আমি মোঃ মোশাররফ আলী পেশায় ব্যবসায়ী। ব্যবসায়িক বিভিন্ন কাজ দেখাশুনা করার জন্য এবং আমার যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করার জন্য মোটরসাইকেলের প্রয়োজন খুব অনুভব করতাম। আমাকে বিভিন্ন জায়গায় যাতায়াত করা লাগে এবং শুধুমাত্র পাবলিক যোগাযোগ ব্যবস্থা দিয়ে আমি আমার সময়মত গন্তব্যে পৌঁছাতে পারি না। অনেক দিনের ইচ্ছা ছিলো যে নিজের একটা বাইক থাকবে এবং বাইক কেনার জন্য বিভিন্ন মানুষের কাছে পরামর্শ নিতে থাকি। আমি যেহেতু গ্রামে বসবাস করি তাই সবাই সুপারিশ করলো যে ১০০ সিসি বাইক কিনতে কারণ গ্রামের রাস্তায় ১৫০ সিসির বাইক নিয়ে চলাচল করা একটু মুশকিল হয়ে যায়। আমার দরকার ভালো মাইলেজ সমৃদ্ধ একটা বাইক যেটা কিনলে তেল নিয়ে তেমন দুশ্চিন্তা থাকবে না। অনেক খুঁজাখুঁজির পর আমি খুঁজে পেলাম লিফান গ্লিট ১০০ কে। বাইকটি ডিজাইন দেখে প্রথম দেখাতেই অনেক ভালো লেগে যায় এবং আমি বিগত ১ বছর যাবত লিফান গ্লিন্ট নিয়ে আমার ব্যবসায়িক কাজসহ বিভিন্ন কাজ পরিচালনা করে আসছি। আজ আমি আমার ১ বছরের লিফান গ্লিন্ট ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করবো।
আমি প্রথমেই বলেছি যে ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং আমি প্রথম দর্শনেই বাইকটিকে আপন করে নিই। ১০০ সিসি বাইক হিসেবে ডিজাইনটা অনেক ভালো রয়েছে এবং ডিজাইনের পাশপাশি আমার কাছে বিল্ড কোয়ালিটিও খুব মজবুত মনে হয়েছে। এখন আমি খুব সহজেই আমার লিফান গ্লিট নিয়ে যাতায়াত করতে পারি।
বাইক রাইড করার সময় আশা করি আপনারা সবাই অনুভুব করে থাকেন যে চালিয়ে আপনি কেমন আরাম পাচ্ছেন। আমি আমার লিফান গ্লিন্ট চালিয়ে অনেক আরাম পাচ্ছি কারণ এর সিটিং পজিশন ও হ্যান্ডেলবারের কম্বিনেশন অনেক সুন্দর যা আমাকে আরাম এনে দেয়। আমি আরও লক্ষ্য করেছি যে হ্যান্ডেলের সাথে যে সুইচগুলো রয়েছে সেগুলো অনেক ভালো কাজ করে এবং আমি অন্ধকার রাস্তায় হেডল্যাম্প থেকে অনেক বেশি পরিমাণে আলো পাই।
বাইকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর কন্ট্রোল। আমার বাইকে আমি অনেক ভালো কন্ট্রোল পাচ্ছি। বেশি স্পীডে উঠলে খুব কম ভাইব্রেশন করে , ব্রেকিং সিস্টেম সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম যার ফলে অনেক সুন্দর ব্রেকি পাই এবং সাসপেনশনগুলো আমাকে অনেক কম ঝাঁকুনি এনে দেয়। এদিকে টায়ারের গ্রিপ যথেষ্ট ভালো ও উন্নতমানের যা ব্রেক করলেও স্লিপ খায় না।
ইঞ্জিনের পারফরমেন্স আমি অনেক ভালো পাচ্ছি। এই ১ বছরে ইঞ্জিনের তেমন কোন সমস্যা খুঁজে পাই নি এবং ইঞ্জিনের ভালো পারফরমেন্সের পাশাপাশি আমি এখন মাইলেজ পাচ্ছি লিটারে প্রায় ৬০ কিমি। আমি ব্যাক্তিগতভাবে মনে করি যে ১০০ সিসি বাইক হিসেবে মাইলেজটা অনেক ভাল।
আমি তাদের সার্ভিস পয়েন্টে গিয়েছি এবং তাদের আচরণ,ঠিক করার মান সত্যিই অনেক প্রশংসনীয়। তাদের কাছ থেকে আমি অনেক ভালো সার্ভিস পাচ্ছি।
ভালো দিক
-দেখতে সুন্দর
-মাইলেজ বেশি
-চালিয়ে আরাম
-ব্রেকিং সিস্টেম অনেক ভালো
মন্দ দিক
-সেল্ফ স্টার্ট নাই
আমি এই ১ বছরে বাইকটির খারাপ কোন দিক খুঁজে পাই নি এবং আমার কাছে এর বাজারমুল্য সঠিক মনে হয়েছে কারণ অন্যান্য বাইকের তুলনায় এর দামটা তুলনামুলক কমই আছে। তাই যারা কোয়ালিটি, পারফরমেন্স বিবেচনায় এই বাইকটি কিনতে চান তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে – আমি ব্যবহার করে অনেক মজা পাচ্ছি তাই আশা করি আপনারও অনেক ঝামেলামুক্ত থাকবেন।