প্রত্যেকটি বাইকার যারা টু হুইলার পছন্দ করেন এবং যারা বাইক কিনতে চান তারা সাধারনতই জাপানিজ প্রস্তুতকারক কোম্পানি গুলোকে পছন্দের শীর্ষে রাখেন। স্কুটার, ক্রুজার, কমিউটার ইত্যাদি বাইক কেনার ক্ষেত্রে জাপানী কোম্পানীগুলোকে তাদের কোয়ালিটি প্রোডাক্টের জন্য প্রত্যেক গ্রাহকগন বেশী পছন্দ করে থাকেন। জাপানিজ ব্র্যান্ডগুলোর নাম বলতে গেলে “হোন্ডা” নামটা সবার প্রথমে চলে আসে। জাপানিজ এই প্রস্তুতকারক কোম্পানিটি তাদের গ্রাহকদের কথা বিবেচনা করে সব সময় ভাল মানের প্রডাক্ট সরবরাহ করে থাকেন এবং নিঃসন্দেহে বলা যায় যে লোকাল মার্কেটে হোন্ডা কোম্পানীর প্রোডাক্টের চাহিদা আগে যেমন ছিল বর্তমানে তেমন আছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। হোন্ডা সর্বদা চেষ্টা করে গ্রাহকদের হাতে ভাল ও আপডেটেড ফিচার সমৃদ্ধ বাইক সরবরাহ করা
এবং সেই চেষ্টাকে আরও বেগবান করার জন্য হোন্ডা তাদের বাইক লিস্টে নতুন একটি নাম সেটা হল HONDA DIO। এটি কোম্পানির স্কুটার সেগমেন্টের একটি বাইক। HONDA DIO তে রয়েছে অত্যাধুনিক ফিচার, ভাল মাইলেজ, সুন্দর আউটলুক যেটা হোন্ডা কোম্পানীর অন্যতম একটি সুন্দর স্কুটার হিসেবে গ্রাহকদের মাঝে পরিচিতি লাভ করবে। স্কুটারটির লুকস এবং ফিচার প্রত্যেক কমিউটার রাইডারদের জন্য একদম মানানসই হবে। চলুন দেখে আসি স্কুটারটির কোন কোন দিক গুলো বেশী আকর্ষণীয় করা হয়েছে।
বডি ডাইমেনশন
হোন্ডা তাদের এই স্কূটারটিতে বেশ সুন্দর বডি ডাইমেনশন দিয়েছে যেটা লম্বায় ১৭৮১মিমি, চওড়ায় ৭১০মিমি, এবং উচ্চতায় ১১৩৩মিমি। ডাইমেনশনের পাশাপাশি স্কুটারটির ১২৩৮মিমি হুইলবেজ এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৮মিমি সিট হাইট ৭৬৫মিমি রাখা হয়েছে যেটা সম্পূর্ণ ডাইমেনশটাকে একটি সুন্দর আকার এনে দিয়েছে। স্কুটারটি ফুয়েল ট্যাংকারের ধারন ক্ষমতা ৫.৩ লিটার এবং ওজন ১০৩ কেজি।সবমিলিয়ে এই স্কুটারটিতে সুন্দর কম্বিনেশন করা হয়েছে।
ডিজাইন
বডি ডাইমেনশনকে আরও সুন্দর ভাবে সাজানোর জন্য স্কূটারটিতে চমৎকার ডুয়েল টোন কালার, চওড়া সিটিং পজিশন, কার্ভ টেল ল্যাম্প, স্পোর্টি গ্রাফিক্স, বেশ মোটা আকারের হেড ল্যাম্প এবং সব মিলিয়ে একটি মটো স্কুটার ডিজাইন এনে দিয়েছে। এছাড়াও HONDA DIO তে হেডল্যাম্পের উপরের দিকে একটি ছোট এলিডি লাইট রয়েছে যেটা স্কূটারটিকে দেখতে আরও সুন্দর করে দিয়েছে এবং এই এলিডি লাইটার সাহায্যে আপনার অবস্থান চিহ্নিত করতে অন্যকে সাহায্য করবে। সব মিলিয়ে পাঁচটি কালার শেড এবং চমৎকার ডিজাইন স্কূটারটিকে আকর্ষণীয় করে তুলেছে যেটা প্রত্যেক রাইডারদের নজর কাড়বে।
ইঞ্জিন এবং ট্রান্সমিশন
HONDA DIO কে আরও পাওয়ারফুল করার জন্য স্কূটারটিতে আছে ১০৯ সিসির সিংগেল সিলিন্ডার ইঞ্জিন আছে যেটা V-Matic ট্রান্সমিশনের সাহায্যে ম্যাক্স পাওয়ার 8bhp এবং ম্যাক্স টর্ক 9Nm তৈরি করতে সক্ষম। স্কুটারটির ইঞ্জিন কম্প্রসান রেশিও হল 9.5:1 এবং সাথে রয়েছে ভীকোয়াস পেপার টাইপ এয়ার ফিল্টার। ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক এবং কিক দুটি স্টার্ট অপশন রয়েছে। হোন্ডা দাবি করছে যে তাদের এই স্কুটারটির টপস্পীড হবে ঘন্টায় ৮৩ কিমি।
টায়ার
স্কুটারটির উভয় চাকায় টিউবলেস টায়ার রয়েছে যার সামনের চাকার পরিমাপ 90/100-10 53J এবং পেছনের চাকার পরিমাপ 90/100-10 53J রয়েছে। উভয় দিকে ১০ ইঞ্চি চাকা টিউবলেস টায়ারকে সুন্দর ভাবে বসানো হয়েছে।
সাসপেনশন এবং ব্রেকিং
সাসপেনশন এবং ব্রেকিং এর কথা বলতে গেলে দুটোও বেশ ভাল ফিচারের। সামনের সাসপেনশনে bottom-linked এবং পেছনের সাসপেনশনে mono-shock ব্যবহার করা হয়েছে যেটা বাইকটাকে বেশ আরামদায়ক করে তুলেছে। স্কুটারটির সামনে পিছে উভয় দিকে রয়েছে ড্রাম ব্রেক এবং সাথে রয়েছে Combine Brake System (CBS) যেটা ব্রেকিং সিস্টেমকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। হোন্ডা দাবী করে এতে স্বল্প দুরুত্বে বাইক কে থামানো যাবে।
ইলেকট্রিক্যাল এবং ইন্সট্রুমেন্ট
স্কুটারটি ইলেকট্রিক দিক বলতে গেলে বেশ আপডেটেড। ইউনিক এলিডি পজিশন ল্যাম্প, বোল্ড বডি মাঊনটেন্ড হেড ল্যাম্প যেটা বাল্ব এবং রিফ্লেক্টর ধরনের, এলিডি সাইড ইন্ডিকেটর, পাওয়ারফুল টেল ল্যাম্প,ইলেকট্রিক স্টার্ট অপশন, এবং 12V 3Ah (Maintenance Free) ব্যাটারি রয়েছে। স্কুটারটির স্পীডো মিটারে কিছু গুরুত্বপূর্ণ ফিচার দেখা যায় যেগুলো হল edgy meter ডিজাইন কিন্তু মিটারটি সম্পূর্ণ এনালগ।
স্পেশাল ফিচার
স্কুটারটিতে কিছু স্পেশাল ফিচার রয়েছে যেগুল সাধারণত অন্যান্য স্কূটারগুলোতে খুব কম দেখা যায়। যেমন- স্কুটারটির চওড়া সিট রাইডার এবং পিলিয়নের জন্য বেশ আরমদায়ক করেছে।সিটিং পজিশনের নিচে মোবাইল চার্জার পোর্ট বাইকটির ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করেছে। আপনি চাইলে আপনার ফোন সেখানে চার্জ দিতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে সিটিং পজিশনের নিচের জায়গায় খুব সহজেই বহন করতে পারবেন। এছাড়াও স্কূটারটির ডুয়েল টোন কালার হওয়ায় গ্রাহকদের দৃষ্টিনন্দন করে তুলবে। স্কুটারটির সাথে আরেকটি স্পেশাল ফিচার রয়েছে সেটা হল Auto headlamp on (AHO)। সূর্যাস্তের সময় বা খারাপ আবহাওয়ায় এই সিস্টেমটি বেশ কার্যকরী। এছাড়াও স্কুটারটিতে আরও রয়েছে Eco Technology, BS-IV norms যেগুলো অন্যান্য স্কুটার থেকে আলাদা করেছে।
HONDA DIO আলাদা পাঁচটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো হল- yellow/grey, orange/grey, red/grey, blue/white and matte grey। স্কুটারটির সব কিছু মিলিয়ে স্কুটারটির পারফরমেন্স খুব ভাল হবে এবং উচ্চতর মানের কারনে ক্রেতারা সন্তুষ্ট হবেন বলেই আশা করা যায়।