Yamaha Banner
Search

English Version
2017-09-07

Kiden KD150-K Feature Review


kiden-kd150-k-full-body


বাংলাদেশের মত দেশে যেখানে ট্র্যাফিক এবং বহুল জনসংখ্যা একটি বড় ইস্যু সেখানে প্রত্যাহিক যোগাযোগের জন্য মোটরসাইকেল পারফেক্ট একটি বাহন। বর্তমানে অসংখ্য মোটরসাইকেল কোম্পানী আমাদের দেশে দেখা যায় এবং সেসকল কোম্পানীগুলো গ্রাহকদের বেশ ভাল সেবা দিয়ে আসছে। দিন দিন নতুন নতুন মোটরসাইকেল কোম্পানীগুলো আমাদের দেশে তাদের প্রোডাক্ট নিয়ে আসছে এবং তারা তাদের ভাল সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের মাঝে আস্থা সৃষ্টি করছে। তার মধ্যে চাইনিজ ব্র্যান্ড Kiden খুব সম্প্রতি আমাদের লোকাল মার্কেটে এসেছে। তাদের প্রোডাক্ট গুলো বেশ মানসম্পন্ন,আধুনিক ডিজাইন, স্টাইলিশ লুক,ফিচার এবং গ্রাহকদের চাহিদা অনুসারে ভাল ইঞ্জিন সরবরাহ করলে বেশ সফলতার সাথে ব্যবসা করতে পারবে বলে আশা করা যায়। তারা তাদের কিছু কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে এসেছে তাদের মধ্যে একটি হল KIDEN KD150-K. ১৫০ সিসি এই বাইকটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির এবং ভাল ফিচার সমৃদ্ধ। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাইকটিতে কি কি রয়েছে।




kiden-kd150-k-design

ডিজাইন
KD150-K বাইকটিতে রয়েছে বেশ বড় আকারের ফুয়েল ট্যাংকার রয়েছে এবং এই ট্যাংকারের ডিজাইনের ফলে বাইকটিকে দেখতে আপডেট এবং ক্রুজার শেপ এনে দিয়েছে। বাইকটিতে চোখ ধাঁধানো করার জন্য রয়েছে চমৎকার কালার কম্বিনেশন,সুন্দর ডিজাইন এবং এগ্রেসিভ স্টাইল। সামনের পরিষ্কার হেড ল্যাম্পের ফলে বাইকটিতে আরও স্পোর্টই এবং ফ্যাশানেবল করে তুলেছে। এছাড়াও সামনের হেডল্যাম্পের পজিশন ভাল হওয়ায় দেখতে চমৎকার লাগে ও রাতে সুন্দর আলো দিতে সক্ষম। বাইকটির ডিজাইন অনুসারে প্রস্তুতকারক কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটি গঠনগত দিক থেকে দেখতে অনেকটা হারলে স্কুটার এবং রেসার বাইকের মত। এই বাইকটির আরেকটি মজার বিষয় হল এই যে এর হেডল্যাম্পের অংশটা অনেকখানি জায়গা জুড়ে বেশ সুন্দর এবং কোন সিংগেল স্ক্রু নেই এটা দেখলে বোঝা যায় যে বাইকটিতে ডিজাইন একদম পরিপূর্ণ এবং মনোমুগ্ধ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।






kiden-kd150-k-fuel-tank

ডাইমেনশন
ভাল ডাইমেনশন বাইক রাইডিং এর ক্ষেত্রে বেশ সহায়ক হয় এবং এর ফলে ভাল ব্যালেন্সিং এবং কন্ট্রোলিং পাওয়া যায়। এই বাইকটির ডাইমেনশন রয়েছে লম্বায় ২০১৪মিমি, চওড়ায় ৭৫০মিমি এবং উচ্চতায় ১০৬৩মিমি । এছাড়াও রয়েছে ১২৯৬মিমি হুইলবেজ, ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সব মিলিয়ে বাইকটির ওজন প্রায় ১১৩ কেজি। এই ধরনের ডাইমেনশনের ফলে বাইকটিতে বেশ সুন্দর ফিনিশিং এবং ডিজাইন লক্ষ্য করা যায়।





kiden-kd150-k-engine

ইঞ্জিন
এই বাইকটির ইঞ্জিনে রয়েছে ১৫০ সিসি সিংগেল সিলিন্ডার, উইন্ড কুলিং সিস্টেম এবং স্পেশাল ক্যাটাগরির ইঞ্জিন। এই ইঞ্জিন ম্যাক্স পাওয়ার ১০.০ কিলোওয়াট দিয়ে ৯০০০ আরপিএম এবং ১১.৫ এন এম দিয়ে ম্যাক্স টর্ক ৭৫০০ আরপিএম প্রস্তত করতে সক্ষম। বাইকটির ইঞ্জিনে কম্প্রেশান রেশিও রয়েছে ৯:৮:১। কোম্পানীর মতানুসারে বাইকটির এক্সেলেরেশন যেকোন রাস্তায় যেমন শহরে বা হাইওয়েতে বেশ ভাল এবং তারা আরও বলেন যে বাইকটি হাই স্পীডে ভাইব্রেশন অনেক কম। স্মুথনেস এবং সাইলেন্ট রাইডিং এর ফলে রাইডার বেশ আরামের সাথে বাইকটি রাইড করতে পারবে। বাইকটির ইঞ্জিন চালু করার জন্য রয়েছে সুপার ফাস্ট মেথডের ইলেকট্রিক এবং কিক স্টার্ট অপশন।
বাইকটির ইঞ্জিনে আরও রয়েছে ৫ টি ট্রান্সমিশন গিয়ার বক্স। সব কিছু মিলিয়ে বলা যায় যে বাইকটির ইঞ্জিন বেশ আপডেটেড এবং ইঞ্জিনে আধুনিক প্রযুক্তির ছোঁয়া রয়েছে।





kiden-kd150-k-front-headlamp

ইলেকট্রিক্যাল এবং মিটার প্যানেল
বাইকটিতে প্রয়োজনীয় সকল ইলেকট্রিক ফিচার রয়েছে যেটা এর নিজস্ব ডিজাইন ও স্টাইল। KIDEN KD150-K বাইকটিতে রয়েছে নতুন আকারের হ্যালোজিন হেড ল্যাম্প এবং রয়েছে এলিডি পজিশন লাইট যেটার ভাল উজ্জলতা রয়েছে এবং পাশাপাশি বেশ টেকসইও বটে। আধুনিক প্রযুক্তির এলিডি টেল লাইট, সামনে এবং পেছনে এলিডি টার্ন লাইট, ১২ ভোল্টের মেইন্টেনেন্স ফ্রি ব্যাটারী এই বাইকটির সাথে সংযুক্ত রয়েছে। অন্যদিকে বাইকটির মিটার প্যানেলে রয়েছে স্পিডোমিটার,আরপিএম ইন্ডিকেটর, লো-ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর ইত্যাদি রয়েছে।

kiden-kd150-k-rearlamp






kiden-kd150-k-front-tire-wheel-brake-suspension

টায়ার এবং সাসপেনশন
কম বেশী প্রত্যেকটি মোটরসাইকেলে প্রস্তুতকারকরা চেষ্টা করে ভাল মানের সাসপেনশন এবং টায়ার তাদের বাইকে দেওয়ার এবং একইভাবে কিডেন ভাল টায়ার এবং সাসপেনশন তাদের এই বাইকের সাথে সরবরাহ করার চেষ্টা করেছে। KIDEN KD150-K বাইকটির দুই দিকের চাকায় রয়েছে CST টায়ার এবং উভয় দিকেই ১৭ ইঞ্চির সামনে এবং পেছনে ডিপ গিয়ার টায়ার রয়েছে যেটা খারাপ রোড কন্ডিশনে রাস্তার সাথে আকড়ে ধরে থাকবে। উভয় চাকা ভ্যাকুয়াম টাইপ টায়ার এবং এটা স্থাপন করা হয়েছে হাই টেনশীল স্টীল ফ্রেমের সাথে।

অন্যদিকে ভাল কম্ফোরট এবং রাইডিং পারফরমেন্সের জন্য রয়েছে ডাবল কাট টাইপ শক এবসরবার। বাইকটির সামনের দিকে রয়েছে টেলিস্কোপ সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে টুয়িন শক সাসপেনশন। সামনের চাকার সাথে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনের চাকার সাথে রয়েছে ড্রাম ব্রেক যেটা সাধারনত অন্যান্য ১৫০ সিসির বেশিরভাগ বাইকে লক্ষ্য করা যায়।




kiden-kd150-k-seat

বাইকটিতে কিছু নতুন নতুন আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে সেগুলো হল
- বড় আকারের ডিজাইনকৃত ফুয়েল ট্যাংকার
- ইউনিক হেডল্যাম্প ডিজাইন এবং মাল্টিস্টেপ এলইডি রেয়ার টেল ল্যাম্প
- কুশন এবং হেডল্যাম্পের সুন্দর কম্বিনেশন
- CST টায়ার এবং সামনে এবং পেছনে বেশ বড় সাইজের শক এবযরবার
- চমৎকার পাওয়ার , নিশ্চিতে রাইড করা যায়
- TYS হাই পারফরমেন্স ব্যালেন্স শিফট ইঞ্জিন
- তেল স্পালাই এর জন্য দুটি লাইন ও কুইক লুব্রিকেশন
- স্মুথ গিয়ার শিফটিং


kiden-kd150-k-top-view



শেষকথা
বাইকটির সকল ফিচার পর্যবেক্ষণ করে বলা যেতে পারে যে Kiden KD150-K ১৫০ সিসির এই বাইকটি সম্পূর্ণ আধুনিক এবং বেশ ভাল ডিজাইন সমৃদ্ধ একটি বাইক। আশা করা যায় যে প্রস্তুতকারকেরা যেভাবে এর পারফরমেন্স নিয়ে দাবি করছে ঠিক সেইভাবেই পারফরমেন্স দিতে সক্ষম এবং এটা যদি ভাল পারফরমেন্স দিতে সক্ষম হয় তাহলে এটি ১৫০ সিসি বাইকের বাজারে বেশ ভাল প্রভাব ফেলবে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 10
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Kiden KD150 K

2017-09-07

বাংলাদেশের মত দেশে যেখানে ট্র্যাফিক এবং বহুল জনসংখ্যা একটি বড় ইস্যু সেখানে প্রত্যাহিক যোগাযোগের জন্য মোটরসাই...

Bangla English
2017-09-07
Filter