Is this review helpful?
Rate count: 2Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Runner Automobiles Limited, Rajshahi
ব্যাক্তিগত ব্যবহারের জন্য একটি বাইকের খুবই দরকার আছে। বাইক নিয়ে বিভিন্ন স্থানে মুভমেন্ট করা খুব সহজ হয়। আমি একজন সাধারণ রাইডার হিসেবে শহরের মধ্যে বেশি বাইক রাইড করে থাকি যার জন্য আমার শহরের চলাচলের উপযোগী একটি বাইক দরকার। বাংলাদেশের বাজারে ১০০ সিসি ও ৮০ সিসির বাইকের অনেক চাহিদা রয়েছে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার জন্য বা আমার মুভমেন্টের জন্য ৮০ সিসির বাইক ভালো সাপোর্ট দিবে । বাজারে ৮০ সিসির মধ্যে আমার কাছে রানার এডি৮০ এস বাইকটি অনেক পছন্দ হয়েছে। বাইকের গঠন অনুযায়ী আমার মনে হয়েছে যে শহরের মধ্যে চলাচলের জন্য এটা অনেক উপযোগী। সব মিলিয়ে আমি এই বাইকটা কেনার সিদ্ধান্ত নিই এবং গত ৩ বছর আগে আমি এই বাইকটা কিনে এখন পর্যন্ত সেটা ব্যবহার করে আসছি।এডি৮০ এস বাইকটা ২৬ হাজার কিমি রাইড করেছি এবং আমার কাছে এই বাইকের ভালো মন্দ দিক চালিয়ে
অনেক কিছুই সামনে এসেছে সেগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি।
-বাইকটি গঠনে ছোট হওয়ার ফলে শহরের মধ্যে যে কোন রাস্তায় খুব আরামের সাথে ঝামেলাবিহীনভাবে রাইড করা যায় এবং আমার প্রতিদিনের যাতায়াতে বাইকটি চালিয়ে অনেক স্বাছন্দ্ বোধ করি।
-একট বিষয় আমি এই বাইকটা চালিয়ে খুব ভালো ভাবেই উপলব্ধি করতে পেরেছি যে বাইকটি শহরের রাস্তায় কিংবা যে কোন রাস্তায় চালিয়ে ঝুকি অনেক কম । কারণ এই বাইকের ইঞ্জিন ৮০ সিসি ফলে এক্সেরেশন বা ইঞ্জিনের শক্তি খুব বেশি না। যতটুকু চলার জন্য দরকার ঠিক ততটুকুই দেওয়া যাছে।
-সিটিং পজিশন অনেক আরামদায়ক। ছোট বাইক হওয়া সত্ত্বেও আমার মনে হয় রানার তাদের এই বাইকের সিটিং পজিশনে বিশেষ নজর দিয়েছে যার ফলে এই বাইকের সিটিং পজিশনে পিলিয়ন সহ আরামে বসে রাইড করা যায়।
-মাইলেজ আমি শুরুতে অনেক বেশি পেতাম । এখন ২৬ হাজার কিমি বাইকটা রাইড করার পর মাইলেজ একটু আমার কাছে কম মনে হয়েছে। আমি শুধুমাত্র বাসায় যাতায়াতের জন্য বাইকটা ব্যবহার করতাম। আগে ৭০ কিমি মাইলেজ পেতাম এখন সেটা শহরে ৫৭ কিমি প্রতি লিটার হাইওয়েতে ৬০ কিমি প্রতি লিটার মাইলেজ পাচ্ছি। আমার মনে হয় বাইকের সার্ভিস করালে মাইলেজ ভালো পাবো।
খারাপ দিকের মধ্যে আমি শুধু একটি মাত্র খারাপ দিক পেয়েছি তা হল এই বাইকের ড্রাম ব্রেকিং সিস্টেম একটু দুর্বল। তাছাড়া বাইকে অন্যান্য সব বিষয় ঠিক মনে হয়েছে।
Is this review helpful?
Rate count: 2আমি একজন নতুন বাইকার তাই আমার জীবনে আমি নতুন বাইক দিয়ে রাইডিং শুরু করতে চাই। যখন একটি বাইক কেনার আগ্রহ করি তখন দেখ...
Bangla Englishআমি একজন বাইক প্রেমি এবং আমার কাছে বাইক অনেক পছন্দের একটি বাহন। যখন একটি বাইক কিনব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আম...
Bangla Englishআমি অনেক আগে থেকেই বাজেটের মধ্যে একটি সুন্দর বাইক খুঁজছিলাম। বাজারে অনেক ব্রান্ডের বাইক দেখেছি কিন্তু আমার কাছে ...
Bangla Englishআমি একজন রানার প্রেমিক, আমি অনেক দিন ধরে রানার বুলেট ব্যবহার করেছি। আমি যখন রানারসম্পর্কে ভাবি, তখনই আমি সর্বদা ভ...
Bangla Englishআমি বাজাজ পালসার এনএস ১৬০ চালাতাম। আমার বয়স বাড়ছে, এ কারণেই আমি ভারী বাইক নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যা মনে কর...
Bangla Englishনিজের প্রয়োজন বা পরিবারের প্রয়োজনে একটি বাহনের খুব দরকার আছে। আমি যখন যাতায়াত করি তখন বুঝতে পারি একটি বাহনের প্র...
Bangla Englishবর্তমানে রানার এডি৮০এস বাইক কেনার আগে আমি পূর্বেও রানার বাইক ব্যবহার করেছি। আমার কাছে এই ব্র্যান্ডের বাইকগুলো ...
Bangla Englishপ্রতিদিনের যাতায়াতের জন্য একটি বাইকের খুব দরকার। আমি দেখেছি যে বাইক নিয়ে যে কোন স্থানে যে কোন কাজ খুব সহজেই করা য...
Bangla Englishব্যাক্তিগত ব্যবহারের জন্য একটি বাইকের খুবই দরকার আছে। বাইক নিয়ে বিভিন্ন স্থানে মুভমেন্ট করা খুব সহজ হয়। আমি একজ...
Bangla Englishপ্রথমে আমি আমার পরিচয় জানাতে চাই। আমার নাম মোঃ আক্তার আলী। যৌবন বয়স প্রায় শেষের দিকে তবুও আমি এখনো মোটরসাইকেল চা...
Bangla Englishআসেন আপনাদের আমার সার্কিট(রানার ডিলাক্স ৮০) এর গল্প শোনাই। যাই হোক ভয়ে ভয়ে বাইক এর রিভিউ লিখতে বসলাম অফিসের কা...
Bangla Englishআমি মোঃ মাইদুল ইসলাম পেশায় একজন চাকুরীজীবী। বর্তমানে আমি ব্যবহার করছি ডায়াং রানার ডিলাক্স ৮০সিসি বাইক। এই বাই...
Bangla Englishআমার নাম মোঃ রেজাউল করিম, আমি পেশায় একজন চাকুরিজীবি। বাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বাহন। যেটা আমার জীব...
Bangla English