ব্যবসা সঠিকভাবে পরিচালনা করার জন্য আমার দ্রুত বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। শুধুমাত্র শহরের মধ্যে আমার ব্যবসা পরিচালনা করতে হয় বিধায় আমার হাই সিসির বাইক দরকার নেই এদিকে আমার গিয়ার সিস্টেম এর বাইক একটু ঝামেলা মনে হয়। সব দিক থেকে ঠিক করলাম স্কুটার কিনবো। স্কুটার কেনার ক্ষেত্রে আমি সকলের সাজেশন নিয়ে দেখলাম যে মাহিন্দ্রা খুব সুন্দর স্কূটার বাজারে নিয়ে আসছে এবং দামের দিক থেকে অন্যান্য ব্রান্ডের তুলনায় অনেক কম। যেহেতু মাহিন্দ্রা একটি বিশ্বস্ত ব্র্যান্ড এবং তাদের স্কুটারগুলোর সুনাম বাংলাদেশের অনেক রয়েছে। এই স্কুটারটি আমি নিউ রাজশাহী মটরস থেকে ১ মাস আগে কিনি এবং ঈই ১ মাসে প্রায় ৪০০ কিমি রাইড করেছি। স্কুটারটি রাইড করে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে যা আজকে আমি মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে শেয়ার করবো।
স্কুটারটির ভালো দিকের মধ্যে আমার কাছে
-গিয়ার সিস্টেমের ঝামেলা নাই যা আমার ভালো লেগেছে।
-সিটিং পজিশন আরামদায়ক মনে হয়েছে
-পিলিয়ন ও রাইডার দুইজনই আরামের সাথে বসে রাইড করতে পারা যায়। ইঞ্জিনের শক্তি ভালো লেগেছে
-ডিজাইন অনেক সুন্দর
মন্দ দিকের মধ্যে রয়েছে
-মাইলেজ কম পাচ্ছি
-তেল নেওয়ার সময় পুরো সিট তুলতে হয়
-টায়ার এর সাইজ কম
-রিমগুলো দুর্বল
এই স্কুটারটির পছন্দ করার কারণ – অন্যান্য স্কুটারের তুলনায় আমার কাছে এই স্কুটারের দাম অনেক কম মনে হয়েছে এবং সেই তুলনায় এর পারফরমেন্স ও অনেক ভালো।
স্কুটারের ডিজাইনটা সত্যিই অনেক সুন্দর। ইঞ্জিনটা যথেষ্ট শক্তিশালী কিন্তু খারাপ লেগেছে এর প্লাস্টিকগুলো দেখে কারণ আমার কাছে মনে হয়েছে যে এর প্লাস্টিকের মান অনেক দুর্বল এবং একটু ঘষা লাগলেই ভেংগে যাওয়ার সম্ভাবনা আছে। যারা অফিসে যাতায়াত করতে চান কিংবা মহিলা রাইডাররা আরামের সাথে রাইড করতে চান তারা এই স্কুটারটী নিঃসন্দেহে কিনতে পারেন।