নেকেড স্পোর্টস বাইক বর্তমানে অনেকবেশি পপুলার, এর কারন হিসিবে ব্যবহারকারীদের জন্য থাকে এই বাইকগুলোর বৈশিষ্ট্য, ইউজারফ্রেন্ডলি ব্যাবহার এবং অভারঅল পারফর্মেন্স। বিভিন্ন ব্র্যান্ড এখন শুধু স্পোর্টস ফেয়ারিং বাইক নয়, বরং নেকেড স্পোর্টস বাইক দিয়েও বাজারে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এইচ পাওয়ার বাংলাদেশের একটি উল্লেখযোগ্য বাইক ব্র্যান্ড হিসেবে পরিচিত। তাদের কাছে স্পোর্টস বাইকের ভালো কালেকশনতো রয়েছেই এবং সেই সাথে কিছু নেকেড স্পোর্টস বাইকও রয়েছে। যেমন Loncin CR3। এই নেকেড স্পোর্টস বাইকটি বেশ শক্তিশালী ইঞ্জিন এবং চোখে পড়ারমত ফিচারসহ অসাধারণ মাইলেজও দিয়ে থাকে। মজার ব্যাপার এই বাইকের দাম বেশ যুক্তিসঙ্গত। যাইহোক অনেক কথায় বলা হল, চলুন এবার দেখে নেয়া যাক এই বাইকটির উল্লেখযোগ্য ফিচারগুলো।
ডিজাইন এবং লুকঃ
ডিজাইনের ক্ষেত্রে, LOCIN CR3 নেকেড স্পোর্টস আউটলুক এবং সেই ধাচের ফ্রেমের উপরেই ডিজাইন করা হয়েছে। এই বাইকটিকে আকর্ষনীয় করার জন্য, ম্যানুফ্যাকচারিং কোম্পানি এগ্রেসিভ সুপার এলইডি হেড লাইট এবং সম্পূর্ণ নেকেড স্পোর্টি লুক ব্যবহার করেছে। এই সেগমেন্টে LONCIN CR3 এর ডিজাইন এবং লুকের জন্য এটি বেশ চাহিদা সম্পন্ন। ফ্ল্যাট কিন্তু স্টেপড সিটিং এবং স্ট্রেইট পাইপ হ্যান্ডেল বার বাইকটিকে আরামদায়ক করে তোলে। এই বাইকটিকে আরও আকর্ষণীয় করতে ডুয়াল টোন কালার কম্বিনেশনের সাথে অ্যাগ্রেসিভ স্পোর্টি ট্যাঙ্কার কিট এবং ডিক্যালস দেয়া হয়েছে। খুব স্টাইলিশ অ্যালয়, ক্রোম কোটেড এক্সজস্ট কভার এবং বেলি কাউলের কারনে বাইকটি আসলেই নেকেড স্পোর্টস নিখুঁত ফিনিশ পেয়েছে। যদিও বাইকটি আরও ভারী হতে পারত এর লুক এবং ডিজাইনের আলোকে তবে কোম্পানি এটিকে আরও স্পীডি এবং সহজে চালানোর জন্য হালকা অজনেই নিয়ে এসেছে।
ইঞ্জিন পারফর্মেন্সঃ
Loncin CR3 বাইকে রয়েছে 165cc SI, 4 স্ট্রোক, SOHC ইঞ্জিন। এই ইঞ্জিনটি বেশ শক্তিশালী, এটি বেশ ভাল পাওয়ার এবং টর্ক উৎপন্ন করতে পারে, বাইকটির ইঞ্জিন থেকে ইউজাররা 15.6bhp @ 8000 rpm এর সর্বোচ্চ পাওয়ার আউটপুট পাবেন। LONCIN CR3 কে এর ইঞ্জিন পারফরম্যান্সের জন্য একটি গতিশীল মোটরসাইকেল হিসাবে বিবেচনা করা যেতে পারে, এর পিছনে কারণ শুধুমাত্র ইঞ্জিনের শক্তি নয়। এই বাইকটি সহজেই 120 Km/H গতিতে চলতে পারে এবং 45 Km/L মাইলেজও প্রদান করতে পারে।
বডি ডাইমেনশনঃ
Loncin CR3 একটি পেরিমিটার ফ্রেমের উপর নির্মিত যা সাধারণত উচ্চ সিসি বাইকে ব্যবহৃত হয়। এই ধরনের ফ্রেম ভাল ডাইমেনশনের সাথে মিলিত হলে ভাল হ্যান্ডলিং এবং ব্যালান্স প্রদান করতে পারে। এর প্রশস্ত সীটের জন্য বসার অবস্থানটিও আরামদায়ক। এই বাইকটি ১৩২০ মিমি হুইলবেস এবং ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ আসে, যে কারণে রাইডিং আরও আরামদায়ক হয় যেকোন রাস্তায়। বাইকের সীট হাইট রাখা হয়েছে ৭৮৫ মিমি যা এই বাইকটিকে যেকোনো ধরনের রাইডারের জন্য পারফেক্ট করে তোলে।
সাসপেনশন এবং ব্রেকঃ
Loncin CR3 চমৎকার ব্রেক এবং সাসপেনশন সেট আপ সহ বাজারে নিয়ে আসা হয়েছে। সামনের দিকের জন্য এই বাইকটিতে টেলিস্কোপিক রয়েছে এবং পিছনের দিকে মনোশক রয়েছে। এই বাইকে রাখা হয়েছে একটি ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম। আরো নির্ভরশীল হতে পারত যদি এই বাইকটি ABS বা CBS রাইডিং অ্যাসিস্ট দিয়ে তৈরি করা হয়।
মিটার ক্লাস্টার:
Loncin CR3 বাইকে 12V 7AH ব্যাটারি দেয়া হয়েছে সকল ইলেক্ট্রনিক্স পরিচালনার জন্য এবং ডিজিটাল স্পিডোমিটার, RPM মিটার, ওডোমিটার সহ সম্পূর্ণরূপে বেশ আকর্ষনীয়। এছাড়া এতে হ্যালোজেন টেইল লাইট ও ইন্ডিকেটর রয়েছে।
শেষকথাঃ
LONCIN CR3 তিনটি ফ্যাশনেবল কালারের সাথে লঞ্চ করা হয়েছে যা লাল, কালো এবং সাদা। এই নেকেড স্পোর্টস বাইকটিকে বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়া শক্তিশালী এবং স্টাইলিশ নেকেড স্পোর্টস বাইকগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা যেতে পারে। একটি শক্তিশালী ইঞ্জিন এবং আক্রমনাত্মক চেহারার সাথে Loncin CR3 বাইকে যেকোন রাইডাররের জন্য সব ধরনের রাইডিং ফিচারস রয়েছে যা একজন রাইডারের প্রয়োজন হবে। যাইহোক, কিছু আপগ্রেড যেমন প্রশস্ত টায়ার, ABS বা CBS ব্রেকিং, এমনকি EFi ইঞ্জিন ব্যবহারকারীদের জন্য আরও ভাল পারফর্মেন্স এনে দিতে পারে, অন্যদিকে, এই বাইকের যুক্তিসঙ্গত মূল্য এটিকে যা আছে তার সাথেই সকলের পছন্দের তালিকায় নিয়ে এসেছে।