Yamaha Banner
Search

English Version
2015-01-10

Runner Duranto 80cc bike ownership review by MD. Sayed Salam


Runner Duranto 80ccআমার প্রথম মোটরসিকেল ছিল লিজেন্ডারি Honda HS100 । আমি ব্যবসায়ী সুতরাং ব্যবসায়িক কাজেই বাইকটি কিনেছিলাম। রাজশাহী শহরে আমার একটা প্রিন্টিং প্রেস আছে, আপনার জানেন প্রেসের ব্যবসায় সর্বক্ষণ ছুটাছুটির উপরে থাকতে হয় এর পাশাপাশি শহর থকে ১৭-১৮ কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলায় আমার কিছু জমিও আছে। তাই ব্যবসা আর জমিজমা দেখাশুনার জন্য আমার সব সময়ই একটি বাইকের প্রয়োজন হয়। Honda HS100 বাইকের পরে আমি Hero Honda Splendor Plu , Dayang Galaxy 80cc বাইক দুটি চালিয়েছি। এর পরে Runner Duranto 80cc বাইকটি বর্তমানে ব্যবহার করছি এর পাশাপাশি আমার Bajaj Chetak 150cc একটি বাইক আছে।

আমার নাম মোঃ সাঈদ আসলাম। রাজশাহী শহরে সাগরপাড়ায় আমার বাড়ী। বর্তমানে আমার ব্যবহৃত Runner Duranto 80cc বাইকটির বিস্তারিত দিক আপনাদের জানাবো। আমার জানা মতে এটি এখন বাংলাদেশে সবচেয়ে মূল্য সাশ্রয়ী বাইক।

যে কারনে আমি রানার দুরন্ত কিনলাম
ব্যবসায়ী হিসাবে আমাকে দিনের একটি উল্লেখযোগ্য সময় ছুটাছুটির উপরেই থাকতে হয়। এই কারণেই আমার নিজেস্ব একটি বাহনের দরকার সবসমই পড়ে। গত বছর থেকে উচ্চ রক্তচাপে ভুগচ্ছি তাই তুলনামূলক বড় বাইক চালানো আমার জন্য ঝুঁকিপুর্ন। এই কারণেই আমি তুলনামূলক হালকা বাইক কেনার সিদ্ধান্ত নেই Dayang 50cc বা 80cc আমার পছন্দের তালিকায় ছিলো। আমার বন্ধু ইসমাইল রানার কোম্পানির রাজশাহী শো-রুম নূপু করপোরেশনে আছে অনেক দিন । ইসমাইলই আমাকে এই নতুন বাইক সম্পর্কে জানায় এবং বলে বাইকটি ভালো। দেখেই আমার পছন্দ হয়ে যায় যেমনটি চাচ্ছিলাম তেমনই , সাদাসিদে হালকা একটা বাইক। দাম শুনে তো থ মাত্র ৫৬০০০ টাকা । সঙ্গে সঙ্গেই কিনে ফেলি।


Runner Duranto 80ccআমার দূরন্ত
রাজশাহীর নূপু করপোরেশন থেকে গত বছর বাইকটি কিনি। ইঞ্জিনের পারফর্মেন্স নিয়ে কিছুটা সন্দেহ কিন্তু ছিলো। এতো সস্তা বাইকের ইঞ্জিন নিয়ে আসলে যে কোন মানুষেরই সন্দেহ হবার কথা। কিন্তু বাইকটি চালানো শুরু করার পরে আমার ভুল ভেঙ্গে যায়। এর ৮০ সিসি ইঞ্জিনের পাওয়ার একজন বা দুজন যেভাবেই চালান না কেন অভিযোগের সুযোগ দিবে না। আমি একবার নাটোর শহরে গিয়েছিলাম রাজশাহী থেকে ৫০কিমি দূরে । রাস্তায় কোন বিব্রতকর পরিস্থিতিতে ফেলেনি। একা চালিয়ে যেমন শান্তি পাবেন, পেছনে আর একজন কে নিয়ে চালালেও কোন অশান্তি হবে না। শহরের ভিড়ের রাস্তাতে তো পঙ্খিরাজ মনে হবে। যেখানে বড় বাইক মাথা ঢুকাতে পারবে না আপনি অনায়েসেই মাথা ঢুকিয়ে দিবেন। আমি এর মধ্যে একবারই গ্রামীণ কাঁচা রাস্তায় বাইকটি চালানোর সুযোগ পেয়েছিলাম । খারাপ লাগেনি। বাইকের ওজন কিছুটা কম হওয়াতে ঝাকুনি একটু বেশি অনুভুত হয়েছে।

যদিও বাইকটি ছোট আর হালকা মাত্র ৭৪.৫ কেজি ওজন তার পরেও আমি একবার ৭০ কিমি/ঘন্টা গতি তুলেছিলাম। সাধারণ স্পীডে কন্ট্রোল অসাধারণ কিন্তু হাইওয়েতে গতি তুললে ডিসকম্ফোর্ট ফিল করবেন। রাতে চলাচলের জন্য হেডলাইটের আলো যথেষ্ট। সামনের আর পেছনের উভয় সাস্পেনশানই আরামদায়ক , মসৃণ। যদিও মাইলেজ সেভাবে মেপে দেখিনি তবে ধারণা করি ৫৫-৬০ কিলোমিটার যায় লিটারে।

ভালো দিক

• কম মূল্য
• শক্তিশালী আর মজবুত
• সাস্পেশান আরামদায়ক
• জ্বালানী সাশ্রয়ী


মন্দ দিক

• ডিজাইন খুব একটা দৃষ্টিনন্দন না
• সামনে পেছনে দু চাকার টায়ারই চিকন

কম মুল্যের কারণেই অন্যান্য দামী বাইকের তুলনায় এর কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু যারা কম মুল্যের বাইক কিনতে চান তাদের জন্য আদর্শ। বয়ষ্ক মানুষদের জন্য বাইকটি আদর্শ। শহর অথবা গ্রামে চালানোর জন্য এর থেকে ভালো বাইক আর হতে পারে না।


Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Runner Duranto

রানার দূরন্ত ৮০সিসি মোটরসাইকেল রিভিউ - জব্বার আলী
2017-12-07

প্রথমে আমার সম্পর্কে কিছু বলি। আমি মোঃ জব্বার আলী, আমার বাসস্থান লালপুর, নাটোর। আমি পেশায় একজন চাকুরিজীবি। বাই...

Bangla English
2015-08-01

...

English
2015-01-10

আমার প্রথম মোটরসিকেল ছিল লিজেন্ডারি Honda HS100 । আমি ব্যবসায়ী সুতরাং ব্যবসায়িক কাজেই বাইকটি কিনেছিলাম। রাজশাহী শহরে ...

Bangla English
Filter