আমি আমার বাসা থেকে অফিস এবং অফিস থেকে বাসায় যাতায়াতের জন্য একটা বাইক কিনবো ভেবেছিলাম। মুলত রাইড শেয়ারিং আসার পর থেকে ওই সেবা নিতে আমার ভালো লাগতো। কারণ বাইকে খুব কম সময়ে যাতায়াত করা যেত । বাইকের প্রতি ভালো লাগাও ছিলো তাই ভাবতে থাকি বাইক নিয়ে নিলে যাতায়াত সুবিধা হয় । কোন বাইক নিবো সেটা ভাবতে থাকি এবং পর্যবেক্ষণ করতে থাকি। যেহেতু প্রথম বাইক নিবো এবং প্রতিদিন ৪০ কিমি যাতায়াত করবো তাই মাইলেজ ভালো পাবো এমন বাইককে প্রাধান্য দিতাম। ১৫০ সিসির বাইক না নিয়ে তাই ১২৫ বা ১১০ সিসি বাইক নিবো ভেবেছিলাম। আমার বাজেট এবং পছন্দের তালিকায় গ্লাম্যার, স্ট্রাইকার এবং লিভো ছিলো । সব শেষে মাইলেজ এবং ব্র্যান্ড ভ্যালু এর কথা চিন্তা করে হোন্ডা লিভো সিলেক্ট করলাম। একই বাজেটে ১২৫ সিসির বাইক নিতে পারতাম কিন্তু হোন্ডা লিভো দেখতে খুব স্টাইলিশ লাগতো তাই লিভো নিয়ে নিলাম। ২০১৭ সালের ডিসেম্বর মাসে বাইকটা কিনি এবং এখন পর্যন্ত রাইড করেছি ২৪ হাজার কিলোমিটার। ভালো এবং খারাপ দুই ধরনের অভিজ্ঞতাই আমার হয়েছে।
বাইকটির ভালো দিকগুলো আমার কাছে যেগুলো মনে হয়েছে
-ডিজাইন অনেক সুন্দর
-সিটিং পজিশন অনেক আরামদায়ক
-মাইলেজ খুব ভালো পাচ্ছি
-বাইকটি রাইড করেও যথেষ্ট আরামদায়ক
-আমার কাছে দেখে ১৫০ সিসির বাইকের মত মনে হয় কারণ বডি খুব মাস্কুলার যা অন্যান্য ১১০ সিসি বাইকে বিরল
আমি আমার বাইকে প্রথমে ৪টি হোন্ডা ইঞ্জিন ওয়েল ব্যবহার করি এরপরে মটুল সেমি সিনথেটিক ৯-১০ টি ব্যবহার করি এবং এখন পর্যন্ত শেল মিনারেল ব্যবহার করছি। বাইকের ইঞ্জিনের শব্দ আমার খুব ভালো লাগে এবং অনেক স্মুথ।
মাইলেজ আমি শহরের মধ্যে পাই ৫৫-৬০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে ৬৩-৬৫ কিমি প্রতি লিটার। মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট।
এইবার আসি বাইকের যে বিষয়গুলো আমার ভালো লাগেনি
-সিটিং পজিশন একটু উঁচু যা খাটো রাইডাদের জন্য একটু সমস্যা।
-এসি অপারেটেড হেডল্যাম্প যা বিরক্ত লাগে আমার কাছে
-অন্যান্য কোম্পানির থেকে পার্টসগুলোর দাম বেশি
-চেইনটা একটু সমস্যা করে
আমি সার্ভিস শিডিউল অনুযায়ী বাইক সার্ভিস করি । সব বাইকেরই ভালো মন্দ দিক আছে এবং এগুলো বিবেচনা করে আপনারা বাইক পছন্দ করতে পারেন। এই ছিলো আমার লিভো নিয়ে ২৪ হাজার পথ চলার অভিজ্ঞতা।
বাইকটি নিয়ে অফিস যাতায়াত ছাড়াও বেশ একদিনের ট্যুর দিয়েছি বেশ কয়েক জায়গায়। হাইওয়েতে তেমন সমস্যা অনুভব না করলেও কম সিসির বাইক হিসেবে বর যান বাহনকে ওভারটেক করতে সমস্যা হয় আর বেশি স্পীডে রাইড করলে বাতাসের ধাক্কা লাগে । ধন্যবাদ আমার রিভিউটি পড়ার জন্য । ভালো থাকবেন সবাই।