাই যে সব সার্ভিস সেন্টারে এরকম সার্ভিস দিয়ে যাবে।
কোয়ালিটি, ফিচারস ও পারফরমেন্স অনুযায়ী আমার কাছে দাম বেশি মনে হয়েছে । আমি মনে করি যে দামটা একটু কমানো হলে ভালো হত।
কিছু খারাপ দিক: মাইলেজ কম, দাম বেশি, চেইনে বাজে শব্দ হয়
সবাইকে ধন্যবাদ আমার রিভিউ পড়ার জন্য।