আমি মোহাম্মদ ইসলাম। বর্তমানে আমি একটি বাইক ব্যবহার করছি যার নাম Honda Dream 110। এই বাইকটি আমি প্রায় দুই বছর যাবত ব্যবহার করে আসছি এবং এখন পর্যন্ত খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। চলা ফেরার জন্য আমি আজ থেকে দুই বছর আগেই বাইকের চাহিদা অনুভব করেছিলাম কিন্তু সামর্থ্য, পরিস্থিতি ইত্যাদির কারণে এই বাইকের আগে কোন বাইক কেনা হয়ে ওঠেনি। তারপরে যখন আমার সামর্থ্য হলো ঠিক তখনই আমি কিনি Honda Dream 110। বাইক কেনার আগে আমি আমার খুব কাছের আত্মীয় স্বজনের Honda Dream 110 বাইকটি রাইড করি এবং আমার প্রথম রাইডে এই বাইকটি ভালো লেগে যায়। তাই দেরি না করে Honda Dream 110 কিনে ফেলি।
দুই বছরে আমি এই বাইকটা নিয়ে রাইড করেছি ২০ হাজার কিলোমিটার। ২০ হাজার কিলোমিটারের মধ্যে আমি সত্য বলতে বাইক থেকে কোন খারাপ দিক পাইনি। আমি বাইকটা নিয়ে খুবই সন্তুষ্ট। চলাচলের জন্য আমার কাছে এই বাইকটি বেস্ট মনে হয়েছে এবং আমি প্রয়োজন ছাড়া খুব বেশি রাইড করিনা। আজকে আমি মোটরসাইকেলভ্যালীর মাধ্যমে আপনাদের সাথে দুই বছরে ২০ হাজার কিলোমিটার রাইডের অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি আমার এই রিভিউ এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন।
আমি যেহেতু বলেছি যে এই বাইক থেকে আমি কোন খারাপ দিক পাইনি তাই আমি শুধুমাত্র এ বাইকের ভালো দিক গুলোই তুলে ধরার চেষ্টা করব।
আমার কাছে প্রথম যে বাইকের ভালোদিক মনে হয়েছে সেটি হল এ বাইকের ডিজাইন। ১১০সিসির মধ্যে সুন্দর একটি ডিজাইন বাইকের মধ্যে দেওয়া হয়েছে যা খুবই আকর্ষণীয়। ডিজাইনের সাথে এই বাইকের দামটাও খুবই ভালো রাখা হয়েছে। আমি মনে করি যে ১১০সিসির মধ্যে বাইকের ডিজাইন এবং দাম একদম পার্ফেক্ট রয়েছে।
আমি এই বাইক নিয়ে একদিনে প্রায় ১০০ কিলোমিটার একটানা রাইড করেছি এবং এই রাইড করে আমার কাছে এই বাইকের সিটিং পজিশন থেকে খুব ভালো আরাম অনুভব করেছি। বাইকের সিটিং পজিশন অনেক প্রশস্থ হওয়ায় দুইজন খুব আরামের সাথে বসে রাইড করা যায়। আমি এবং আমার পিলিয়ন দুজনেই খুব ভালো অনুভব করি সিটিং পজিশনে বসে।
Honda Dream 110 বাইক থেকে সবচেয়ে মজার ২ অভাবনীয় বিষয় যেটি আমি পাচ্ছি সেটি হল এ বাইকের মাইলেজ। শহরের মধ্যে আমি ৬০ থেকে ৬৫ কিলোমিটার প্রতিলিটার এবং হাইওয়েতে ৭০ থেকে ৭২ কিমি প্রতি লিটার মাইলেজ পাচ্ছি। ডিজাইন, দাম এদিক থেকে তুলনা করলে বাইকের মাইলেজ আমি বলবো যে সেরা রয়েছে। আমি এই বাইক নিয়ে এবং এই বাইকের মাইলেজ নিয়ে অনেক সন্তুষ্ট আছি এখন পর্যন্ত।
দামের সাথে বাইকের বিল্ডকোয়ালিটি অনেক মজবুত মনে হয়েছে। হোন্ডা চেষ্টা করেছে যে কমদামের মধ্যে অনেক ভালো মানের একটি বাইক বাংলাদেশের বাজারে নিয়ে আসার এবং আমার মনে হয় যে তারা এটা করতে শতভাগ সক্ষম হয়েছে এই বাইকের মাধ্যমে। অন্যদিকে ব্রেকিং সিস্টেম নিয়েও আমি খুব ভালো অনুভব করছি কারন ব্রেকিং রেসপন্সগুলো খুবই ভালো পাচ্ছি।
আমরা জানি যে হোন্ডা বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং সেই প্রাচীন আমল থেকেই এ ব্রান্ডের জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। আমি Honda Dream 110 কিনে খুবই সন্তুষ্ট এবং আমার কাছে এ বাইকের দাম ফিচারস, পারফরম্যান্স, ইত্যাদি মিলিয়ে পারফেক্ট মনে হয়েছে। ইঞ্জিন থেকে আমি সচারাচর ১১০সিসি বাইকে যেমন পারফরম্যান্স পাওয়া যায় ঠিক তেমনটাই পাচ্ছি তাই ইঞ্জিন নিয়ে তেমন কিছু উল্লেখ করিনি।
আশা করি আমার রিভিউ আপনাদের ভালো লাগবে এবং Honda Dream 110 সম্পর্কে ভাল অভিজ্ঞতা পাবেন।
ধন্যবাদ সবাইকে।