Yamaha Banner
Search

MT15 Version 2 ব্যবহার অভিজ্ঞতায় - মোঃ আব্দুল্লাহ শামস

English Version
2025-02-06
Owned for 1year+   []   Ridden for 10000km+


This user provides ratings about this bike


  9 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

This bike is purchased from Crescent Enterprise South, Dhaka

MT15 Version 2 ব্যবহার অভিজ্ঞতায় - মোঃ আব্দুল্লাহ শামস


mt15-version-2-usar-review-by-md-abdullah-shams-1738820899.webp

আমি সামস আজ আমি আপনাদের সাথে Aci motors এর সাথে আমার পথ চলার গল্প শেয়ার করব। আমি ব্যবহার করছি Yamaha MT15 V2 বলা বাহুল্য যে আমার বাবার উৎসাহে আমি যখন ক্লাস ৪ এ পড়ি তখন থেকেই বাইক চালানো শুরু করেছি এখন পর্যন্ত আমি ১৪ টা বাইক পরিবর্তন করেছি। বিভিন্ন ব্র্যান্ডের বাইক ব্যবহার করলেও আমার কাছে Yamaha MT15 V2 বেশি ভালো লেগেছে রাইড করে । Aci Motors এর ৫ নাম্বার বাইক এটি আমার ব্যবহার করা।

ইয়ামাহা থেকে অন্য ব্রান্ডে না যাওয়ার কারণ কি?

ইয়ামাহা ব্র্যান্ডের বাইক ব্যবহারের মুল কারণ বলা যায় যে তাদের বাইক ক্রয় এর পড়ে যে সার্ভিস প্রদান করে যে সাপোর্ট ইয়ামাহা কর্তৃপক্ষের নিকট থেকে পাই তা অন্য কোন ব্র্যান্ড থেকে পাইনি। যা একটি কারণ এবং সেই সাথে স্পেয়ার পার্টস সব সময় হাতের নাগালে পাওয়া যায় দাম তুলনামূলক কম মনে হয়েছে। তৃতীয় কারন ইয়ামাহা বাইকের লাইফ স্টাইল YRC এর কার্যক্রমগুলা আমার ভালো লেগেছে। এই বাইক নিয়ে ১৭০০০ কিলোমিটার পথ পারি দিয়েছি তার ভালো মন্দ দিকগুলা শেয়ার করব।





বাইকের ভালো দিকঃ

● বাইক রাইড করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয় বলা যায় তা হল কমফোর্ট কন্ট্রোল যা আমাকে ভরসা দেই । দীর্ঘ সময় রাইড করার ফলেও কোন ক্লান্তির ছাপ নেই কোন অসস্থি ।কিছু দিন আগে একটানা টেকনাফ টু তেতুলিয়া প্রায় ১৭০০ কিলোমিটার রাইড করেছি পারফরমেন্স অনেক ভালো পেয়েছি।

● ব্রেকিং থাকবে ভালো দিকের মধ্যে যেকোন পরিস্থিতে আমাকে সাপোর্ট দেয় রাইড করার সময় সাহস থাকে না এমন মনে হয় না ইয়ামাহা বাইক রাইড করার সময়। সব সময় মনে হয় ইয়ামাহা একটি বিশ্বাসের নাম আমার কাছে।

● যুগের সাথে তাল মিলিয়ে কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে এই বাইকে যা যেকোন রাইডার কে ইয়ামাহা বাইকের প্রতি ভরসা রাখতেই হবে। ভালো ভাবে মেইনটেইন করার ফলে ভালো মাইলেজ পাচ্ছি সিটিতে ৪৮-৪৯ এবং হাইওয়েতে ৫৩-৫৪ মাইলেজ যা একটি ভালো লাগার দিক বলতে পারেন।

● সার্ভিস স্পেয়ার পার্টস যা অন্য ব্র্যান্ড নিশ্চয়তা না দিলেও ইয়ামাহা ব্র্যান্ড শুরু থেকেই সাপোর্ট দেই যা আমি শুরুতে একবার বলেছি।

● সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে বিষয় তা হল MT15 V2 বাইকের লুক্স ডিজাইন এক কথায় অসাধারণ ১০ এ ১০ বলবো রাস্তা দিয়ে রাইড করলে যে কারো নজর কাড়ে এবং সবাই পছন্দ করে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট MT15v2 নিয়ে।



Aci motors ইহামাহা কাছে আমার চাওয়া কিছু আশাবাদঃ

● Yamaha MT15 v2 তে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া দরকার তাহলে আরও একটি ভালো হবে রাইড করার ক্ষেত্রে।

● টায়ারের সাইজ ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় ১৫০ হলে ভালো হয়।

● হেডলাইট আরেকটু উন্নত করার পাশাপাশি বাইকের দামটা ক্রয়সীমার মধ্যে আনলে সব রাইডার এর জন্য উপকার হয়।

সব মিলিয়ে বলতে গেলে আমার ব্যবহার করা সেরা বাইক Yamaha MT 15v2 বাইক এর পড়ে হাইয়ার সিসি সেগমেন্টের যদি MT series এর কোন মডেলের আসে তাহলে সেটা আমার নেক্সট বাইক তাহলে তো বুজতেই পারছেন কতটা ভালো লেগেছে বাইকটি। এর আগে MT series এর MT15v1 ব্যবহার করেছি প্রায় ২৭০০০ কিলোমিটার রাইড করেছি প্রথম

Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha MT-15 Version 2.0

MT15 Version 2 ব্যবহার অভিজ্ঞতায় - মোঃ আব্দুল্লাহ শামস
2025-02-06

আমি সামস আজ আমি আপনাদের সাথে Aci motors এর সাথে আমার পথ চলার গল্প শেয়ার করব। আমি ব্যবহার করছি Yamaha MT15 V2 বলা বাহুল্য যে আমার ...

Bangla English
Yamaha MT 15 V2 ফিচার রিভিউ
2022-12-08

Yamaha MT 15 V2 ওভারভিউঃ নেকেড স্পোর্টস বাইক যারা ভাল বাসেন তাদের জন্য আরেকটি সার্প্রাইজ চলে এসেছে বাজারে। আর তা নিয়ে এস...

Bangla English

Related Motorcycles


No bike found
Filter