আজকে আমি এখানে মোটরসাইকেলভ্যালীর মাধ্যমে আমার ডায়াং ৮০ সিসি বাইক নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো এবং তাদের ধন্যবাদ জানাই আমাকে এতবড় একটা সুযোগ করে দেবার জন্য। আমি মোঃ তুহিন আলী পেশায় ব্যবসায়ী। আমি বসবাস করি জামনগরে যেটা নাটোর জেলায় অবস্থিত। একজন ব্যবসায়ী হিসেবে আমাকে বিভিন্ন কাজ সম্পাদন করতে হয় এবং মাঝে মাঝে পারিবারিক বিভিন্ন কাজে বাইকের খুব দরকার পড়ে। আমার প্রথম বাইক ডায়াং ৮০ সিসি প্রায় ৩ বছর যাবত ব্যবহার করে আসছি।
ছোট বাইক হিসেবে আমার কাছে এর ডিজাইনটা অনেক সুন্দর লেগেছে এবং বিল্ড কোয়ালিটিটা আমি মনে করি অনেক মজবুত আছে। বাইকটা যে কোন রাস্তায় চলার জন্য অনেক আরামদায়ক একটি বাইক। সিটিং পজিশন দারুণ এবং সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের সুন্দর কম্বিনেশন আছে। হ্যান্ডেলের সাথে সংযুক্ত সুইচগুলো অনেক ভালো কাজ করে এবং অন্যান্য ইলেকট্রিক্যাল বিষয়গুলো যথাযথভাবে আছে। হেডল্যাম্পের আলো নিয়ে যদি বলি তবে এর আলোটা অনেক তীক্ষ্ণ এবং এর কারণে রাতের রাইড আমার কাছে অনেক আরাম মনে হয়।
বাইকটার কন্ট্রোল বলতে গেলে ভালোই কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যে বাইকটা হাই স্পীডে অনেক ভাইব্রেট করে যেটা আমার পক্ষে একটু ঝামেলা মনে হয়। ব্রেক এবং সাসপেনশন চলার জন্য যথেষ্ট ভালো আছে এবং এখন পর্যন্ত আমি এগুলোর কোন সমস্যা খুঁজে পাইনি। আমি অনেক খারাপ রাস্তাতে রাইড করে ব্রেকিং এর অনেক ভালো সাড়া পেয়েছি কিন্তু একটু কড়া ব্রেক করলে পেছনের চাকা স্কীড করে। ইঞ্জিনটা হচ্ছে এই বাইকের বিরাট একটা অংশ কারণ ইঞ্জিনের কোন খারাপ দিক আমার চোখে ধরা দেয়নি। ৮০ সিসি বাইক হিসেবে আমার কাছে মাইলেজটা সন্তোষজনক মনে হয়েছে কিন্তু এটা আরেকটু বেশি হলে ভালো হত। আমি এখন মাইলেজ পাচ্ছি প্রায় ৫০কিমি/লিটার।
আমি তাদের সার্ভিস সেন্টারে অনেকবার গিয়েছি এবং আমি প্রত্যেকবার তাদের অনেক ভালো সাড়া পেয়েছি । আমি দেখেছি যে তারা সকল গ্রাহকদের সাথে অনেক ভালো ব্যবহার করে।
কোয়ালিটি, পারফরমেন্স এবং অন্যান্য ফিচারস মিলিয়ে দামটা আমার কাছে একটু বেশি লেগেছে । মাইলেজটা একটু কম কিন্তু সব মিলিয়ে পারফরমেন্স অনেক ভালো । যদি কেউ ভাবেন যে এই বাইকটা কিনবেন তবে আমি আপনার সিদ্ধান্তকে স্বাগত জানাই । তেল খরচের ব্যাপারটা মেনে নিতে পারলেই কেনা যায়। ধন্যবাদ সবাইকে।