আমি এম এ রায়হান, বাসা চন্দনপুর, পীরগঞ্জ, নাটোর সদর। পেশায় একজন চাকুরিজীবি। আমার পেশা এবং মাঝে মধ্যে সামান্য একটু ঘোরাঘুরি করার জন্য আমার এই Mahindra Gusto 110cc বাইকটি ব্যবহার করা। বড় কথা আমার চাকুরির জন্যেই বাইক অতি প্রয়োজনীয় একটি বাহন। যার দ্বারা আমি আমার নির্দিষ্ট স্থানের দূরত্বকে আরো কমিয়ে আনতে পারি। নিজের ইচ্ছেই বলেন আর প্রয়োজনের জন্যই বলেন বাইক আমার জীবনের একটি বড় সঙ্গী। আমি পূর্বে অনেক বাইক ব্যবহার করেছি যেমন- পালসার, এ্যাপাচি, সিটি ১০০, সুজুকি জিক্সার, লিফান ইত্যাদি তবে বর্তমানের আমি Mahindra Gusto 110cc বাইকটি প্রায় দীর্ঘ ১১ মাস যাবৎ ব্যবহার করছি এবং এটি ব্যবহার করে আমি বেশ ভালো অনুভব করি। আর এই অল্প কিছু সময়ের মধ্যেই আমি এই বাইক সম্পর্কে বেশ কিছু ভালো মন্দ দিক দেখতে পেয়েছি যা আমি আপনাদের সাথে শেয়ার করবো।
Mahindra Gusto 110cc বাইকটি দেখতে বেশ সুন্দর এবং এর ডিজাইনটিও বেশ সুন্দর লাগে আমার কাছে। এই বাইকটির এমন একটি আউটলুক রয়েছে যেটা সকল বয়সের রাইডারের সাথে মানানসই। এমন কি নারী-পুরুষ উভয়ই এই বাইকটি ব্যবহার করতে পারেন। বাইকটির কালার কম্বিনেশন, সিটিং পজিশন, হ্যান্ডেলবারের সাথে সিটিং পজিশনের বেশ সমন্বয় রয়েছে। যার ফলে আমার বাইকটি অধিক সময় রাইড করতে কোন সমস্যা হয় না। বাইকটির হ্যান্ডেলবারের সকল সুইচ গুলোও বেশ ভালো কাজ করে। আমি আজ পর্যন্ত কোন সমস্যার সম্মুখিন হয়নি। এর হেড লাইটের আলো বেশ ভালো দেয়। তাই রাতে এই বাইকটি রাইড করতে আমার তেমন কোন সমস্যা হয় না। এর বীল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি বেশ ভালোই মনে হয়েছে।
বাইকটির ইঞ্জিন পারফরমেন্স বেশ ভালো। এখন পর্যন্ত আমি ইঞ্জিনের তেমন কোন সমস্যা পাইনি। বাইকটির মাইলেজ আমার কাছে মোটামুটি মনে হয়েছে, আমি মাইলেজ পাচ্ছি প্রায় ৬৫ কিমি প্রতি লিটারে যেটাতে আমি মোটামুটি সন্তুষ্ট। তবে আর একটু বেশি হলে ভালো হতো। ব্রেকিং ও সাসপেনশনের কথা বলতে গেলে এই বাইকটিতে ব্রেক মোটামুটি বেশ ভালোই তবে শুধু সামনে হাইড্রোলিক দিলে ভালো হয়। তবে খুব খারাপ পরিস্থিতিতে কন্ট্রোল করতে একটু সমস্যা হয় তার পরেও এই বাইকের ব্রেক ও সাসপেনশন মোটামুটি ভালো বলেই মনে হয়েছে। এর শকাপ গুলো বেশ ভালো খেলে যার ফলে আমি তেমন কোন ঝাঁকুনি অনুভব করি না। তবে বেশি গতিতে উঠলে সামান্য ভাইব্রেশন করে। এই বাইকটি আমি ১১৫ কিমি গতিতেও উঠিয়েছি তেমন কোন সমস্যা হয়নি। বরং বেশ ভালোই লাগে।
আমি কয়েকবার সার্ভিসিং সেন্টারে গিয়েছি। তাদের ব্যবহার বেশ ভালো বলেই আমার কাছে মনে হয়েছে। বাইকটির ব্রেক ও কন্ট্রোলিং সামান্য সমস্যা ছাড়া সব কিছু মিলিয়ে বাইকটি আমার কাছে বেশ দারুন লাগে এবং আমি মনে করি এই বাইকটা কিনে আমি ভুল করিনি। কারণ এর সকল দিক বিবেচনা করে এর দামটাও বেশ সাধ্যের মধ্যে। দাম নিয়ে তাই আমি বেশ সন্তুষ্ট।
ভাল দিক
- ডিজাইন ও বীল্ড কোয়ালিটি বেশ সুন্দর ও মজবুত
- হ্যান্ডেল, সুইচ এবং সিটিং পজিশন বেশ ভালো
- শকাপ ভালো খেলে
- দামটা মনের মত
খারাপ দিক
- সামনের চাকায় শুধু হাইড্রোলিক দিলে ভাল হয়
- তেল মোটামুটি তবে আর একটু বেশি গেলে ভালো হতো
সবশেষে বলব যে, আমি আমার Mahindra Gusto 110cc বাইকটি ১১ মাস চালিয়ে যে সকল সুবিধা ও অসুবিধা পেয়েছি সব কিছুর দিক বিবেচনা করে বাইকটি আমার কাছে বেশ পছন্দের। এই বাইকটি নিয়ে আমি মানসিক ভাবে বেশ সন্তুষ্ট আছি। তাই আপনারা যারা নতুন বাইক ব্যবহার করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলব এই বাইকটি সকল বয়সের মানুষের জন্য পারফেক্ট একটি বাইক। যে কেউ চোখ বন্ধ করে এই বাইকটি কিনতে পারেন। আমি বলব বেশ আরাম ও মজা পাবেন।