আমার মোটরসাইকেল এর নাম মাহিন্দ্রা সেঞ্চুরো। এটি আমি ৬ মাস যাবত ব্যবহার করেছি এবং এযাবৎ প্রায় ৪০০০ কিমি চালিয়েছি। আজকে আমি আমার এই মোটরসাইকেলটির ৪০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে সবার সাথে শেয়ার করেছি। দাম হিসেবে মোটরসাইকেলটি আমার কাছে সব দিক থেকেই পারফেক্ট মনে হয়েছে। আমি সাধারণ যাতায়াতের জন্যই এই মোটরসাইকেলটি কিনেছি। শুরু থেকেই আমি বাইকটিতে একটা সমস্যা অনুভব করতাম সেটা এর ব্রেকিং সিস্টেম খুব দূর্বল। এছাড়া ৮০ এর বেশি গতিতে তুললেই বাইকের বডি ভাইব্রেশন করে। ডিজাইনের দিক থেকে এই মোটরসাইকেলটি দেখতে অনেক সুন্দর। এই বাইকটির বডি প্যানেল এর রং আর স্টিকারের কাজ গুলোও অনেক সুন্দর। এর সিটিং পজিশনটা বেশ বড় এবং সিটিং পজিশন অনুযায়ী হ্যান্ডেলটিও সঠিক স্থানেই রয়েছে, যার ফলে আমি দীর্ঘ সময় বাইকটি রাইড করার পরেও তেমন কোন ব্যাক পেইন অনুভব করি না। আমি ঝামেলা বিহীন ভাবেই এর হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো ব্যবহার করতে পারি। আমি মোটরসাইকেলটি থেকে খুব ভাল মাইলেজ পাচ্ছি।
ভাল দিকঃ
- তেল খরচ কম।
- গ্রাফিক্যাল ডিজাইন গুলো নতুন এবং দেখতে চমৎকার।
- সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন খুব ভাল।
- বিল্ড কোয়ালিটি বেশ মজবুত।
- ইঞ্জিন শক্তিশালী এবং এর পারফর্মেন্স খুব ভাল।
- দামটা আমার সাধ্যের মধ্যেই রয়েছে।
মন্দ দিকঃ
- বেশি গতিতে বাইকটি ভাইব্রেশন করে।
- ব্রেকিং সিস্টেম উন্নত না।
মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের কারণ হচ্ছে, এটি আমার সাধ্যের মধ্যে ভাল ডিজাইন ও মাইলেজ যুক্ত বাইক। আমি আগে থেকেই এই বাইকটি সম্পর্কে সকল তথ্য জানতাম। আমার বন্ধুদের সাথে পরামর্শ করে আমি মাহিন্দ্রা সেঞ্চুরো মোটরসাইকেলটি কেনার সিদ্ধান্ত নিই।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।
আমার মোটরসাইকেলের ব্রেকিং সিস্টেম উন্নত করা প্রয়োজন। এর সামনের এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। শুধুমাত্র এই ডিস্ক ব্রেক আমাকে সঠিকভাবে ভাল কন্ট্রোলিং সুবিধা দিতে পারে না। তবে এর ইঞ্জিনের শব্দটা খুব স্মুথ এবং ইঞ্জিনটা অনেক শক্তিশালী। এই মোটরসাইকেলটি চালিয়ে এখন পর্যন্ত মনে হয়েছে এটি একটি আরামদায়ক বাহন। আশা করি এটি অনেক টেকসই হবে। আমি নিয়মিত বাইকটি সার্ভিসিং করাই, সে জন্য এটি নতুনের মতই রয়েছে। আমি মনে করি যারা সুন্দর ডিজাইন, ভাল মাইলেজ এবং চমৎকার পারফর্মেন্স সমৃদ্ধ বাইক কিনতে চান তারা মাহিন্দ্রা সেঞ্চুরো কিনতে পারেন। সবাইকে ধন্যবাদ।