Yamaha Banner
Search

Lifan Blink 125 ফিচার রিভিউ

English Version
2021-11-04

Lifan Blink 125 ফিচার রিভিউ

lifan-blink-125-feature-review.jpg
চাইনিজ মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে লিফানকে বাংলাদেশে অনেকটাই গ্রহনযোগ্যতা দেয়া হয়েছে। তারা বেশ কিছু মডেল নিয়ে এসেছে যা সত্যিই বেশ ভাল এবং এখনও আমাদের লোকাল মার্কেটে প্রভাব ফেলছে। লিফানের কাছে ভালো মানের স্কুটারের কিছুটা অভাব ছিল। মানুষ একইসাথে স্কুটারকেও অগ্রাধিকার দিচ্ছে বর্তমানে। সেই জায়গা থেকে লিফানও এখন থেমে নেই,  ট্র্যাকে ফিরে এসেছে। লিফান ব্যবহারকারীর সন্তুষ্টির জন্য বিভিন্ন ধরনের স্কুটার বাজারে নিয়ে এসেছে লিফান, এবং লিফান কেপিভি ১৫০ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। পরবর্তীতে আমাদের জন্য আনা হয়েছে Lifan Blink 125। দেখতে ঠান্ডা কিন্তু বেশ শক্তিশালী ব্লিঙ্ক ব্যবহারকারীদের জন্য পর্যাপ্ত হবে বলে লিফানের দাবি। ব্লিঙ্ক 125 এর জন্য লিফান যে ডিজাইন এবং বডি গ্রাফিক্স দিয়েছে তাতে স্টাইল এবং নমনীয় রুপ দেখা যায়।  অন্যদিকে, ১২৫ সিসি স্কুটার হিসেবে এটি চমৎকার ফিচারে পরিপূর্ণ। তাহলে চলুন  Blink 125  আমাদের জন্য নতুন কি কি ফিচার নিয়ে এসেছে তা সম্পর্কে জেনে ফেলি।  

ডিজাইন এবং লুকঃ  

Design-and-looks-1636009011.jpg
নতুন Lifan Blink 125 হল Lifan Scooter Venture-এর আরেকটি নতুন অ্যাড-অন। কালার গ্রাফিক্স এবং বডি ডিজাইন বেশ বিনয়ী তবে আকর্ষনীয়। দেখে মনে হচ্ছে, যারা প্রতিদিন যাতায়াতের জন্য একটি সাধারণ স্কুটার চান এবং স্কুটার রাইড পচ্ছন্দ করেন তাদের জন্য  নিশ্চিতভাবে এই স্কুটার বেশ ভাল হবে।  স্পোর্টস না হলেও ডিজাইন ও কালার গ্রাফিক্স আধুনিক ট্রেন্ডের ছোয়া দিবে। এটিতে স্টাইলিশ ফ্রন্ট শার্প লুক রয়েছে যা সামনের অংশে চওড়া এবং তীক্ষ্ণ হেডল্যাম্প এর সাথে মিলিত হিয়ে বেশ আকর্ষনীয় হয়েছে। ব্ল্যাক কালারের এর সাথে এজি সাইড প্যানেল এবং কালারফুল ডিকেলস এই ব্লিঙ্ক ১২৫ কে ভালো আকর্ষণ দেয়। কার্ভি কিন্তু আরামদায়ক সিট এবং ফ্যাটি রেয়ার সেকশন এই স্কুটারের রেয়ার এবং সাইড ভিউ কে চমৎকার আবেদন এনে দিয়েছে। উভয় পাশে বড় আকারের অ্যালয় এবং পিছনের অংশে চকচকে ডিকেলস স্কুটারটিকে এক নজরে দেখার বিষয় করে তুলেছে। সামগ্রিক বডি ডিজাইনের কারনে এই স্কুটারটিকে কিছুটা সাধারণ কিন্তু নজরকাড়া বলে মনে হয় এর গ্রাফিক্সের কারনে। এছাড়া ইঞ্জিন সীটের নিচে থাকার কারনে রাইডারের জন্য পা রাখার জায়গা অনেকটা বেড়ে যায়।  এবং স্কুটারটিকে আরামদায়ক করে তোলে।

বডি ডাইমেনশনঃ

Body-dimension-1636009045.jpg
Lifan Blink 125 এ রয়েছে ৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক।  এটিতে পাতলা কিন্তু আরামদায়ক রাইডার সিট রয়েছে, যা পিছনের অংশের ডিজাইনের সাথে ভালভাবে মিলে যায়। এই স্কুটারটি কম উচ্চতার বায়বহারকারীদের জন্য আদর্শ, কারণ স্যাডেল উচ্চতা ৭৫৮ মিমি মাত্র। Blink 125 এর মাঝারি পরিমাণ ১৪৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, যার কারণে স্কুটারটি বিভিন্ন বাধার সম্মুখিন হতে পারে। দৈর্ঘ্য ১৮৯০ মিমি, প্রস্থ ৬৬৫ মিমি এবং ব্লিঙ্ক ১২৫ এর উচ্চতা যথাক্রমে ১০৮০ মিমি। স্কুটারটির হুইলবেস হল ১২৬৫ মিমি, যা স্মুথ রাইডিং এর জন্য উপযুক্ত। এই স্কুটারটির ওজন খুব হালকা ১০৭ কেজি; একটি স্কুটার হিসাবে এই ধরনের ওজন উপযুক্ত, সম্পুর্ন স্কুটারটি  সিঙ্গেল ক্রেডল ফ্রেমের উপর স্থাপন করা হয়।

ইঞ্জিন এবং ট্রান্সমিশনঃ

Engine-and-Transmission-1636009140.jpg
Lifan Blink 125 সিঙ্গেল-সিলিন্ডার, ফোর্সড এয়ার-কুলড, ফোর-স্ট্রোক ১২৪.৬ সিসি ইঞ্জিন নিয়ে বাজারে এসেছে।  ইঞ্জিনটি 6.5@7500rpm সর্বোচ্চ শক্তি এবং 8.5@6500rpm সর্বোচ্চ টর্ক প্রদান করতে পারে।  Blink 125 গিরার ট্রান্সমিশন সিস্টেম অটোমেটেড। এই স্কুটার চালানোর সময় কোনও গিয়ার শিফটিং করতে হবে না।  কোম্পানির মতে এই স্কুটারটি সহজেই 88 KM/H গতিতে পৌঁছাতে পারে। সেই সাথে তাদের দাবি যে এই স্কুটারটি প্রায় 48 KM/L এর কাছাকাছি মাইলেজ প্রদান করবে। ইঞ্জিন স্টার্ট  করতে ইলেকট্রিক্যাল এবং কিক স্টার্টিং উভয় অপশন থাকছে এখানে।

ব্রেক, এবং টায়ারঃ

Brakes-and-tires-1636009180.jpg
Lifan Blink 125 এ স্ট্যান্ডার্ড হিসাবে ডিস্ক এবং ড্রাম ব্রেক সেটআপ থাকছে। সামনের চাকাতে ডিস্ক এবং পিছনের অংশে থাকছে ড্রাম ব্রেকের ব্যাবহার। স্কুটারের ক্ষেত্রে খুবই আনন্দদায়ক এবং ভাল ফিচার। ব্লিঙ্কের ডিস্ক এবং ড্রাম সেটআপ নিশ্চিতভাবেই এই স্কুটারের ব্রেকিং ক্ষমতাকে বাড়িয়ে দেবে। ABS বা CBS ব্রেকিং ভেরিয়েন্ট এখনও বাজারে দেখা যায়নি।  

আমরা যদি লিফান Lifan Blink 125 এর টায়ার সেকশনের দিকে তাকাই, এতে বড় আকারের টায়ার রয়েছে, যেগুলো অ্যালয় হুইলের ওপরে অবস্থিত হয়েছে। সামনের টায়ার হল 80/90-14, এবং পিছনের টায়ার হল 90/90-14, দুটি টায়ারই বেশ ভাল কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সাসপেনশন:

Suspensions-1636009246.jpg
Lifan Blink 125-এ রেগুলার টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন-শকের সমন্বয় রয়েছে। বাইকের সামনের সাসপেনশনটি কার্যকরভাবে পারফর্ম করবে বলে আশা করা যায়, কারণ এটি অফ-রোড টিউন্ড। অন্যদিকে, সিটি রাইডিংয়ের সময় পিছনের টুইন-শক থাকছে সাপোর্ট হিসেবে।

মিটার ক্লাস্টার:

Meter-cluster-1636009324.jpg
Lifan Blink 125 এর জন্য ডিজিটাল মিটার ক্লাস্টার স্থাপন করা হয়েছে। মিটার ক্লাস্টারটি স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গেজ, RPM কাউন্টার এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচারগুলো দেখাবে। যাবতীয় ইলেক্ট্রিকাল আলো বাল্ব টাইপের এবং সূচকের চিহ্নগুলি মিটার ক্লাস্টারের ভিতরে দৃশ্যমান হবে৷

শেষকথাঃ

Outcome-1636009365.jpg
ফিচার অনুযায়ী Lifan blink 125 স্কুটারটি শহরে রাইডের জন্য একটি ভাল এবং মাঝারি স্কুটার ধরে নেয়া যায়।  যদিও কিছুটা জায়গা রয়েছে এই স্কুটারে যেখানে আমরা আরো ভাল ফিচার আশা করে থাকি। যাইহোক, সবমিলিয়ে এই স্কুটারের ফিচারস এবং লিফানের পূর্ববর্তী রেকর্ড বিবেচনা করে এই স্কুটারটিকে একটি পারফর্মার বলে ধরে নেওয়া যেতে পারে। এখন ব্যবহারকারীর মতামত বাকি সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত, এই স্কুটারটির বাজারে শুধুমাত্র একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, Lifan এর কাছে আরও কয়েকটি কালার আশা করা যেতেই পারে।



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Lifan Blink 125

Lifan Blink 125 ফিচার রিভিউ
2021-11-04

চাইনিজ মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে লিফানকে বাংলাদেশে অনেকটাই গ্রহনযোগ্যতা দেয়া হয়েছে। তার...

Bangla English
Filter