সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোঃ সুজন আলী । পেশাগত দিক থেকে আমি একজন ব্যবসায়ী। আমার মোটরসাইকেল এর নাম হোন্ডা ড্রিম নিও ১১০ সিসি। এটা আমার জীবনের প্রথম বাইক। মোটরসাইকেল কিনার ইচ্ছাটি অনেক আগে থাকলেও বিভিন্ন কারণে তা কিনা সম্ভব হয় নি। ভাল মাইলেজ পাবার আশায় আমি এই মোটরসাইকেলটি কিনেছি। এই মোটরসাইকেলটি কিনার পরে আমার যেমন সময়ের সাশ্রয় হয়েছে, তেমনি সব কাজ গুলোও আমি সঠিকভাবে করতে পারি। এখন আমাকে আর যাতায়াতের জন্য অন্যান্য যানবাহনের জন্য বসে থাকা লাগে না। এই মোটরসাইকেলটি আমি তাহেরপুর বাজারের একটি শোরুম থেকে কিনেছি। মোটরসাইকেলটি আমি ৫ মাস যাবত ব্যবহার করছি। ৫ মাসে আমি প্রায় ২২০০ কিমি পথ চালিয়েছি কোন প্রকার দূর্ঘটনা ছাড়াই। এই মোটরসাইকেল থেকেই আমি প্রথম বাইক চালানো শিখেছি। মোটরসাইকেলটি কিনার আগে আমার কোন বাইক পছন্দ করা ছিল না। আমি সরাসরি শোরুমে গিয়ে নিজেই এই মোটরসাইকেলটির ডিজাইন এবং রং পছন্দ করে কিনেছি। এটি দেখতে আমার খুব ভাল লেগেছে। এর বডি অনেক মজবুত মনে হয়েছে। বাইকটির বিল্ড কোয়ালিটি মজবুত মনে হয়েছে। আমি মোটরসাইকেলটি গ্রামের রাস্তাতেই বেশি চালাই। তবে ১ দিন আমি প্রায় ১০০ কিমি পথ চালিয়েছি। বেশিক্ষণ মোটরসাইকেলটিতে বসে চালালে হাতে ব্যথা করে। তবে ৫ মাস মোটরসাইকেলটি চালিয়ে বড় কোন সমস্যা পাই নাই।
একটি মোটরসাইকেল এর মূল অংশ হল তার ইঞ্জিন। ইঞ্জিন ভাল না হলে তার পারফরমেন্স কখনোই ভাল আশা করা যায় না। তবে এই দিক থেকে আমার মোটরসাইকেল এর ইঞ্জিন পারফরমেন্স অসাধারণ। ইঞ্জিনের শব্দটাও বেশ ভাল। আমি হাই স্পীডে চালিয়েও দেখেছি ইঞ্জিনে কোন প্রকারের খারাপ শব্দ হয় না। এছাড়া এই ইঞ্জিনটি ওভার হীটও হয় না। এজন্য বলছি এর ইঞ্জিন পারফরমেন্স অনেক ভাল।
মোটরসাইকেলটি কিনার সময় শোরুম থেকে আমাকে বলেছিল ১ লিটার তেলে ৬০ কিমি পথ চলতে পারবো। আমি বর্তমানে ৬০ কিমি এর মত মাইলেজ পাচ্ছি। তাই মাইলেজ নিয়ে আমার কোন অভিযোগ নেই। তবে তারা আমাকে সময় মত ফ্রি সার্ভিসিং গুলো করিয়ে নিতে বলেছেন।
এখন মোটরসাইকেলটির কন্ট্রোল ও আরাম বিষয়ে কিছু কথা বলবো। এই মোটরসাইকেল এর সিটিং পজিশন বেশ বড় ও সিট নরম কোয়ালিটির। আমি খুব সহজেই একসাথে ২ জন চড়ে চালাতে পারি। এর হ্যান্ডেলবারটি ধরে দীর্ঘক্ষন চালালে আমার একটু সমস্যা হয়। মোটরসাইকেলটির সকল সুইচ গুলো দেখতে অনেক সুন্দর। এগুলো ব্যবহার করতে আমার কোন প্রকারের সমস্যা হয় না। আমি রাতে মোটরসাইকেলটি চালিয়ে দেখেছি এর হেড লাইটে পর্যাপ্ত পরিমানে আলো হয়। আমি পরিষ্কার ভাবেই রাস্তা দেখতে পাই। এছাড়া এই মোটরসাইকেলটির লুকিং গ্লাস দুটি দেখতে অনেক ভাল। মোটরসাইকেলটির ট্যায়ারের গ্রিপ গুলো দেখতে বেশ ভাল। ট্যায়ারের গ্রিপ ভাল হওয়ায় চাকা তেমন স্লিপ করে না। বাইকটির হর্ণ খুব সুন্দর এবং এর শব্দটা বেশ ভাল। এর ব্যাটারি কোয়ালিটি বেশ ভাল। ৫ মাস মোটরসাইকেলটি চালিয়ে আমি বেশ ভাল অনুভূতি পেয়েছি। আমি হাই স্পীডে মোটরসাইকেলটি ৭০ গতিতে তুলেছি। সর্বোচ্চ গতিতে চালিয়েও কোন প্রকারের সমস্যা পাই নাই।
আমি এযাবৎ মাত্র এক বার সার্ভিসিং সেন্টারে গিয়েছি। সেখানকার পরিবেশ অনেক ভাল। তাদের কাজের মান আমার ভাল লেগেছে। আমার বাসা থেকে সার্ভিসিং সেন্টারটি অনেক দূরে হবার কারণে সেখানে আর যাওয়া হয় নাই। হালকা কোন সমস্যা হলে আমি বাজারের মেকানিক এর কাছ থেকে সার্ভিস করিয়ে নিই।
মোটরসাইকেলটির সকল পারফরমেন্স বিবেচনায় দামটা আমার কাছে সঠিক আছে বলে মনে করি। যদিও আমি মোটরসাইকেলটি কিনার সময় নগদ টাকা মূল্যের ছাড় ছিল। তবে বর্তমানে দামটা সবার সাধ্যের মধ্যেই আছে।
পরিশেষে বলতে চাই, আমি ৫ মাস মোটরসাইকেলটি ব্যবহার করে কোন সমস্যা বুঝতে পারি নাই। ভাল মাইলেজ পেতে হোন্ডা ড্রিম নিও ১১০ সিসির এই মোটরসাইকেলটির আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন। আর একটি কথা, সর্বদা ইঞ্জিন ভাল রাখতে হলে ভেজাল মূক্ত অয়েল ব্যবহার করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ভাল থাকবেন, ধন্যবাদ।