আমার নাম মোঃ জাহাঙ্গীর আলম, পেশায় চাকুরিজীবি। আমি প্রায় ৩ মাস যাবত মাহিন্দ্রা সেঞ্চুরো ১১০সিসি বাইকটি ব্যবহার করছি। তবে এর পূর্বে আমি বাজাজ ডিস্কোভার ১০০, টিভিএস ১০০সিসি বাইক ব্যবহার করেছি। তার মধ্যে বাজাজ ডিস্কোভার ১০০ বাইকটি ব্যবহার করে আমি বেশ মজা পেয়েছি তবে বর্তমানের এই বাইকটি ব্যবহার করে আমি আরো বেশি সন্তুষ্ট। মূলত আমার চাকুরির জন্যই বাইকের প্রয়োজনটা বেশি। তাছাড়া পরিবারের সাথে ঘোরাঘুরি করার জন্যেও বাইকের কোন তুলনা হয় না। এই বাইকটি ব্যবহার করে আমি যে সকল ভালো মন্দ দিক পেয়েছি আমি তা আপনাদের সাথে শেয়ার করছি।
বাইকটির ইঞ্জিন পারফরমেন্স বেশ ভালো। এখন পর্যন্ত আমি ইঞ্জিনের তেমন কোন সমস্যা পাইনি। বাইকটির মাইলেজ আমার কাছে মোটামুটি মনে হয়েছে, আমি মাইলেজ পাচ্ছি প্রায় ৫০-৫৫ কিমি প্রতি লিটারে যেটাতে আমি মোটামুটি সন্তুষ্ট। তবে আর একটু বেশি হলে ভালো হতো। ব্রেকিং ও সাসপেনশনের কথা বলতে গেলে এই বাইকটিতে ব্রেক মোটামুটি বেশ ভালোই। হার্ড ব্রেক করলেও তেমন স্লীপ খায় না। এর শকাপ গুলো বেশ ভালো খেলে যার ফলে আমি তেমন কোন ঝাঁকুনি অনুভব করি না। এমন কি বেশি গতিতেও উঠলে ভাইব্রেশন করে না। যার ফলে আমি বেশিক্ষণ এই বাইকটি রাইড করার পরেও তেমন কোন ব্যাক পেইন অনুভব করি না। বাইকটিতে টিউবলেস চাকা হবার জন্য আমি বাড়তি কোন টেনশন পাই না। এই দিকটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
এই বাইকটির ডিজাইন অতি সুন্দর ও মার্জিত এবং এর বীল্ড কোয়ালিটি অতি মজবুত বলে আমার কাছে মনে হয়েছে। তাই বাইকটির ডিজাইন ও বীল্ড কোয়ালিটির দিকে লক্ষ্য করেই এই বাইকটি কেনার প্রতি আমার আগ্রহ হয়। বাইকটির সিটিং পজিশন বেশ ভালো, সিটিং পজিশনের সাথে মিল রেখে হ্যান্ডেলবারটা ধরে বেশ আরাম দায়ক বলেই মনে হয়েছে। অন্যদিকে হ্যান্ডেলবারের সকল সুইচগুলোর মানও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আমি এখন পর্যন্ত তেমন কোন সমস্যার সম্মুখিন হয়নি। বাইকটির হেড লাইটের আলো বেশ ভালো। ফলে আমি রাতে অন্ধকার রাস্তায় এই বাইকটি রাইড করে কোন সমস্যা হয় না। সার্বিক দিক বিবেচনায় বাইকটি অনেক আরামদায়ক একটি বাইক। তাছাড়াও বাইকটি আমার প্রথম থেকেই খুব ভালো লাগে।
এদের সার্ভিসিং সেন্টার পাবনা স্বপ্না মটরস। তাদের ব্যবহার আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনকি আগের সার্ভিসি সেন্টারের চেয়ে শত গুণে ভালো। তাদের বাইক ঠিক করার কলা কৌশল আমার কাছে বেশ ভালো লেগেছে। তাই সার্ভিসিং সেন্টার মান নিয়ে আমি বেশ সন্তুষ্ট। আর সব দিক বিবেচনা করে বাইকটির দাম একদম ঠিক বলেই আমার কাছে মনে হয়েছে।
বাইকটির ভালো দিক-
- ডিজাইন অনেক সুন্দর
- বীল্ড কোয়ালিটি বেশ মজবুত
- টিউবলেস চাকা হওয়ায় কোন টেনসন পাই না
- সার্ভিসিং সেন্টারের মান বেশ ভালো
বাইকটির মন্দ দিক-
- মাইলেজটা মোটামুটি তবে আর একটু কম হলে ভালো হয়
- চেইন এর ভিতর একটু শব্দ হয়
সর্বপরি আমার এই মাহিন্দ্রা সেঞ্চুরো ১১০সিসি বাইকটির ডিজাইন, পারফরমেন্স এবং অন্যান্য দিক বিবেচনা করে আমি মনে করি বাইকটি বেশ চমৎকার। যে কোন বয়সের রাইডাররা এই বাইক ব্যবহার করতে পারেন। যদি কেউ এই বাইকটি কিনতে চান তবে আমি অবশ্যই কিনতে বলবো। কারণ আমি এই বাইকটি ব্যবহার করে বেশ আরাম অনুভব করি, আশা করি আপনারাও সন্তুষ্ট থাকবেন।