চাইনিজ বাইক, দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছে, কালার কম্বিনেশনটা সুন্দর, সব মিলিয়ে ১০০ সিসি সেগমেন্টের মধ্যে বেশ ভালো একটি বাইক।এদিকে বাইকটির কিছু খারাপ দিকও রয়েছে যেগুলো আমাকে অসন্তুষ্ট করেছে যেমন- হ্যান্ডেলটা অনেক উঁচু, টপ স্পীডে ভাইব্রেশন করে ইত্যাদি । এতক্ষন আমি যে বাইকটি নিয়ে কথা বলছিলাম সেটি সকলের খুব পরিচিত একটি বাইক যার নাম ডায়াং রানার বুলেট ১০০ সিসি। আমি অচিন্তু কুমার সাহা পেশায় একজন শিক্ষক এবং আমি ৫ মাস ধরে এই বাইকটি ব্যবহার করছি। মূলত স্কুলে যাওয়ার জন্য আমি এই বাইকটি বেশী ব্যবহার করে থাকি এবং এটাই আমার প্রথম ব্যাক্তিগত বাইক। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডায়াং রানার বুলেটের ভালো মন্দ কিছু দিক নিয়ে এবং মোটরসাইকেলভ্যালীকে ধন্যবাদ আমার মতামত গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য।
ইঞ্জিনের পারফরমেন্স বেশ ভালই আমি বলবো কারণ, আমি এই পর্যন্ত কোনো সমস্যা পাই নি। সব কিছু মিলিয়ে ইঞ্জিনটা আমার কাছে একদন পারফেক্ট বলে মনে হয়েছে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে ডিজাইনটা খুব ভালো মনে হয়েছে। বাইকটির কালার কম্বিনেশন এবং অন্যান্য ডিজাইনের দিক বলতে গেলে সব ঠিক আছে কিন্তু আমার কাছে একটা সমস্যা বিষয় মনে হয়েছে সেটা হল এর পেছনের চাকাটা অনেক উঁচু ।সিটিং পজিশনের সাথে মিল রেখে এর পেছনের চাকাটা একটু নিচু করলে আমি মনে করি ভালো হতো।
বাইকটি চালিয়ে আমি আরাম পাই। সিটিং পজিশন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। হ্যান্ডেলবারটা অনেক উঁচু উঁচু লাগে আমার কাছে একটু নিচু হলে ভালো হয়। তবে হ্যান্ডেলের সাথে সংযুক্ত সুইচগুলো বেশ ভালো কাজ করে। আমি রাতে বিভিন্ন রোড কন্ডিশনে এই বাইকটি চালিয়ে এবং আমার কাছে এর হেডল্যাম্পের আলোটা মোটামুটি ভালোই মনে হয়েছে।
বাইকটির বিরাট একটা সমস্যা হল এই যে , বাইকটি টপ স্পীডে অনেক ভাইব্রেশন দেয়। কিন্তু ব্রেকিং সিস্টেমটা চমৎকার । সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক আমাকে যেকোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সামনে পেছনে দুই দিকের সাসপেনশন বেশ ভালো পারফরমেন্স দেয়। আমি টায়ারের যথেষ্ট ভালো গ্রিপ লক্ষ্য করেছি এবং টায়ারটা খুব কম স্লিপ খায়। কন্ট্রোলিং এর দিয়ে আমি বলবো যে এই বাইকটি অনেক ভালো আছে।
১০০ সিসির চাইনিজ বাইক হিসেবে আমার কাছে তেল খরচটা একটু বেশী মনে হচ্ছে। আমি এখন মাইলেজ পাচ্ছি ৫৫ কিমি এর মতো। মাইলেজটা আরও বেশী হলে ভালো হতো।
সার্ভিসিং সেন্টারের মান বলতে গেলে আমার কাছে তাদের ঠিক করার মান, আচার ব্যবহার ইত্যাদি সব কিছু বেশ ভালো লেগেছে। তবে তাদের ঠিক করার মানটা আরেক্তু উন্নত করা দরকার বলে আমি মনে করি।
ভালো দিক
- চালিয়ে মজা পাই
- দেখতে সুন্দর লাগে
খারাপ দিক
- গিয়ার বক্স স্মুথ না
- হাই স্পীডে ভাইব্রেট করে।
বাইকটির পারফরমেন্স,ফিচারস এবং অন্যান্য দিক মিলিয়ে আমার কাছে এর দামটা মোটামুটি ভালো লেগেছে যদি একটু কম হতো তাহলে ভালো হতো। যদি কেউ এই বাইকটি কিনতে চান তবে আমি বলবো যে, বাইকটি অনেক ভালো আমার কাছে খুব বেশী ভালো না লাগলেও আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য।