Yamaha Banner
Search

মাহিন্দ্রা সেঞ্চুরো ১১০ মোটরসাইকেল রিভিউ - মাসুদ রানা

English Version
2017-12-23
Owned for 3months-1year   []   Ridden for 5000-10000km


This user provides ratings about this bike


  8 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

মাহিন্দ্রা সেঞ্চুরো ১১০ মোটরসাইকেল রিভিউ - মাসুদ রানা



Mahindra-Centuro-110-user-review-by-Masud-Rana


আস্সালামু আলাইকুম। আমি মোঃ মাসুদ রানা, পেশায় আমি একজন ব্যবসায়ী। আর তাই বাইক আমার জীবনের একটি বড় সাপোর্ট বলে আমি মনে করি। যা আমার ব্যবসায়ীক কাজের গতিকে আরো দ্বিগুন করে তুলেছে। আর তাই আমি আমার মাহিন্দ্রা সেঞ্চুরো ১১০সিসি বাইকটি ব্যবহার করে অনেক সুবিধা ও অনেক বেশি মজা পাই। আমি এর পূর্বে বেশ কয়েকটি বাইক ব্যবহার করেছি তার মধ্যে থেকে বর্তমানে মাহিন্দ্রা সেঞ্চুরো ১১০সিসি বাইকটি ব্যবহার করে আমি বেশ মজা পাই। যা আমি অন্যান্য বাইকে পেতাম না। এই বাইকটিকে আমি আমার ফ্যামিলির একজন সদস্য বলেই মনে করি যার কারণ আমার ফ্যামিলি যেখানেই একটু ঘোরাঘুরি করতে যায় না কেন এটি আমাদের সাথে থাকে। এই বাইকটি আমার ব্যবহার করার বয়স প্রায় ৬ মাসের অধিক। আর এই সময়ের মধ্যেই আমি আমার এই বাইক সম্পর্কে বেশ কিছু ভাল এবং মন্দ দিক দেখতে পেয়েছি যা আমি আপনাদের সাথে শেয়ার করছি।


Mahindra-Centuro-110-design-review-by-Masud-Rana

ইন্ডিয়ান ব্র্যান্ড গুলোর মধ্যে জনপ্রিয় একটি ব্র্যান্ডের মোটরসাইকেল হলো মাহিন্দ্রা সেঞ্চুরো ১১০সিসি বাইকটি। বাইকটি আমার প্রথম থেকেই খুব ভালো লাগে। তবুও ডিজাইন এবং অন্যান্য সব দিক দিয়ে বাইকটির মধ্যে অনেক মার্জিত একটি ভাব রয়েছে বলে আমি মনে করি। বাইকটি চালিয়েও অনেক আরাম অনুভব করি। আমি বেশ অনেক দিন যাবৎ বাইক ব্যবহার করি। তবে যতক্ষণ এই বাইকটি রাইড করেছি তার প্রেক্ষিতে আমি বলব কোন ঝামেলা বা ব্যাক পেইন অনুভব করিনি। বাইকটির ডিজাইন ও বীল্ড কোয়ালিটি নিয়ে আমি তেমন কিছু বলতে চাইনা, কারণ এক কথায় এই বাইকটির ডিজাইন অতি সুন্দর ও মার্জিত এবং এর বীল্ড কোয়ালিটি অতি মজবুত বলে আমার কাছে মনে হয়েছে। বাইকটির সিটিং পজিশন অনেক ভালো, সিটিং পজিশনের সাথে মিল রেখে হ্যান্ডেলটিও ধরে বেশ আরাম। অন্যদিকে হ্যান্ডেলবারের সাথে যুক্ত সুইচগুলোর মানও আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। এর হেডল্যাম্পের আলো বেশ তীক্ষ, রাতে অন্ধকার রাস্তায় আমি অনেক ভালো আলো পায়। আর সুতরাং তাই সকল দিক বিবেচনায় বাইকটি আমার কাছে অনেক আরামদায়ক একটি বাইক বলে মনে হয়েছে।

তবে এই বাইকটির ইঞ্জিন নিয়ে আমি তেমন সন্তুষ্ট না। কারণ আমার এই বাইকটির একবার মবিল পাম্প বা ইঞ্জিনের পিনিয়াম নষ্ট হয়ে গিয়েছিল এবং এর ইঞ্জিন একটু গরম হয়। যা আমার আছে একটি সমস্যা বলে মনে হয়েছে। তবে বাইকটির কন্ট্রোল আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আমি অন্য বাইক গুলো টপ স্পীডে তুলেছি তবে এই বাইকের মত পায়নি। ব্রেকিং এবং সাসপেনশন আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। এর শকাপ গুলো বেশ ভালো খেলে। যার ফলে আমি ভাঙ্গা রাস্তাতেও তেমন কোন ঝাঁকুনি অনুভব করি না। তবে একটু বেশি গতিতে উঠালে আমার এই বাইকটি হালকা ভাইব্রেশন করে।

তবে বড় কথা বাইকটির মাইলেজ। এর তেল খরচ আমার কাছে অতি সন্তোষজনক মনে হয়েছে। বর্তমানে আমি মাইলেজ পাচ্ছি মোটামুটি ৬৫কিমি প্রতি লিটারে। যা বাজারের অন্যান্য বাইকের তুলনাই এই বাইকটির মাইলেজ মোটামুটি অনেক ভালো। আরো ভাল দিক হলো মাইলেজের দিকে তাকিয়ে এই বাইকটির দাম বাজার হিসেবে একদম ঠিক আছে। আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না। আমি তাদের নাটোর সার্ভিসিং সেন্টারে গিয়েছি এবং তাদের ব্যবহার আমার কাছে বেশ ভাল লেগেছে এবং তাদের দক্ষতাও আমার কাছে বেশ মনে হয়েছে।

বাইকটির ভালো দিক-
- ডিজাইন সুন্দর ও মার্জিত
- বীল্ড কোয়ালিটি বেশ মজবুত
- ফ্যামিলি বাইক
- মাইলেজ ভাল দেয়
- সার্ভিসিং সেন্টারের মান ভালো

বাইকটির মন্দ দিক-
- এর ইঞ্জিনের মবেল পাম্প বা পিনিয়াম একবার নষ্ট হয়েছে
- এর ইঞ্জিনটা হালকা গরম হয়
- বেশি গতিতে হালকা ভাইব্রেশন হয়

পরিশেষে বলতে চাই বাইকটির ডিজাইন, পারফরমেন্স এবং অন্যান্য দিক বিবেচনা করে আমি মনে করি বাইকটি বেশ চমৎকার এবং ব্যবহার করেও বেশ মজার। যে কোন বয়সের রাইডাররা এই বাইক ব্যবহার করতে পারেন। কারণ যে কোন বয়সের সাথেই এই বাইকটি খুব পারফেক্ট। যদি কেউ এই বাইকটি কিনতে চান তবে আমি অবশ্যই কিনতে বলবো। কারণ আমি এই বাইকটি ব্যবহার করে বা কিনে একটুও ভুল করি নাই বরং আরো আরাম অনুভব করি। আমার বিশ্বাস আপনারাও সন্তুষ্ট থাকবেন।




Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Mahindra Centuro Rockstar

মাহিন্দ্রা সেঞ্চুরো রকষ্টার ৪০০০কিমি রাইডিং অভিজ্ঞতা রিভিউ - রকি বিশ্বাস
2020-04-12

আমার মোটরসাইকেল এর নাম মাহিন্দ্রা সেঞ্চুরো। এটি আমি ৬ মাস যাবত ব্যবহার করেছি এবং এযাবৎ প্রায় ৪০০০ কিমি চালিয়েছ...

Bangla English
মাহিন্দ্রা সেঞ্চুরো রকস্টার মোটরসাইকেল রিভিউ - মাসুম
2018-08-11

সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার পরিচয় দিয়ে আমার মোটরসাইকেল সম্পর্কে কিছু মতামত তুলে ধরছি। আমার নাম মোঃ মাসুম আলী...

Bangla English
মাহিন্দ্রা সেঞ্চুরো রকস্টার মোটরসাইকেল রিভিউ - সুকুমার সাহা
2018-07-14

মোটরসাইকেল বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি বাহন। বলতে গেলে প্রায় প্রতিটি পরিবারেই একটি করে বাইক রয়েছে। কারণ, মোটরস...

Bangla English
মাহিন্দ্রা সেঞ্চুরো ১১০ মোটরসাইকেল রিভিউ - মাসুদ রানা
2017-12-23

আস্সালামু আলাইকুম। আমি মোঃ মাসুদ রানা, পেশায় আমি একজন ব্যবসায়ী। আর তাই বাইক আমার জীবনের একটি বড় সাপোর্ট বলে আমি ...

Bangla English
2015-12-28

...

English
Filter