বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল ব্যবহার করার পরে ভাবলাম এবার একটু ভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল কিনি। তাই আমি রোড মাস্টার ভেলোসিটি ১০০ সিসির এই মোটরসাইকেল টি পছন্দ করি। আমাদের দেশে দিন দিন মোটরসাইকেল এর কদর বৃদ্ধি পাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আসছে নতুন নতুন ডিজাইনের বাইক। এগুলোর মধ্যেই সবাই তার নিজের পছন্দের ভিত্তিতে মোটরসাইকেল কিনছে। তবে আমি মনে করি মোটরসাইকেল যেমন মানুষের ইচ্ছে বা চাহিদা পূরণ করছে, তেমনি মোটরসাইকেল এর দ্বারা মানুষ অনেক উপকৃত হচ্ছে। যেমন মোটরসাইকেল থাকায় আমার অনেক সময় অপচয়ের হাত থেকে রক্ষা পাই। আমার পরিচয় আমি মোঃ মিজান আলী। পেশায় আমি একজন ছাত্র। আমার মোটরসাইকেল এর নাম রোড মাস্টার ভেলোসিটি ১০০ সিসি। এই মোটরসাইকেলটি আমি আমার ব্যক্তিগত কাজেও ব্যবহার করি। তবে এই মোটরসাইকেলটি আমরা দুই ভাই ব্যবহার করি। আমার বড় ভাই পেশায় ব্যবসা করে। সে তার ব্যবসার কাজে যাতায়াতের জন্য এই মোটরসাইকেলটি চালায়। সে এবং আমি এটির মাধ্যমে দ্রুত যাতায়াত করতে পারি। আমাদের সকল কাজ এখন খুব অল্প সময়ের মধ্যেই করতে পারি। এই মোটরসাইকেলটি আমি ৬ মাস যাবত ব্যবহার করছি। ৬ মাসে আমি প্রায় ৮০০০ কিমি পথ চালিয়েছি। রোড মাস্টার ভেলোসিটি ১০০ সিসির এই মোটরসাইকেলটি আমি পুঠিয়া বাজারের “মেসার্স সুরভী এন্টারপ্রাইজ” শোরুম থেকে কিনেছি। আজকে আমি মোটরসাইকেল ভ্যালীর আমন্ত্রণে হাজির হয়ে আমার বাইক ও এটির রাইডিং অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছি। আশা করি আমার শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন।
এই মোটরসাইকেল এর ডিজাইন অনেক সুন্দর। এটি দূর থেকে দেখলে ১৫০ সিসির বাইকের মত মনে হয়। অনেকেই ভূল বসত আমাকে প্রশ্নও করেছে এটি ১৫০ সিসির বাইক কি না। এর বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক মজবুত মনে হয়েছে। এর প্লাস্টিক ও পার্টস গুলোও অনেক টেকসই ও মজবুত। এর তেলের ট্যাংকারটা মোটামুটি বড়। এই জন্য বাইকটিকে ভূল বসত ১৫০ সিসির বাইক মনে করে বলে আমি মনে করি। তবে মোটরসাইকেলটি দেখতে যেমন ভাল আমি এটি রাইড করেও ভাল অনুভুতি পেয়েছি।
ইঞ্জিন নিয়ে কিছু কথা জানাতে চাই। এই মোটরসাইকেল থেকে আমি মোটামুটি ভাল পারফরমেন্স পাচ্ছি। এর ইঞ্জিন অনেক শক্তিশালী। চলার পথে কোন বাধাকেই বাধা মনে করে না। একাধিক ব্যক্তি নিয়ে চালালেও ইঞ্জিনের কোন সমস্যা বোঝা যায় না। ইঞ্জিনের শব্দটা আমার কাছে খুবই ভাল লেগেছে। এছাড়া এই ইঞ্জিনটা অন্যান্য বাইকের মত ওভার হিট হয় না ও খারাপ শব্দ হয় না। এক কথায় এই মোটরসাইকেলটির ইঞ্জিন পারফরমেন্স খুব ভাল। এর থেকে আমি ভাল মাইলেজও পাই।
এবার এই বাইকের মাইলেজ নিয়ে কিছু বলতে চাই। মোটরসাইকেল শোরুম থেকে কিনার সময় তারা আমাকে বলেছিল এক লিটার তেলে ৬০ কিমি যেতে পারবো। তবে আমি এখন বর্তমানে প্রায় ৬০ কিমির মত মাইলেজ পাচ্ছি। আমি মনে করি ১০০ সিসির বাইক হিসেবে এই মাইলেজটি পাওয়া সঠিক আছে। তাই এই মাইলেজ পেয়ে আমি অনেক সন্তষ্ট আছি। তাদের কথার সাথে কাজের মিল পেয়েছি।
এই মোটরসাইকেলটির সিটিং পজিশন একটু উঁচু। তবে আমার জন্য কোন প্রকারের সমস্যা হয় না। আমি খুব সহজেই সিটে বসে মাটিতে পা রাখতে পারি। এর সিটটা প্রথমের দিকে শক্ত মনে হলেও বর্তমানে এটি অনেক নরম লাগে। আমি খুব আরামের সাথে দীর্ঘ পথ চালতে পারি। এছাড়া এর সিটিং পজিশন বড় হওয়াতে দুই এর অধিক ব্যক্তি নিয়েও খুব সহজেই সিটে বসা যায়। মোটরসাইকেলটির হ্যান্ডেলবার অনেক ভাল হওয়ায় আমি খুব আরামের সাথেই এটি চালাতে পারি। এই মোটরসাইকেলে ডিস্ক ব্রেক থাকাতে আমি খুব সহজেই এটি কন্ট্রোল করতে পারি। ডিস্ক ব্রেকটা আমার খুব পছন্দের। এছাড়া এর চাকা দুটি দেখতে ভাল ও এর গ্রিপ গুলো অনেক ভাল। এই জন্য আমি দ্রুত বাইক চালালেও কন্ট্রোল এর সময় এর চাকা স্লিপ খায় না। আমি খারাপ রাস্তায় এই মোটরসাইকেলটি চালিয়ে দেখেছি খুব বেশি পরিমানে ঝাঁকুনি লাগে না। কারণ এর সাসপেনশন গুলো মোটামুটি ভাল। এই মোটরসাইকেলটি দ্রুত চলাচল করার জন্য মোটামুটি ভাল। আমি একদিনে প্রায় ২০০ কিমি পথ চালিয়েছি এবং সর্বোচ্চ গতি ৯০ কিমি/ ঘন্টায় তুলেছি। বেশি স্পিডে চালালে আমার কোন প্রকারের সমস্যা হয় না। এই মোটরসাইকেলটি চালিয়ে দীর্ঘক্ষন চালালেও আমার কোন ক্লান্তি আসে না। এছাড়া রাতে মোটরসাইকেলটির হেড লাইট থেকে আমি পর্যাপ্ত পরিমানে আলো পাই। এর সুইচ গুলো দেখতে অনেক সুন্দর এবং এগুলো ব্যবহার করতে আমার কোন সমস্যা হয় না। এর লুকিং গ্লাস দুটো উন্নত মানের মনে হয়েছে। এই বাইকের ব্যাটারির মান ভাল।
আমি এক বার সার্ভিসিং সেন্টারে গিয়েয়েছি। সেখানকার পরিবেশ খুব ভাল। আমার বাইকের চেন খুব দ্রত লুজ হয়ে যায়। এটি তাদের কাছ থেকে ঠিক করে নিই। এছাড়া বড় কোন সমস্যা এখনো পাই নাই। তবে মবিল পরিবর্তন করা, অন্যান্য চেক আপ এর জন্য বাজারের মেকানিক এর থেকেই করাই। তবে তাদেরও কাজের মান আমার খুব ভাল লেগেছে।
বর্তমান বাজারে এই মোটরসাইকেল টির দাম তুলনামূলক ভাবে কম। সে জন্য এই বাইকটির প্রতি ক্রেতাদের চাহিদাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে মনে করি। পরিশেষে বলতে চাই, কেউ যদি স্বল্প মূল্যের মধ্যে ভাল মাইলেজ সমৃদ্ধ ১০০ সিসির মধ্যে মোটরসাইকেল কিনতে চান তাহলে রোড মাস্টার ভেলোসিটি মোটরসাইকেলটি কিনতে পারেন। আশা করি এটি কিনলে আপনারাই জিতবেন। কারন, মোটামুটি সব দিক থেকেই এই মোটরসাইকেলটির পারফরমেন্স ভাল। তবে ইঞ্জিন ভাল রাখতে ভাল অয়েল ব্যবহার করতে হবে। সবাইকে ধন্যবাদ।