আমি মাহফুজ হাসান পেশায় সার্ভিস হোল্ডার। আমার বর্তমান ঠিকানা রাজশাহী শহরে। পেশাগত দায়িত্ব পালনের জন্য দীর্ঘ কয়েক বছর আমি ব্যবহার করেছি বাজাজ বক্সার। বাজাজ বক্সার ব্যবহার করে বেশ মজা পেতাম কিন্তু বাইকটিতে আমি ফিচারসের অনেক ঘাটতি অনুভব করতাম। বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে রোডমাস্টারের বাইক কিনবো এবং আমি কিনে ফেলি রোডমাস্টার রেক্স। ৮০ সিসির মধ্যে ভাল ডিজাইন, ফিচারস, ডিস্ক ব্রেক সব কিছু আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি এই বাইকটি নিয়ে এখন খুব সহজে বিভিন্ন জায়গায় আমার অফিশিয়াল কাজে যাতায়াত করতে পারি। আমি প্রায় ১ বছর ৬ মাস ধরে এই বাইকটি ব্যবহার করছি। আজ আমি আপনাদের সাথে আমার রোডমাস্টার রেক্স এর ভালো মন্দ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।
প্রথমে আমি ডিজাইনের দিকে, ডিজাইনটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। ৮০ সিসির বাইক হিসেবে ডিজাইনটা সত্যিই অভাবনীয়। সুন্দর ডিজাইনের ফল বাইকটিতে অন্য রকম একটি আউটলুক লক্ষ্য করা যায়। ডিজাইনের পাশাপাশি বিল্ড কোয়ালিটিটাও মজবুত মনে হয়েছে তবে বিল্ড কোয়ালিটিটা আরেকটু উন্নত করার সুযোগ ছিলো। ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক দিয়ে বাইকটি বেশ পারফেক্ট।
চালিয়ে বেশ ভালো কম্ফোরট পাই। সিটিং পজিশনটা তুলনামুলক নরম,হালকা। আমি মনে করি যে সিটিং পজিশনটা আরেকটু শক্ত হলে ভালো হত। সিটিং পজিশনের সাথে মিল রেখে এর হ্যান্ডেলবারটা পারফেক্ট পজিশনে আছে এবং হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলো ঝামেলাবিহিন ভাবে কাজ করে। রাতে হেডল্যাম্পের আলো একটু কম এবং পর্যাপ্ত আলো আমি পাই না।
বাইকটি আকারে একটু ছোট হওয়ার ফলে কন্ট্রোল করতে সুবিধা হয়। আমি ৮০ সিসির এই বাইকটিতে হাই স্পীড তুলেছি ৬০ কিমি প্রতি ঘণ্টা। সামনে ডিস্ক ব্রেক থাকায় অনেক ভালো ব্রেকিং পাই এবং সাসপেনশন সব রাস্তাতে অনেক আরামদায়ক রাইডিং নিশ্চিত করে। টায়ারগুলোর গ্রিপ অনেক ভালো এবং আমি বৃষ্টি ভেজা রাস্তা কিংবা এমনি রাস্তাতে কোন স্লিপ অনুভব করি না।
ইঞ্জিনের কোনো সমস্যা আমি এখনও অনুভব করিনি। ইঞ্জিনটা আমাকে অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে এবং সেই সাথে আমি অনেক ভালো মাইলেজ পাচ্ছি। আমি এখন লিটারে প্রায় ৬৫ কিমি মাইলেজ পাচ্ছি। মাইলেজের দিক দিয়ে আমি বলবো যে বাইকটি বেস্ট একটি বাইক।
সার্ভিস সেন্টারে আমি এখনও যাইনি তাই এই বিষয়ে কিছু না বলাই শ্রেয়। আসলে আমি বাইকটার খুব যত্ন নিই যার কারণে তাদের সার্ভিস সেন্টারে যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না। তবে আমি শুনেছি যে তাদের সার্ভিস মানটা অনেক ভালো।
ভালো দিক
-ইঞ্জিনের পারফরমেন্স দারুণ
-সুন্দর আউটলুক
-ভালো কন্ট্রোলিং
মন্দ দিক
-হেডল্যাম্পের আলো কম
-সিটিং পজিশনটা আরেকটু উন্নত করা উচিত
কোয়ালিটি ,ফিচারস এবং পারফরমেন্স বিবেচনায় আমার কাছে রোডমাস্টার রেক্স বাইকটির দাম একটু বেশি মনে হয়েছে। আমি মনে করি যে রোড মাস্টারের উচিত তাদের এই বাইকটার দাম একটু সহনীয় করা যাতে গ্রাহকদের নাগালের মধ্যে থাকে। রোড মাস্টার রেক্স যারা কিনতে চান তাদের আমি বলবো যে দামটা আপনাদের কাছে ঠিক মনে হলে চোখ বন্ধ করে কিনতে পারেন।