বর্তমানে ইন্ডিয়ান এবং জাপানিজ ব্রান্ডের পাশাপাশি অন্যান্য মোটরসাইকেল ব্র্যান্ডগুলো মার্কেটে বেশ ভাল অবস্থান তৈরি করছে পাশাপাশি তারা কম মুল্যে গ্রাহকদের আধুনিক ফিচার সমৃদ্ধ বাইক সরবরাহ করছে। যাদের মধ্যে KEEWAY বাংলাদেশের লোকাল মার্কেটে বেশ ভাল জায়গা করে নিয়েছে। তাদের কিছু কোয়ালিটি প্রডাক্ট রয়েছে যেগুলো সাধারণ যে কোন মানুষের নজর কাড়বে।ইউরোপিয়ান এই ব্র্যান্ডটি বাংলাদেশের গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন ক্যাটাগরি ও ডিজাইনের বাইক মার্কেটে নিয়ে এসেছে এবং বেশ ভাল সাড়া পাচ্ছে। বাংলাদেশে তাদের একমাত্র পরিবেশক স্পীডোজ লিমিটেড এর মাধ্যমে তারা এই দেশে তাদের বাইক নিয়ে আসে। তাদের অবস্থান আরও মজবুত করার জন্য নিয়ে এসেছে KEEWAY RKS 150 SPORTS CBS। বাইকটিতে রয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম, ডাবল ডিস্ক ব্রেক, নতুন গ্রাফিক্স, ইউ এস বি চার্জার পোর্ট এবং আরও অনেক আধুনিক ফিচার । চলুন দেখে নেওয়া যাক বাইকটিতে আরও নতুন নতুন কি কি ফিচার রয়েছে।
ডিজাইন
KEEWAY RKS 150 SPORTS CBS বাইকটিতে রয়েছে অসাধারন নজরকাড়া ডিজাইন।অন্যান্য স্টাইলিস ১৫০ সিসি সেগমেন্টের মতো এই বাইকটিতে বেশ স্টাইলিশ লুক রয়েছে। পাশাপাশি আগের মডেলের থেকে এর ফুয়েল ট্যাংকারটিতে নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে যেটা একজন গ্রাহকের প্রথমেই নজর কাড়বে। এছাড়াও নতুন ডিজাইনের এলয় রিম, এলিডি ইন্ডিকেটর, সিবিএস ব্রেকিং সব মিলিয়ে পরিপূর্ণ একটি বাইক করা হয়েছে। এই নতুন কিছু ফিচার থাকার ফলে আগের মডেলের তুলনায় নতুন মডেল খুব সহজেই আলাদা করা যায়। বলে রাখা ভাল যে তাদের এই বাইকটি ডিজাইন করেছে ইটালিয়ান ব্র্যান্ড বেনিলি।
ডাইমেনশন
বাইকের ভাল কন্ট্রোলিং, রাইডিং এসব কিছু নির্ভর করে ডাইমেনশনের উপর। KEEWAY RKS 150 SPORTS CBS এই বাইকটিতে ডিজাইন এবং ডাইমেনশনের চমৎকার কম্বিনেশন রয়েছে যার ফলে ভাল কন্ট্রোলিং এর পাশাপাশি নজরকাড়া ডিজাইন এনে দিয়েছে। বাইকটির ডাইমেনশন রয়েছে লম্বায় ২০৯০মিমি, চওড়ায় ৭৯০ মিমি এবং উচ্চতায় ১০৯০মিমি। অপরদিকে হুইলবেজ ১৩৫০মিমি , গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি এবং সিট হাইট ৭৬০ মিমি রয়েছে। বাইকটির ওজন রয়েছে প্রায় ১৩৫ কেজি। এরকম ওজন বাইকটি ভাল কন্ট্রোলিং দিতে সহায়ক হবে।ডাইমেনশনের দিক দিয়ে বলতে গেলে আগের মডেলের তুলনায় নতুন মডেলে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়।
ইঞ্জিন
প্রত্যেক গ্রাহকগন চান যে তার বাইকের ইঞ্জিনটা অন্তত ভাল হোক তাই ইঞ্জিন বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কীওয়ে চেষ্টা করেছে ভাল ডিজাইনের পাশাপাশি ভাল ইঞ্জিন সরবরাহ করতে। ১৫০ সিসির এই স্পোর্টস বাইকের ইঞ্জিনে রয়েছে ১৪৮ সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক , ২ ভাল্ভ ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার ১০.৩@ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১৩@৬৫০০ আরপিএম দিতে সক্ষম। অন্যদিকে ইঞ্জিনের কমপ্রেশান রেশিও ৯:২৭:১ রয়েছে। এছাড়াও ৫ স্মুথ ট্রান্সমিশন গিয়ার বক্সের সাথে রয়েছে ইলেকট্রিক ও কিক স্টার্ট অপশন। ইঞ্জিনের ক্ষেত্রে আগের মডেলের তুলনায় ম্যাক্স পাওয়ার এবং টর্ক বৃদ্ধি করা হয়েছে।
ইলেক্ট্রিক্যাল এবং মিটার প্যানেল
ইলেক্ট্রিক্যাল দিক বলতে গেলে আগের মডেলের তুলনায় কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে । ইলেক্ট্রিক্যাল দিকে রয়েছে ১২ ভোল্ট ৭ এম্পায়ার ব্যাটারী, হ্যালোজিন হেড ল্যাম্প, নতুন এলিডি ইন্ডিকেটর, ইউ এস বি চার্জার পোর্ট, ইঞ্জিন কিল সুইচ, পাস সুইচ ইত্যাদি। অন্যদিকে মিটার প্যানেল আগের মডেলের মতই রয়েছে আর পি এম ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর,স্পিডোমিটার ইত্যাদি। বাইকটি ইলেকট্রিক দিক দিয়েও বেশ আধুনিক।
টায়ার
টায়রের দিক দিয়ে আগের মডেলের তুলনায় নতুন মডেলটি আপডেটেড কারন এতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনের চাকার পরিমাপ রয়েছে ৯০/৯০-১৭ টিউবলেস টায়ার এবং পেছনের চাকায় রয়েছে ১২০/৮০-১৭ টিউবলেস টায়ার। এ ধরনের টায়ার পাংচার বা লিকেজ হলেও কম ভয় থাকে কারন লিকেজ বা পাংচার অবস্থায় বাইকটি অনেক দূর পর্যন্ত চালিয়ে নিয়ে যায়।
সাসপেনশন
KEEWAY RKS 150 SPORTS CBS বাইকিটির সামনের দিকে রয়েছে টেলিস্কোপ ফর্ক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে মনোশক সাসপেনশন। পেছনের সাসপেনশনটা আগের মডেলের তুলনায় আপডেটেড।
ব্রেকিং
ব্রেকিং এর দিক দিয়ে নতুন মডেলটিকে অনেক আধুনিক করা হয়েছে । নতুন প্রযুক্তির সিবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সিবিএস মানে হল কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম আপনি যখন সামনে বা পেছনের যে কোন একটি ব্রেক ব্যবহার করবেন তখন দুটো ব্রেক একসাথে কাজ করবে এতে করে দুর্ঘটনার ঝুকি অনেকাংশে কমে আসবে। সিবিএস প্রযুক্তির সাথে সামনে ও পেছনে দুটো চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ২৪০মিমি ডিস্ক ব্রেক এবং অপরদিকে পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে ১৯০ মিমি এর ডিস্ক ব্রেক।
শেষকথা
সব কিছু বিবেচনা করে এবং এর ফিচার পর্যবেক্ষণ করে বোঝা যায় যে বাইকটি এই পর্যন্ত বর্তমান বাজারের অনেক আপডেটেড একটি বাইক। আশা করা যায় যে চাইনিজ ব্র্যান্ড হিসেবে এই বাইকটি জাপানিজ এবং ইন্ডিয়ান ব্রান্ডগুলোর বাইকের সাথে পাল্লা দিবে। তবে দেখার বিষয় যে বাইকটি বাংলাদেশের রাস্তায় কেমন পারফরমেন্স দিচ্ছে। KEEWAY RKS 150 SPORTS CBS বাইকটি লাল, কালো এবং নীল রংএ পাওয়া যাচ্ছে।