আমার নাম শাওন। আমার বয়স ৩০ আমি থাকি ময়মনসিংহ সদর এ।
বাইকিং ভালোবাসি কেনঃ ১ম কারন হলো অন্য জেলার বাইকার গুলো সাথে পরিচিত হওয়া,তার জেলার বিভিন্ন জায়গার সাথে পরিচিত হওয়া,
বাইকের সম্পর্কে বিস্তারিত জানা।
বাইকটা আমি কেন নিলামঃ নেওয়ার পিছনে প্রথমে কারণ বাইক এর দাম ২ লক্ষ ১৫ হাজার টাকা একটা এত সুন্দর Sports Faring বাইক যেটা যে কারও দৃষ্টি আকষর্ণ করবে।
এই দামে একটা Sports Faring বাইক পাওয়া সত্যিই অকল্পনীয়।
বাইকের ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত বর্ননাঃ
- বাইকটিতে CBS Braking System দেওয়া হয়েছে।
- বাইকটি চালানোর সময় আপনি কতো নাম্বার গেয়ার চালাচ্ছেন সেটি দেখতে পারবেন মিটারে।
-রাইডার ভুল করে সাইড স্টেন না তুললে গেয়ার ফালানোর সময় বাইক এর স্টাট বন্ধ হয়ে যাবে।
-বাইক রাইড করার সময় বাইক কতটা হিটিং হচ্ছে তার টেম্পারেচার দেখতে পারবেন মিটারে।
-বাইক এর মিটারে সময় দেখতে পারবেন।
-বাইকটিতে ৩ টা Spark plug ব্যবহার করা হয়েছে।
যেহেতু এটা একটা Powerful & Sports বাইক এবং তার মেইনটেন্যান্স হাই পারফরম্যান্স হতে হবে
- ইন্জিন অয়েল গ্রেড 10w40
-প্রথম ২০০০ কিঃমি এ মিনারেল ব্যবহার করাই ভালো এবং তার দাম হতে পারে ৫০০/৬০০ টাকা Best Level এর টা।
-২০০০ কিঃমি এর পর থেকে হাই পারফরম্যান্স পাওয়ার জন্য ইন্জিন অয়েল Full Synthetic ব্যবহার করবেন দাম ১০০০ বা ১২০০ হতে পারে এবং যাদের বাজেট একটু কম তারা Semi Synthetic ব্যবহার করতে পারেন দাম ৭০০ থেকে ৮০০ টাকা।
-ইন্জিন অয়েল Type এমন হতে হবে API SH, SAE10W40, JASO MA
এটা না মিলালে ইজিন অবার হিটিং হবে এটা বাইক এর Recommend.
ইন্জিন অয়েল Capacity 1.0L(+/-)0.1L যদি আপনি মবিল ফিল্টার সহ মবিল চেন্জ করেন তা হলে ১ লিটার মবিল দেওয়ার পর 100ml বেশি দিতে হবে।
এটা আমরা অনেকেই করি না 100ml দেওয়ার জন্য আরেকটা ইন্জিন অয়েল কিনতে হবে তাই আমরা ১ লিটার মবিল দিয়ে দেই মবিল ফিলটার সহ এতে করে বাইক এর ইন্জিন একটু হিট হওয়ার সম্ভাবনা থাকে।
যারা একটু আমার মতো পন্ডিত বাইক এ হাই পারফরম্যান্স পাওয়ার জন্য Plug চেন্জ করে বিভিন্ন রকমের
আপনি যে রকমি করেন না কেন Plz Recommend অনুযায়ী করবেন
Plug Type BOSCH B7RC.
যাদের বাইক এ মনে হবে যে বাইক এর টাইমিং চেইন থেকে অনেক Bad Sound আসছে তারা নিশ্চয়ই Valve Clearance করবেন হাই পারফরম্যান্স পাওয়ার জন্য এই Valve Clearance Very- Important Part এটা মেকানিক্স এর কাজ কখনো হাত দিয়ে মিলাতে দিবেন না সে যত বড় মেকানিক্স হক অবশ্যই তাকে বলবেন ফিলারগ্যাস দিয়ে মিলাতে যেহেতু এটা 4 Valve তাই
IN: 0.06 থেকে 0.10mm
EX: 0.06 থেকে 0.10mm
Recommend অনুযায়ী মিলালে ভালো মাইলেজ Smooth Sound Gd Top Speed পাবেন।
- Efi ইন্জিন হওয়ার কারণে অবশ্যই অকটেন ব্যবহার করতে হবে।
-Radiator এর কোলেন্ট এর জন্য Motul- Hybrid Tech ব্যবহার করতে পারেন।
-প্রথম ২০০০ কিঃমি নিদিষ্ট ৫/৬ Rpm রাখার চেষ্টা করবেন।
-যেহেতু Efi বাইক তাই কোন প্রকার Security Alarm Install করা পর Magnet Coil এ লাইন দেওয়া যাবে না।
-বাইক এর সাথে যে ইন্জিন অয়েল টা দেওয়া থাকে সেটা ২০০/৩০০ কিঃমি এ চেন্জ করে ফেলবেন।
-বাইক ওয়াশিং করার সময় Radiator পেসার দিয়ে পানি দেওয়া যাবে না।
- যেহেতু বাইকটা Efi ইন্জিন সে কারণে হাই পারফরম্যান্স পেতে হলে Fuel-Injector Clean করতে হবে ৪/৫ হাজার কিঃমি পর পর।
- মবিল ফিলটার যেটা দেওয়া থাকে সেটা ১০০০ কিঃমি চেন্জ করে নিবেন তার পর থেকে ২/৩ হাজার কিঃমি পর পর চেন্জ করবেন।
টপ স্পীড এবং মাইলেজ
বাইকটা যেহেতু Liquid Cooling ইন্জিন এবং 4 Valve এবং রাইডার এর স্কেল যদি হাই লেভেল এর হয়ে থাকে তা হলে এটা দিয়ে 135+ স্পীড তুলা যাবে এবং মাইলেজ সিটিঃ৪০+ এবং হাইওয়েঃ৪৮+ পাবেন নিদিষ্ট Economic Mode এ।
বাইকটির ৫টি ভালো দিকঃ
১.লং রাইড করলে কোন প্রকার হাতে বা কমড়ে ব্যাথা করবে না।
২.রাএে বেলা বাইক এর হেডলাইট এর আলো অনেক ভালো।
৩. ৩টা Spark Plug আছে।
৪.Stand Safty ফিউচার রয়েছে।
৫.CBS Braking System রয়েছে।
বাইকটির ৫টি খারাপ দিকঃ
১.Single হর্ণ।
২.Radiator Guard নাই।
৩.বাইক এর ওজন অনেক বেশি
৪.বেশি ওজন হওয়ার কারণে কর্নারিংএ প্রবলেম হয়।
৫.বাইক এর সামনে Windshield এর কোয়ালিটি ভালো না।