আমার কাছে হোন্ডা হরনেট শুরু থেকেই অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এই বাইকের পেছনের টেল ল্যাম্প অনেক বেশি সুন্দর । আমার মতে বাংলাদেশের বাইকগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এলিডি টেইল ল্যাম্প রয়েছে হোন্ডা সিবি হরনেট বাইকে। যাই হোক এবার মূল কথায় আসি। আমি যখন এই বাইকটি ইন্ডিয়াতে প্রথম দেখি তখন আমার কাছে অনেক ভালো লাগে । প্রথমে বিএস৩ যে হরনেট বাজারে এসেছিলো তার থেকেও অনেক বেশি ভালো লেগেছে বিএস৪ এর ডিজাইন। কারণ এর এলিডি হেডল্যাম্প, এলিডি টেলল্যাম্প, মিটার কনসোল। গ্রাফিক্যাল লুকস সব কিছুর মধ্যে বিশেষ একটা আকর্ষণ রয়েছে যা বাইকার প্রেমিদের খুব সহজেই মন জয় করতে সক্ষম।
আমি এই বাইকটা কিনেছি মুলত এর ডিজাইন ও ব্র্যান্ড ভ্যালু দেখে। অন্যদিকে বিএস৩ হরনেট বাইকটি আমার বন্ধু প্রায় ১ বছর ধরে ব্যবহার করে আসছে। তার থেকে পাওয়া রিভিউ এবং সমস্ত বিষয় যাচাই বাছাই করে আমার কাছে হোন্ডা হরনেট বাইকটি খুব পছন্দ হয়েছে তাই আমি এর লেটেস্ট মডেলটি রাজশাহীর কে আর বাইক সেন্টার থেকে কিনেছি। বাইকটি কেনা খুব বেশি দিন হয়নি কারণ যখন কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন দেশে করোনার জন্য লকডাউন চলছিলো । লকডাউন তুলে নেওয়া কয়েক দিনের মধ্যেই আমি বাইকটা ক্রয় করি এবং মাত্র ২৫০ কিমি রাইড করেছি। যেহেতু বাইকটি নতুন নিয়েছি তাই ২৫০ কিমি নিয়ে আমার স্বল্প কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
-বাইকের ডিজাইন এক কথায় অনেক সুন্দর এবং আগের হরনেটের থেকে এই নতুন মডেলের হরনেট অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনের দিক থেকে কারণ নতুন এই হরনেটে অনেকগুলো বিষয় পরিবর্তন করা হয়েছে যা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে।
-বাইকটি চালিয়ে আসলেই অনেক আরামদায়ক। আমি যখন বাইকটা রাইড করি তখন এর সিটিং পজিশন এবং হ্যান্ডেলবার থেকে অনেক বেশি সাপোর্ট পাই এবং চালিয়ে কোন ক্লান্তি অনুভব হয় না। নতুন অবস্থায় বাইকটি নিয়ে তেমন লং ট্যুর দিতে পারিনি তবে ৯০ কিমি একদিনে রাইড করে আমার কাছে মনে হয়েছে বাইকটি যথেষ্ট আরামদায়ক।
-ব্রেকিং সিস্টেম খুবই স্মুথ এবং অসাধারণ। বাইকের সাথে রয়েছে ডাবল ডিস্ক এর সিবিএস বাইকটির ব্রেকিং কে করেছে আরও বেশি শক্তিশালী । আমি এই বাইকের ব্রেকিং পারফরমেন্স নিয়ে অনেক বেশি সন্তুষ্ট।
-ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাচ্ছি এখন। বিশেষ করে বাইকের ইঞ্জিন অনেক বেশি স্মুথ । আমি এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে এবং ইঞ্জিনের স্মুথনেস নিয়ে অনেক বেশি সন্তুষ্ট।
সবশেষে আমি বলবো যে হোন্ডা হোন্ডাই এর সাথে অন্য কোন ব্র্যান্ডের তুলনা হয় না। অন্যান্য যে কোম্পানীগুলো আছে তারা যতই প্রযুক্তি নিয়ে আসুক না কেন হোন্ডা তাদের যে প্রযুক্তি বাইকের সাথে দিয়েছে তা আমার মনে হয় বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট।
হোন্ডা হরনেট বাইকের দাম আমার মনে হয় যে ফিচারস, ইঞ্জিন পারফরমেন্স বাইকের মধ্যে রয়েছে সে অনুযায়ী বাইকের দাম একদম পারফেক্ট মনে হয়েছে। আমি বলবো যে আপনারা যারা এই বাইকটি নিতে চান তারা অবশ্যই বাইকটি নিতে পারেন। আমার কাছে বাইকটি অনেক ভালো মনে হয়েছে। ধন্যবাদ এই ছিলো আমার বাইক নিয়ে স্বল্প কিছু অভিজ্ঞতা।