আলহামদুলিল্লাহ!
আমার KEEWAY RKS 100 v1 এর ২ বছর পূর্ন হল। এই ২ বছরে তার সাথে ২৪০০০+ কিমি পাড়ি দিলাম।। এই ২ বছরে সে আমাকে কখনো কোন কষ্টে ফেলেনি বরং ভাংগা-চুরা, হাইওয়ে সব জায়গায় খুব ভাল পারফমেন্স দিয়েছেএ এবং এখনো দিচ্ছে। বাইকটি চালিয়ে কখনো ১০০ সিসি মনে হয়নি, খুব ভাল এসলারেশন, মোটা চাকার কারনে খুব ভাল কর্নারিং করা যায়।
বাইকটিতে এই দুই বছরে কি কি পেয়েছি, কি কি পরিবর্তন করতে হয়েছে সেটা নিচে বললাম।
টপ স্পীড: ১০৪ kmph ( ময়মনসিং হাইওয়ে)
মাইলেজ- ৪৭-৪৮ কিমি পার লিটার
বাইক দিয়ে টুর: ময়মনসিংহ, মাওয়া ( ১১ বার), দোহার (১৫+ বার), মৌনট ঘাট, কুমিল্লা, মেঘনা, নোয়াখালি, চাদপুর- লক্ষীপুর সহ ইত্যাদি।
ওডো মিটার: ২৪০০০+
বাইকটি তে ২ বছরে যা যা লেগেছে:
ব্রেক প্যাড: ৬ বার।
চেইন সেট স্প্রোকেট সহ : ২ বার।
স্পার্ক প্লাগ : ২ বার।
থ্রটল কেবল: ২ বার।
ক্লাচ কেবল : লাগেনি।স্টক টাই।
হর্ন : ২ বার
মিটার কেবল: ১ বার( ওয়ারেন্টি তে পেয়েছি)
ক্লাচ প্লেট : এখনো লাগেনি।
ইঞ্জিন: সম্পূর্ণ আনটাচড।
আমার কাছে খুবই কম মনে হল। অনেকের দুই বছরে অনেক বেশি কিছু লাগতে দেখেছি। অনেকেই ১৫০ সিসি নিতে বলে। আমারো ইচ্ছা আসে কিন্তু ভাবি যেটা কিনব সেটা যদি এইটার মত পারফরমেন্স আমাকে না দেয় এই ভয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ লেখা গুলা পড়ার জন্য।