Yamaha Banner
Search

English Version
2017-07-21

Keeway RKS 100 v3 Feature Review


keeway-rks-100-v3-features


জাপানী এবং ইন্ডিয়ান মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানীর পাশাপাশি অন্যান্য মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানিগুলো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এর কারণ হল তারা বর্তমানে খুব ভাল মানের মোটরসাইকেল সীমিত দামের মধ্যে আমাদের বাজারে নিয়ে আসছে। এদের মধ্যে বর্তমানে উদীয়মান মোটরসাইকেল প্রস্তুতকারক এবং সরবরাহকারী Keeway বাজারে বিরাট একটি অংশ জুড়ে আছে। ইউরোপিয়ান ডিজাইনে প্রস্তুত এই কোম্পানীটি বিভিন্ন ক্যাটাগরির মোটরসাইকেল প্রস্তুত করে থাকে এবং বাংলাদেশে তাদের একমাত্র পরিবেশক Speedoz Limited এর মাধ্যমে তারা তাদের বাইকগুলো বাংলাদেশের লোকাল মার্কেটে নিয়ে আসে। Keeway এর মোটরসাইকেল গুলো বাজারে আসার পর থেকে তাদের মোটরসাইকেলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তারা গ্রাহকের নিকট থেকে পজিটিভ সাড়া পেয়ে তাদের মোটরসাইকেল কালেকশন আরও বাড়িয়ে দিয়েছে। Keeway এখন বিভিন্ন সেগমেন্টের বাইক গ্রাহকদের সামনে তুলে ধরতে প্রস্তুত।

Keeway RKS 100 v3 এই বাইকটি তাদের ১০০ সিসি বাইকগুলোর মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য ১০০ সিসি বাইকের তুলনায় এই বাইকটি কোন অংশে কম নয় বরং অন্যান্য কোম্পানির ১০০ সিসির বাইকগুলোকে Keeway RKS 100 v3 বাইকটি টেক্কা দিতে প্রস্তুত। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাই যে,বাইকটির ফিচার অনুযায়ী কেমন পারফরমেন্স হবে। আসুন জেনে নেই বাইকটিতে কি কি ফিচার দেওয়া আছে।





keeway-rks-100-v3-design

ডিজাইন
Keeway RKS 100 v3 আসলেই অনেক সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের একটি বাইক। বাইকটির আউটলুক নিয়ে বলতে গেলে ১০০ সিসি সেগমেন্টের মধ্যে চমৎকার একটি আউটলুক রয়েছে। বেসিনেট টাইপের বডি ফ্রেম, চমৎকার এবং বড় আকারের হেডল্যাম্প সাথে হেডল্যাম্প কভার, এক্সট্রা শাড়ী গার্ড, সুন্দর কালার শেড এবং উন্নত ডিজাইন সাথে ২স্টেপ সিটিং পজিশন বাইকটিকে চমৎকার লুক দিয়েছে। তিনটি আকর্ষণীয় কালারের সাথে ডুয়েল কালার শেড, অসাধারন টেল ল্যাম্পের সাথে লং টায়ার ফেন্ডার এবং স্টাইলিশ ইন্ডিকেটর বাইকটিকে চোখ ধাঁধানো করে তুলেছে। এই বাইকটি ডিজাইন করা হয়েছে বিখ্যাত ইটালিয়ান কোম্পানী Benelli থেকে এবং তারা বাইকটার সুন্দর আউটলুক এনে দেওয়ার চেষ্টা করেছে। বাইকটির ফুয়েল ট্যাংকার এবং মাসকুলার ডিজাইন অন্যান্য ১০০ সিসি বাইকের থেকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। বাইকটির সিটিং পজিশন অনেক বড় এবং বেশ আরামদায়ক। তাই বাইকটির ডিজাইন এবং আউটলুক নিয়ে কোন প্রকারের ঘাটতি গ্রাহকেরা অনুভব করবে না।






keeway-rks-100-v3-dimension

ডাইমেনশন
বাইকটির ডিজাইন এবং ডাইমেনশনের কম্বিনেশন অসাধারণ । এই দুটির কম্বিনেশনের ফলে RKS 100 v3 বাইকটি দেখতে বেশ চমৎকার। বাইকটির ডাইমেনশন যথাক্রমে, লম্বায় 2040mm, চওড়ায় 760mm এবং উচ্চতায় 1050mm রয়েছে। সিটিং হাইট হল 760mm। বাইকটির হুইলবেজ এবং গ্রাঊন্ড ক্লিয়ারেন্স বলতে গেলে 1260mm এবং 185mm। বাইকটির পরিমাপ অনুসারে আকারে বেশ বড় এবং বাইকটির ভাল কন্ট্রোলিং এর জন্য ওজনটা একটু বেশী, ১২১কেজি। বাইকটির চমৎকার একটি দিক হল বাইকটি যথেষ্ট ওজন নিতে সক্ষম। বাইকটি ইঞ্জিনের উপর কোন প্রকার চাপ ছাড়াই ১৬০ কেজির মত ওজন নিতে সক্ষম। আরেকটি চমৎকার দিক হল বাইকটি ১৬ লিটার ফুয়েল ধারন করতে পারে যা অভাবনীয়।





keeway-rks-100-v3-engine

ইঞ্জিন
ইঞ্জিন বাইকের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা রাইডার চায় যে তার বাইকের ইঞ্জিন সব সময় চাল হোক। ১০০ সিসির কমিউটার বাইক হিসেবে এই বাইকটির ইঞ্জিন হচ্ছে৯ ৯.৭ সিসি এয়ার কুলড ইঞ্জিন সাথে ৪ স্ট্রোক, সিংগেল সিলিন্ডার, দুইটা ভাল্ভ। এই ইঞ্জিন অনায়াসে ম্যাক্স পাওয়ার 5.5 KW @7500 RMP এবং ম্যাক্স টর্ক 7.6 Nm তৈরি করতে পারে। বাইকটির ইঞ্জিনের ইগনিশন সিস্টেম CDI এবং ৪ টা ট্রান্সমিশন গিয়ার রয়েছে।ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক এবং কিক স্টার্ট অপশন রয়েছে।

RKS 100 এই বাইকটির ইঞ্জিনে নতুন একটি ফিচার যোগ করা হয়েছে এবং সেটি হল TPS (Throttle position sensor). TPS হচ্ছে একটি সেন্সর যেটা ইঞ্জিন ইগ্নিশনের ভেতরে ব্যবহৃত হয়েছে যেটা হতে পারে ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন বা কারবুরেটর। এই সেন্সরের প্রধান কাজ হল থ্রটলের পজিশনকে সর্বদা মনিটরিং করা এবং এর অবস্থান বাটারফ্লাই ভাল্ভের সাথে । বাটার ফ্লাই ভাল্ভ হচ্ছে এমন একটি ভাল্ভ যেটা ডায়ামিটারের পাইপ জুড়ে প্রবাহকে নিয়ন্ত্রন করে । এখানে একটি কানেক্টর রয়েছে যেটা ইঞ্জিন কন্ট্রোল ইউনিট থেকে সরাসরি TPS sensor চলে আসে । Throttle position sensor লক্ষ্য রাখে যে ঠিক মতে সেটি ইঞ্জিন কন্ট্রোল ইউনিটে কাজ করছে কি না। TPS থ্রটলের পজিশন নিশ্চিত করে ইঞ্জিনে ফুয়েল এবং বাতাসের পরিমাণ পরিমাপ করে সঠিক পরিমাণে বাতাস এবং ফুয়েলের মিশ্রণ নির্ণয় করে। এক কথায় বলা যায় যে এই সেন্সরটি বাতাস এবং ফুয়েল নির্ণয় করার একটি সেন্সর হিসেবে পরিচিত । এটি অসাধারণ একটি ফিচার এবং এই ফিচারটি বাইকের ইঞ্জিনের ভাল পারফরমেন্স এবং বেশী স্পীড দিতে সহায়ক হবে।






keeway-rks-100-v3-front-handle

মিটার কনসোল এবং হ্যান্ডেলবার
বাইকটির মিটার কনসোল এর কথা বলতে গেলে ডিজিটাল এবং এনালগ মিটার দুটোই ব্যবহার ব্যবহার করা হয়েছে। এই মিটার কনসোলে রয়েছে মাইলেজ ইন্ডিকেটর,গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ মিটার, ওডো মিটার,আর পি এম ইন্ডিকেটর।১০০ সিসি বাইক হিসেবে বাইকটির মিটার কনসোলে আপডেট কিছু ফিচার ব্যবহার করা হয়েছে যেগুলো অন্যান্য ১০০ সিসির বাইকগুলোতে কম দেখা যায়। হ্যান্ডেলবারে প্রয়োজনীয় সব ইলেকট্রিক্যাল ফিচার রয়েছে যেটা একজন রাইডারের খুবই প্রয়োজনীয়। বাইকটির ইলেকট্রিক্যাল দিকে রয়েছে 12V এর ব্যটারী, LED টেল এবং টার্ন লাইট,পাওয়ারফুল হেডল্যাম্প,পাস লাইট, ইঞ্জিন কিল সুইচ এবং হাইবিম লোবিম অপশন।






keeway-rks-100-v3-rear-tire

টায়ার
Keeway RKS 100 v3 বাইকটিতে উভয়দিকে এলয় রিম রয়েছে যেটা দেখতে বেশ মার্জিত। টায়রের কোয়ালিটি বেশ ভাল এবং এগুলো টিউব টায়ার, সামনে রয়েছে ৯০/৯০-১৭ এবং পেছনে ১১০/৮০-১৭। বর্তমান সময়ে অনেক রাইডার মোটা চাকার বাইক খুজে তবে ১০০ সিসি বাইক হিসেবে এই বাইকটির চাকার গ্রিপ বেশ ভাল। Keeway RKS 100 v3 বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।






keeway-rks-100-v3-front-suspension

সাসপেনশন এবং ব্রেকিং
মোটরসাইকেলের সেফটি নিশ্চিত করে সাসপেনশন এবং ব্রেকিং এই দুইটা দিক। তাই সকলেই চায় যে তার বাইকের এই দুইটা দিক যেন ভাল হয়। ১০০ সিসির এই বাইকটিতে সামনের দিকে টেলিস্কোপ ফ্রক এবং পেছনের দিকে টুইন শক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। অন্যান্য ১০০ সিসি বাইকের থেকে এই পেছনের সাসপেনশন দেখতে আলাদা। ব্রেকিং নিয়ে বলতে গেলে বাইকটি তে ডিস্ক এবং ড্রাম উভয়ই ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সামনের দিকে 230mm ডিস্ক ব্রেক এবং পেছনের দিকে 130mm ড্রাম ব্রেক রয়েছে।

শেষকথা
প্রত্যেকটি মেকানিক্যাল জিনিসের কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু তার পারফরমেন্স ভাল হলে খারাপ দিক ভুলে যাওয়া যায়। তাই সবশেষে বলা যায় যে Keeway RKS 100 v3 বাইকটির ডিজাইন এবং ফিচারে সুন্দর কম্বিনেশন রয়েছে। বাইকের লুকস, ডিজাইন এবং ফিচার সব মিলিয়ে অন্যান্য ১০০ সিসির কমিউটার বাইকের থেকে এক ধাপ এগিয়ে। আশা করা যায় বাইকটির পারফরমেন্স পূর্বের বাইকগুলোর থেকে অনেক ভাল হবে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 63
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Keeway RKS 100 v3

কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - আবিদ হাসান
2020-02-19

১০০ সিসি সেগমেন্টের মধ্যে আমার কাছে সবচেয়ে দেখতে সুন্দর ও স্টাইলিশ বাইক বলে মনে হয়েছে কিওয়ে আরকেএস ১০০ ভার্সন ৩ ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ ফার্ষ্ট রাইড - জাহিদ হাসান
2020-01-29

একটি বাইকের প্রথম আকর্ষণীয় বিষয় হচ্ছে সে বাইকের ডিজাইন। যে বাইকটি ডিজাইনের দিক দিয়ে সেরা সেটি নিঃসন্দেহে যে কো...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - রাসেল
2020-01-13

১৫০ সিসি বাইকের চাহিদা মিটিয়েছে ১০০ সিসির কিওয়ে আরকেএস ভার্সন ৩। জী হ্যাঁ আমার কাছে এটাই মনে হয়েছে কারণ আমি যখন ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - সৌরভ খান
2020-01-12

আমি সৌরভ খান বর্তমানে ব্যবহার করছি কিওয়ে আরকেএস ভার্সন ৩ । এই বাইকটি আমার কাছে খুব ভালো লাগছে এখন তবে সবচেয়ে বেশ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - সাইফুল ইসলাম
2019-10-03

আমার মোটরসাইকেল এর নাম কিউওয়ে আরকেএস ১০০ সিসি ভি ৩। এই মোটরসাইকেলটির লুক চমৎকার এবং এটি বেশ আকর্ষণীয়। এর গ্রাফি...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - আলী ইমাম
2019-08-20

আমি আলী ইমাম বর্তমানে পড়াশোনা করছি। আমি এখন ব্যবহার করছি কিওয়ে আরকেএস ১০০ ভার্সন ৩। এই বাইকটি কেনার আগে আমি প্রা...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - মোশাররফ হোসেন
2019-04-10

আমার ব্যবসায়ীক কাজে যাতায়াতের জন্য কিওয়ে আর কে এস ১০০ সিসির মোটরসাইকেলটি । আমি ৫ মাস বাইকটি চালিয়ে প্রায় ৩০০০ কি...

Bangla English
নজরকাড়া স্মার্ট ডিজাইন – কিওয়ে আরকেএস ১০০ ভি৩ ব্যবহারকারী রাশেদ খান
2018-05-31

পত্রের শুরুতে সবাই আমার অন্তরের অন্তস্থল এর ফরমালিন মুক্ত ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - ইনজামামুল হক
2018-04-03

খুব ছোট বেলা থেকেই আমার বাইকের উপর চরম নেশা। একটু সুযোগ পেলাই বাবার বাইক নিয়ে বের হয়ে যেতাম আর সেই থেকেই আমার বা...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - মো: ফরহাদ
2018-01-22

নিজের টাকায় কোনো জিনিস কেনার মজাই আলাদা। এই বিষয়টা আগে বুঝতাম না কিন্তু যখন থেকে আল্লাহ্‌র রহমতে নিজে প্রাইভেট...

Bangla English
যে ৫টি কারনে কিওয়ে আরকেএস ১০০ ভি৩ কিনবেন
2018-01-18

কিওয়ে বাংলাদেশে ধীরে ধীরে খুব ভালো পজিশন ধরে নিচ্ছে। জাপান ও ইন্ডিয়ান ব্র্যান্ড গুলোর পাশাপাশি কিওয়ে চেষ্টা ক...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - শাহরুখ আলম চয়েস
2017-10-28

RKS 100V3 বাইকটি ২৭ জুলাই, ২০১৭ তে কিনি । আজ ৩ মাস পূরণ হলো এবং আমি মনে করি এখন সময় হয়েছে বাইকটির রিভিউ দেওয়ার।আমি এই ৩ ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - দিবাকর সাহা দীপ
2017-10-24

আমি দিবাকর সাহা দীপ। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে আমি ব্যবহার করছি কিওয়ে আর কে এস ভার্সন ৩ এই বাই...

Bangla English
2017-07-21

জাপানী এবং ইন্ডিয়ান মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানীর পাশাপাশি অন্যান্য মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি...

Bangla English
2017-07-21
Filter