বর্তমান সময়ে বিভিন্ন সেগমেন্টের হাই সিসি বাইক বাজারে পাওয়া গেলেও অনেক দিন ধরে ভাবছিলাম হাই সিসির বাইক ক্রয় করবো । তাই Lifan Kpt 4v পছন্দের একটি বাইক তুলনামুলক বাজেটের মধ্যে ছিলো, তাই দেরি না করে রাজশাহী শহরে লিফানের একটি মাত্র শোরুম থেকে বাইক ক্রয় করে ফেললাম। Lifan Kpt 4v বাইক ক্রয় করার পর দেড় মাসে ১২০০ কিলোমিটার এর অভিজ্ঞতা ভালো মন্দ দিকগুলা নিয়ে আলোচনা করবো।
বাইকের ভালো দিকঃ
● বাইক রাইড করে অনেক ভালো লাগে আনন্দ সাথে রাইড করা যায়।
● Lifan Kpt 4v রাইড করতে করতে খুব দ্রততার সাথে স্পীড তোলা যায় এবং খুব সহজে অভারটেক করা যায়।
● এই Lifan Kpt 4v অন্যান্য বাইকের মত হিটিং সমস্যা নেই খুব কম হিট হয়। ইঞ্জিন অনেক ভালো মানের।
● Lifan Kpt 4v এর লুক্স দুর্দান্ত যা আমার নজর কেড়েছে আশা করি যারা দেখেছে তাদের নজর কাড়বে।
● বাইকের হ্যান্ডেল যথেষ্ট ভালো যার ফলে কন্ট্রোল খুব ভালো ভাবে করা যায়।
Lifan Kpt 4v বাইকের মন্দ দিকঃ
● মন্দ দিকের মধ্যে ব্রেকিং সিস্টেম আমার কাছে ভালো লাগেনি পিছনের ব্রেক ভালো মনে হয়নি।
● হেডল্যাম্পের আলো অনেক কম মনে হয়েছে হাইওয়েতে রাইড করার সময় আলো কম মনে হয় আমার কাছে।
● যেহেতু আমি রাজশাহী সিটিতে বসবাস করি। এইখানে লিফনের কোন সার্ভিসিং সেন্টার নাই, তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রাজশাহী সিটিতে লিফানের সার্ভিসিং সেন্টার দেয়ার জন্য যার ফলে রাইডারদের অনেক সুবিধা এবং আশে পাশে সিটির রাইডাররা খুব সহজে সার্ভিস নিতে পারে।
সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বাইকটি ভালো মানের মনে হয়েছে বাজেটের মধ্যে যারা ক্রয় করতে চান ক্রয় করতে পারেন Lifan Kpt 4v । আশা করি আমার স্বল্প সময়ে অভিজ্ঞতা আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।